মা তুলেছে ছবি, বাবার সঙ্গে কেক কেটেছে বীর

বীরের এ বছরের কেকটির আদল গাড়ির মতো। গত ২১ মার্চ চার পেরিয়ে পাঁচ বছরে পা রেখেছে সে। বাবা শাকিব খানের সঙ্গে কেক কেটেছে সে। একবাড়িতে না থাকলেও দূর থেকে দ্বিতীয় পক্ষের ছেলে শেহজাদ খান বীরকে আগলে রেখেছেন অভিনেতা শাকিব খান। গতরাতে বাপ-ছেলের কেক কাটার ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী শবনম বুবলী। একবাক্যে লিখেও দিয়েছেন, ‘বাপ-ছেলের ভালোবাসার কোনো সীমনা নেই।’ সঙ্গে এও জানিয়েছেন, দেরিতে পোস্ট করতে হলো ছবিগুলো! কারণ? হয়তো নতুন সিনেমা মুক্তি উপলক্ষে বেশ ব্যস্ত সময় যাচ্ছে বীরের মা, বাবা দুজনেরই। যদিও এখনও সেই অর্থে প্রচারণা শুরু করেননি দুজনার কেউই। পবিত্র ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শেহজাদ খান বীরের বাবা শাকিব খানের ‘বরবাদ’ ও মা শবনম বুবলীর ‘জংলি’ নামের দুটি সিনেমা। বাবার নায়িকা ভারতের ইধিকা পাল, আর মায়ের নায়ক সিয়াম আহমেদ। এরই মধ্যে বেরিয়েছে বীরের বাবা-মা দুজনার সিনেমার গানও। এখন কেবল ঈদের অপেক্ষা। শাকিব খানের হাত ধরে ২০১৬ সালে ঢালিউডে পা রাখেন অভিনেত্রী শবনম বুবলী। পরে শাকিবের জুটি হয়ে কাজ করেছেন ‘শুট্যার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’সহ টানা ১২টি সিনেমায়। ২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব খান-বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান। যদিও কড়া নিরাপত্তায় শেষ হয় ‘বীর’ ছবির শুটিং। এরপরই আড়ালে চলে যান বুবলী। বহুদিন পর জানা যায় ছেলের মা হয়েছেন বুবলী। সন্তান জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন বুবলী ও শাকিব। যদিও এ নিয়ে নানান বিতর্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বিনোদন জগত সেসব বিতর্ক ভুলে মন দিয়েছে তাদের অভিনয়ে। সবার প্রত্যাশা, বীরের মা-বাবা দুজনেই ঢালিউডে ভালো ভালো কিছু সিনেমা উপহার দেবে।

বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের বিশ্ব মূকাভিনয় দিবস উদযাপন

আজ শনিবার (২২ মার্চ) বিশ্ব মূকাভিনয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনটি বিশেষভাবে গুরুত্ব পায়, কারণ এটি ছিল ফরাসি মূকাভিনয় শিল্পী মার্সেল মার্সোর ১০২তম জন্ম বার্ষিকীর দিন। শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি ও সংগঠক সোলেমান মেহেদী। শুভেচ্ছা বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম। বক্তব্য দেন সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল। আলোচক ছিলেন মূকাভিনয়জন জাহিদ রিপন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক (নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ) মোহাম্মদ জসীম উদ্দিন; যারা মূকাভিনয় শিল্পের ভবিষ্যৎ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের মূকাভিনয় শিল্পের পথিকৃৎ ব্যক্তিত্বদের মূকাভিনয় চর্চা নিয়ে সামগ্রিক আলোচনা করা হয়। বিশেষ করে পার্থ প্রতীম মজুমদার, কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, দেবাংশু হোর এবং বাংলাদেশের নবধারার মূকাভিনয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিক মূকাভিনেতা রিজোয়ান রাজনকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাধীনতাউত্তর চট্টগ্রামের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন । বিশ্ব মূকাভিনয় দিবসের এই অনুষ্ঠানটি মার্সেল মার্সোর প্রতি শ্রদ্ধা জানিয়ে পালন করা হয়, যিনি আধুনিক মূকাভিনয় শিল্পের পুরোধা। মার্সেল মার্সো ১৯২৩ সালের ২২ মার্চ ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে জন্ম নেন এবং ২০০৭ সালের ২২ সেপ্টেম্বর তাঁর প্রয়াণের পর থেকে এই দিনটি বিশ্বব্যাপী মূকাভিনয় দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। আলোচনায় মূকাভিনয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা দেশের মূকাভিনয় চর্চার উন্নয়ন ও প্রসারে নানা কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। অনুষ্ঠানে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের সদস্যভুক্ত দল মিরর মাইম থিয়েটার, দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মাইম ট্রুপ মূকাভিনয় পরিবেশন করে।

