
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২৫ বছর বয়সী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। ২১ ডিসেম্বর স্থানীয় একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইমানির তিন বছরের একটি সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, তিনি তার প্রেমিকের হাতে খুন হয়েছেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ওই দিন জরুরি ফোন কলের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। তারা ইমানিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইমানি ডিয়া স্মিথ তার অভিনয় জীবন শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। বিশ্বখ্যাত ডিজনি অ্যানিমেটেড ফিল্মের ওপর ভিত্তি করে তৈরি ব্রডওয়ে নাটক ‘দ্য লায়ন কিং’-এ অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত ও অনুরাগীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের অভিযোগে ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসন-স্মলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ আনা হয়েছে। ইমানি ও জর্ডন দীর্ঘদিনের পরিচিত ছিলেন। প্রশাসন তদন্ত করছে, ব্যক্তিগত কোনো কলহের জেরে কি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে।