ধর্ষণের অভিযোগে গ্রেফতার বলিউড পরিচালক
- বিনোদন ডেস্ক
- প্রকাশঃ ০৮:৩১ পিএম, ৩১ মার্চ ২০২৫

‘দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল’ সিনেমা নির্মাণসূত্রে পরিচিত বলিউড পরিচালক সনোজ মিশ্রকে গ্রেফতার করেছে ভারতের নবি করিমের পুলিশ। এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ এনডিটিভির।
ঝাঁসির এক তরুণীর দায়ের করা ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় সনোজকে। রোববার (৩০ মার্চ) সনোজ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ।
তরুণীর অভিযোগ, ২০২০ সালে টিকটক ও ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজের সঙ্গে আলাপ হয় তার। এরপর এক দিন পরিচালক তাকে দেখা করতে বলেন। দেখা না করলে আত্মহত্যা করবেন সনোজ, এমন হুমকি পেলে একটি রিসোর্টে দেখা করতে যান। সেখানে না জানিয়ে সনোজ তাকে মাদকমিশ্রিত পানীয় খাওয়ান। এরপর অচেতন অবস্থায় তাকে ধর্ষণ করা হয়।
অভিযোগকারী আরও জানান, ধর্ষণের সময় সে দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করেন সনোজ। ধর্ষণ বিষয়ে মুখ খুললে আপত্তিকর সে ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়ার হুমকিও দেন। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন জায়গায় ডেকে চার বছরের বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন সনোজ। তরুণীর এমন অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত অজামিনযোগ্য গ্রেফতার করে অভিযুক্তকে।
এদিকে ৪৫ বছর বয়সী সনোজ মিশ্র গ্রেফতার হওয়ায় ‘মণিপুর ডায়েরি’ নামে নতুন একটি সিনেমার কাজ স্থগিত করা হয়েছে। এ সিনেমায় পরিচালকের দায়িত্বে ছিলেন সনোজ। আর নায়িকার ভূমিকায় অভিনয় করার কথা ছিল মোনালিসা ভোঁসলের।