১৪ বছর পর মুখোমুখি হচ্ছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা

এক সময় বলিউডে প্রেমের গুঞ্জন ছিল মেগাস্টার শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার। সে সম্পর্কের গুঞ্জন শুধু ব্যক্তিজীবনে নয় ক্যারিয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে প্রিয়াঙ্কার। এরপরই বলিউড ছেড়ে হলিউডে পাড়ি জমান অভিনেত্রী। কঠোর পরিশ্রমে হলিউডে অভিনয়ের পাশাপাশি সংগীত জীবনেও সফল হন প্রিয়াঙ্কা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জীবনে আসে আমেরিকার জনপ্রিয় সংগীতশিল্পী নিক জোনাস। ধুমধাম করে বিয়ের পর্ব সারেন।বর্তমানে মালতি নামে এক কন্যা সন্তান রয়েছে নিক ও প্রিয়াঙ্কার সংসারে। ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে একই সঙ্গে সফল এ অভিনেত্রী অতীতে এক সাক্ষাৎকারে জানান, শোবিজ অঙ্গনে কঠিন রাজনীতির শিকার তিনি। যে কারণে বলিউড ছাড়তে বাধ্য হন।নিজের কাজ ও দক্ষতা দিয়ে হলিউডের মাটি শক্ত করার পর আবারও বলিউডে ডাক পান এ বিশ্ব সুন্দরী। এখন বলিউডের সিনেমাতেও অভিনয় করছেন নিয়মিত। তবে জীবনের এ চড়াই উতরাইয়ের সময় এক বারও শাহরুখের মুখ দেখেননি প্রিয়াঙ্কা।২০১১ সালে ‘ডন টু’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর শাহরুখ ও প্রিয়াঙ্কাকে কখনও মুখোমুখি হতে দেখা যায়নি। তবে এবার আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা রয়েছে পর্দার এ আলোচিত জুটির।শনিবার (২২ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হতে চলেছে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানটি। আর এ অনুষ্ঠানেই দীর্ঘ ১৪ বছর পর মুখোমুখি হতে চলেছেন শাহরুখ ও প্রিয়াঙ্কা। তাই মুখোমুখি সাক্ষাতের পর ক্যামেরায় এ জুটির রিয়েকশন দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।এবারের আইপিএলের ১৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ, প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থিত থাকার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশল, এবং সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় তারকাদের।মঞ্চে পারফর্ম করার রয়েছে দিশা পাটানি, বরুণ ধাওয়ান, তৃপ্তি দিমরি, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলিব্রেটিদেরও। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বলিউড ভাইজান খ্যাত সালমান খান। ঈদের আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারণায় আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এ মেগাস্টার।

