শেষ হল কবিতা ‘অসময়’-এর ভিডিওচিত্র ধারণ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২৮ পিএম, ২৯ মার্চ ২০২৫

সম্প্রতি সমাপ্ত হলো কবি গোলাম মওলা জসীমের কবিতা ‘অসময়’-এর ভিডিওচিত্র ধারণ।
ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ‘কবিতাঘর’-এর প্রযোজনায় ও বড়ুয়া সীমান্ত'র পরিচালনায় কবিতা ‘অসময়’-এর কবিতাচিত্র প্রকাশ পাবে।
‘অসময়’ কবিতাটি আবৃত্তি করেছেন আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর।
আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, গোলাম মওলা জসীম, তরুণ অভিনেত্রী জেমিমা খানের অভিনয়শৈলীতে ‘অসময়’-এর চিত্রধারণ সম্পন্ন হয়েছে চট্টগ্রাম সিটির অসাধারণ কিছু লোকেশনে।
সায়েম উদ্দীনের শিল্প নির্দেশনায় এবং ফয়েজ আহমেদের ক্যামরা ও সম্পাদনায় কবিতাচিত্র ‘অসময়’ কবিতাঘরের নিজস্ব ফেসবুক পেজ ‘কবিতাঘর’- এ প্রকাশ পাবে ঈদের আগের দিন রাত দশটায়।