দুই পরিবার একসাথে ঈদ করব এবার: মেহজাবীন


March 2025/Mehjabin Eid.jpg
মেহজাবীন চৌধুরী

নতুন জীবনে পা রেখে নতুন পরিকল্পনা করেছেন মেহজাবীন-রাজীব দম্পতি। এবারের ঈদে অন্যরকম পরিকল্পনায় ঈদ হবে তাদের। পারিবারিক মেলবন্ধনে ঈদের আমেজ বিরাজ করবে দুই পরিবারে। তেমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

এবারের ঈদ নিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সংবাদ সম্মেলনে ঈদের পরিকল্পনার কথা জানিয়েছেন।

মেহজাবীন চৌধুরী বলেন, ‘ঈদে আমাদের আলাদাভাবে সেরকম কিছু আয়োজন করা হয়নি। যেহেতু দুই পরিবার একসাথেই এইবার ঈদ করবো। এই ঈদটাই আমাদের জন্য নতুন একটা ব্যাপার।’

তার ভাষ্যে, ‘ঈদের দিন সবাই আসবে আমরা একজন আরেকজনকে দেখবো এই জিনিসটা যদি সুন্দর মতো হয় এটায় আশা করছি এবং এটার জন্য উন্মুখ হয়ে আছি।’

এদিকে আদনান আল রাজীব বলেন, ‘পরিবার পাশে থাকলে সব সময় ভালো লাগে। যখন আমার আড্ডা হয় তখন আমার কাছে মালাইকাকে আলাদা কোনো শালিকা মনে হয় না। আমরা একজন আরেকজনকে অনেক দিন থেকে চিনি। আমরা ইতোমধ্যে একটা পরিবারের মধ্যে আছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×