শেখ হাসিনার চরিত্র করায় সৃষ্ট সমালোচনা নিয়ে মুখ খুললেন ফারিয়া

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামীপন্থী শোবিজ তারকারা বেশ বিপাকে পড়েছেন। অনেকেই আছেন লোক চক্ষুর আড়ালে, কেউ আবার আস্তে আস্তে কাজে ফিরতে চেষ্টা করছেন। সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে সেসব তথ্যও উঠে এসেছে। কিন্তু কিছু তারকা আছেন, যারা সরাসরি আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও শুধু শেখ হাসিনার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করা কিংবা বিভিন্ন সময়ে তার প্রশংসা করার জন্য বিপদে পড়েছেন। বিশেষ করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় কাজ করার সুবাদে কয়েকজন শিল্পীকে বেশ ঝামেলা পোহাতে হয়েছে। তাদেরই একজন নুসরাত ফারিয়া। আসছে ঈদে তিনি ‘জ্বীন ৩’ সিনেমা নিয়ে ফিরছেন। এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি দিয়ে তিনি দারুণ সাড়া পেয়েছেন দর্শক থেকে শুরু করে অন্য শোবিজ তারকাদের।‘কন্যা’ গানে নুসরাত ফারিয়া । ছবি: ফেসবুক এরইমধ্যে তিনি প্রথমবারের মতো মুখ খুললেন শেখ হাসিনা চরিত্রে অভিনয় করার পর যে সমালোচনার শিকার হয়েছেন তা নিয়ে। একটি পডকাস্টে তাকে যখন প্রশ্ন করা হয়, আপনি কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে অনুশোচনায় ভোগেন? ফারিয়া তার জবাব দেন ইংরেজিতে। যার বাংলা করলে দাঁড়ায়, ‘আমি বলতে চাই, এখানে অনুশোচনার মতো কিছুই নেই।’নুসরাত ফারিয়া। এরপর কেন তার অনুশোচনা নেই সে কথা পরিষ্কার করলেন ফারিয়া, ‘আমরা শিল্পীরা সাড়ে ৫টায় ঘুম থেকে উঠে গভীর রাত পর্যন্ত কাজ করি। এর পেছনে অনেক শারীরিক পরিশ্রম যায়। স্পেশ্যাল এই সিনেমার (মুজিব: একটি জাতির রূপকার) জন্য ২০১৯ থেকে ২০২৩- ৫ বছর আমি একই লুকে নিজেকে মেইনটেইন করেছি। চুলে কোন রঙ করিনি, কালো চুল নিয়ে ঘুরেছি এই চরিত্রটির জন্য। একটা নির্দিষ্ট পরিমাণ শারীরিক ওজনের মধ্যে থাকতে হয়েছে। মোট কথা, আমি বলতে চাই এই সিনেমার জন্য আমি আমার জীবনের দীর্ঘ ৫টি বছর দিয়েছি। ফলে সেই কাজটিকে নিয়ে যদি অনুশোচনা করি তাহলে আমার পেশাকেই অপমান করা হবে।’ তিনি যুক্ত করে বলেন, ‘এই সিনেমার জন্য আমি যে পরিস্থিতি পার করেছি বা এখনো করছি তা আমার ভাগ্যে লেখা ছিলো বলেই মনে করি। এটা খণ্ডানোর ক্ষমতা আমার ছিলো না।’ এরপর ফারিয়া এও বলেন যে একটি দেশের সরকারি পর্যায় থেকে কোন কাজের প্রস্তাব আসলে তা নিজের অতো পছন্দ না হলেও মানা করা যায় না। ফারিয়া ছাত্র আন্দোলনে নিজের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হয় সেই পডকাস্টে। তিনি এ প্রসঙ্গে বলেন, আমি তখন কানাডাতে কিছু শো করতে গিয়েছিলাম। ভুল সবসময়ই ভুল। তাই আমার মনে হয়েছে তখন আমি ছাত্রদের পক্ষে পোস্ট করেছি। আমার সোশ্যাল মিডিয়া ঘাটলে সেটা দেখতে পাবেন।’

