ঈদ আয়োজনে ওটিটিতে তিন সিনেমা


March 2025/Three Cinema.jpg

ঈদুল ফিতরের উৎসবের রং আরও গাঢ় করে তুলতে বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও রয়েছে নানা আয়োজন। আসন্ন ঈদ উপলক্ষে এবার ওটিটিতে থাকছে তিনটি সিনেমা।

ঈদের ওটিটি সিনেমাগুলো হলো ‘মাইশেলফ অ্যালেন স্বপন টু’, ‘জিম্মি’ ও ‘হাউ সুইট’।
 
মাইশেলফ অ্যালেন স্বপন টু: 

রহস্যময় এক সংলাপ দিয়ে শেষ হয়েছিল ওটিটির জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। যে রহস্য বাড়িয়ে দিলেছিল দর্শক আগ্রহ । শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল স্বপন। কে সেই মুখ ঢাকা ব্যক্তি? কেনই-বা স্বপনকে খুঁজছিল সে?
 
এমন আরও কিছু অমীমাংসিত প্রশ্নের জট খুলতে ঈদুল ফিতরে আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। প্রথম সিজনে অভিনয় করা নাসির উদ্দিন খান আর মিথিলার সঙ্গে এই সিজনে যুক্ত হয়েছেন সংগীতশিল্পী জেফার রহমান। সিরিজটিতে অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি। চাঁদরাতে চরকিতে মুক্তি পাবে সিনেমাটি।
 
জিম্মি: 

এবারের ঈদ আয়োজনে আর্থিক সংকট ও নৈতিকতার স্খলনের গল্প নিয়ে এসেছেন নির্মাতা আশফাক নিপুন। নির্মাণ করেছেন ওয়েব সিরিজ ‘জিম্মি’। সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সেই সঙ্গে আছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়। শুক্রবার (২৮ মার্চ) হইচইয়ে মুক্তি পেয়েছে সিনেমাটি।
 
হাউ সুইট: মুক্তির অপেক্ষায় রয়েছে রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। কাজল আরেফিন অমির পরিচালনায় ওয়েব সিনেমাটিতে অভিনয় করেছেন অপূর্ব ও তাসনিয়া ফারিণ। বঙ্গতে ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘হাউ সুইট’।
 
ঈদের ছুটিতে উৎসবের আমেজ বাড়াবে ওটিটি প্ল্যাটফর্মের ঈদ আয়োজন। ঘরে বসে পরিবারের সঙ্গে সিনেমা ও ভিন্ন ধারার কাজ দেখতে এখন মুখিয়ে আছে দর্শকমহল। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×