বীরের জন্য সবসময় পাশে থাকবেন শাকিব

দেখতে দেখতে পাঁচ বছরে পা রাখল মেগাস্টার শাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীর। শুক্রবার (২১ মার্চ) দিনটি উপলক্ষে ছেলেকে নিয়ে আবেগঘন এক বার্তা দেন ঢালিউড কিং। এ সময় তার ভবিষ্যতের জন্য দোয়াও করেন নায়ক। এদিন দুপুরে বীরের সঙ্গে তোলা এক পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করে ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব। শাকিব খান লিখেছেন, 'শুভ জন্মদিন আমার ছোট্ট রাজকুমার। বড় হয়ে একজন সত্যিকারের ভালো মানুষ হও। মহান আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, পৃথিবীর সব সুখ আর সফলতাকে যেন তুমি স্পর্শ করতে পারো তোমার জীবনে। মনে রেখো, যখনই তোমার আমাকে প্রয়োজন হবে, আমি সবসময় তোমার পাশে আছি, ভালোবাসি!' সেই পোস্টে শাকিব খানের অসংখ্য ভক্ত অনুরাগীরা বীরকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তার ভবিষ্যতের জন্যও মঙ্গল কামনা করেন তারা। ২০২০ সালে ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে ফুটফুটে পুত্র সন্তান শেহজাদ খান বীর। তারও আগে ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খান ও শবনম বুবলীর বিয়ে হয়। যদিও তাদের এই বিয়ের কথা সেসময় গোপন ছিল। বর্তমানে বুবলীর সঙ্গে একসঙ্গে থাকছেন না শাকিব খান।

নতুন পরিচয়ে আসছেন সিয়াম-হিমি

২০২৪ সালেই প্রথম বার গান গেয়ে সুপারহিট হয়েছেন ছোটপর্দার নায়িকা তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে গেয়েছেন আরেক নায়ক তাহসান। এবারও সেই ধারা অব্যাহত রাখতে চলেছে দেশের অন্যতম সফল টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। আসছে ঈদে হানিফ সংকেত গানে অভিষেক করাতে চলেছেন একসঙ্গে একজোড়া নায়ক-নায়িকা। একজন বড়পর্দার সিয়াম আহমেদ, অন্যজন ছোটপর্দার হিমি। দুইজনই দারুণ জনপ্রিয় নিজ নিজ কর্ম এলাকায়। এবার পালা গানের চমক দেখানোর। নাটক বা সিনেমায় তাদের একসঙ্গে দেখা না গেলেও সম্প্রতি তারা একসঙ্গে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। এ গানটির মাধ্যমে এ দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু হলো। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। ইত্যাদি সূত্রে জানা গেছে, পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন এই দুই তারকা।  সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারদিকে লেকঘেরা একটি দৃষ্টিনন্দন স্থানে। গান গাওয়া প্রসঙ্গে সিয়াম বললেন, ‘আমি জীবনে কোনো দিন গান গাইতাম না। হানিফ সংকেত ও কবির বকুল ভাই যদি আমাকে তাগাদা না দিতেন। আমি গানের মানুষ না। আমি ভালো গান গাই না। তারপরও তারা দু’জন বলেছেন, এটা তোমার দর্শকদের জন্য ঈদ উপহার, তাই গানটা গেয়েছি।’ জান্নাতুল সুমাইয়া হিমি বলেন, ‘অভিনয়ের বাইরে প্রথমবারের মতো গান গাইলাম। কেমন গেয়েছি, তা দর্শকরাই ভালো বলতে পারবেন। বেশ স্নায়ুচাপেই ছিলাম।’ প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ আকর্ষণ ‘ইত্যাদি’ প্রচার হবে বিটিভিতে ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিক্সের সৌজন্যে এটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

অনন্ত জলিলের দাবি মিথ্যা, বললেন প্রেস সচিব

পোশাক কারখানা সংশ্লিষ্ট দেশের ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে ব্যবসায়ী অনন্ত জলিল যে দাবি করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১৯ মার্চ) রাতে প্রেস সচিব তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে পোস্ট দিয়ে এ কথা বলেন। শফিকুল আলম বলেন, `অনন্ত জলিলের সরকার থেকে কিছু সুবিধা আদায়ের চেষ্টা করার আগে সঠিক তথ্য জানা উচিত। পোশাক কারখানার ২৪০টি গ্রুপ বন্ধ হয়ে গেছে বলে তার যে দাবি তা সম্পূর্ণ মিথ্যা। এছাড়া বাংলাদেশি কারখানা প্রতিদিন বন্ধ হয়ে যাচ্ছে, সেটিও অসত্য। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছে বলে তার দাবি, সেটিও ভুল তথ্য।' প্রেস সচিব বলেন, ‘প্রকৃত তথ্য হলো, গত সাত মাসে বাংলাদেশের রপ্তানি ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহে গাজীপুর, আশুলিয়া ও সাভারের প্রায় ৯৯ শতাংশ কারখানা খোলা ছিল।’ সরকারের দাবি মিথ্যা হলে অনন্ত জলিলকে তার তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করার জন্য অনুরোধ জানান শফিকুল আলম।এর আগে সংবাদ সম্মেলনে আলোচিত নায়ক ও গার্মেন্টস মালিক অনন্ত জলিল বলেন, ‘তৈরি পোশাক কারখানা-সংশ্লিষ্ট ২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে মালিকেরা চলে গেছেন।’সাভারের হেমায়েতপুরে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই এবং এবি গ্রুপে সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ, কারখানায় ভাঙচুর ও কর্মকর্তাদের মারধরের প্রতিবাদে বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলন করেন অনন্ত জলিল।এ সময় তিনি বলেন, ‘বিজিএমইতে যদি ৯৮ শতাংশ ভালো থাকে তাহলে ২ শতাংশ লোক আছে, যারা এই শ্রমিক নেতাদের সাথে মিশে লিড দেয়ার চেষ্টা করে, দলাদলি করার চেষ্টা করে। গার্মেন্টস কোনো রাজনীতির বস্তু না। এটা ইন্ডাস্ট্রি, এইটা কোনো রাজনীতির খেলার মাঠ না।’ গার্মেন্টস মালিক অনন্ত জলিল অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশটাকে অচল করার জন্য যারা এর নেতৃত্ব দিচ্ছেন, তারা নিজেরাও জানেন না তারা কত বড় ক্ষতি করছেন তাদের নিজেদের, দেশের এবং মানুষের। আর এই শ্রমিক ভাইয়েরা তাদের (যারা ক্ষতি করছে) কথায় আনন্দ করে করে ফ্যাক্টরি ভাঙচুর করতেছে, অগ্নিসংযোগ করতেছে। কয়দিন পর তারা কী খাবে তারা নিজেরাও জানে না।’ অনন্ত জলিল দাবি করে বলেন, ‘২৪০টি গ্রুপ অব কোম্পানি বন্ধ করে চলে গেছেন (মালিকেরা)। লাখ লাখ লোক বেকার হয়ে গেছে। এই লাখ লাখ লোক বেকার হওয়াতে বাংলাদেশে এখন ছিনতাই বেড়ে গেছে, সন্ত্রাসী বেড়ে গেছে। আমার ইন্ডাস্ট্রি যদি এইখানে বন্ধ হয়ে যায়, এই ১২ হাজার লোকের যে কত লোক এইখানে সন্ত্রাসী হয়ে যাবে কল্পনাও করতে পারবেন না।’

৩২’-এর ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে ন্যান্সি বললেন, ‘নতুন বাংলাদেশের সূচনা’

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি অনেকটা সময় অবহেলিত ছিলেন নিজের জগতে। কনসার্ট কিংবা সামনের সারিতে গান গাইতে দেখা যায়নি তাকে। হাসিনা সরকার পতনের পর ফের সরব হয়েছেন সুরেলা কণ্ঠের জাদুকর। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হয় গত ফেব্রুয়ারিতে। প্রায় ১ মাস পর সেখানে গিয়ে একটি ছবি তুলেছেন সংগীতশিল্পী ন্যান্সি। বুধবার (১৯ মার্চ) রাতে সেই ছবি ফেসবুক পেইজে প্রকাশ করেছেন তিনি। ছবিটি প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করেন এই সঙ্গীতশিল্পী।ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।’ এরপরেই অপর একটি পোস্টে এই শিল্পী লেখেন, ‘আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনীর দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।’ এর আগে ঈদের আনন্দ নিয়ে তিনি বলেন, ‘আমার জন্য এবারের ঈদ অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।’

অ্যালেন স্বপন ফিরছেন, নতুন ‘বৈয়াম পাখি’ জেফার

‘সিন্ডিকেট’ নামের ওয়েব সিরিজটি ২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেওয়া বেশ কিছু সংলাপ ও নাসির উদ্দিন খানের দারুণ অভিনয়ের জন্য চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’– এর প্রথম সিজন। প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আবারও দর্শক মাতাতে ফিরছেন জনপ্রিয় চরিত্র অ্যালেন স্বপন। শিহাব শাহীন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ নামে নতুন গল্পে তাকে ফিরিয়ে আনতে যাচ্ছেন। আসছে ঈদেই এ চরিত্রে দেখা দেবেন নাসির উদ্দিন খান। এরইমধ্যে প্রকাশ হয়েছে সিরিজটির গান ‘বৈয়াম পাখি ২.০’। এই গানে মিললো এক চমক। জানা গেছে, সিরিজটিতে অভিনয় করবেন আলোচিত গায়িকা জেফার রহমান। তবে কি তিনিই হবেন নতুন বৈয়াম পাখি? একদমই না। গানে গানে অ্যালেন স্বপন গায়িকা-অভিনেত্রীকে বৈয়াম পাখি হিসেবে পাওয়ার বাসনার কথা জানালেও তা একদম নাকচ করে দিয়েছেন জেফার নিজেই। তিনি বলেন, ‘আমি বৈয়াম পাখি নই।’ তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন জেফার? আসছে ঈদুল ফিতরে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সিরিজটি মুক্তির পর পরিষ্কার হতে পারবেন দর্শক–শ্রোতারা। ১৯ মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে চরকি অরিজিনাল সিরিজ ’মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’। নতুন ভার্সনের এই গানটিতে কণ্ঠও দিয়েছেন জেফার। ‘বৈয়াম পাখি ২.০’ মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতায়োজনে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী। গানে জেফারের কণ্ঠে লাইনগুলো এমন– ‘আমাকে তো ধরা যায় না, আমি চিকি–চিকি মাইয়া/রুই কাতলা ডুইবা গেল, তুমি কোন চাটগাইয়া’। গানটির আরেকটি অংশে জেফারের কণ্ঠে শোনা যায়, ‘আশে পাশে সবাই থাকে, সাবাই খোঁজে মজা/আমি থাকি আমার মতো, আমায় জায়না বোঝা।’ এই গানটিতে যুক্ত হওয়ার কারণ জানিয়ে জেফার বলেন, ‘গানটি একজন গ্যাংস্টারের কণ্ঠে শুনেছে সবাই। সেখানে তার বেপরোয়া ভাবটা উঠে এসেছে। এবার তাকে একজন চ্যালেঞ্জ করছে একজন নারী। ব্যাপারটা ভালো লেগেছে বলেই গানটিতে যুক্ত হওয়া।’ স্টপ মোশনের ধারণা থেকে বানানো অ্যানিমেশন দিয়ে নির্মিত হয়েছে ‘বৈয়াম পাখি ২.০’ এর ভিডিও। টু–ডি, থ্রি–ডি অ্যানিমেশনের কাজও আছে এখানে। গানটির সুর ও কথার মতো ভিডিওটিও দর্শকদের মজা দেবে বলে মনে করেন জেফার। ‘অ্যালেন স্বপন’ সিরিজ এবং চরিত্রটি নিয়ে আগে থেকেই জানা ছিল জেফারের। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির জন্য নির্মাতা শিহাব শাহীন যখন জেফারকে অভিনয়ের প্রস্তাব দেন তখন আর বেশি ভাবতে হয়নি তাই। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার প্রথমবারের মতো তাকে দেখা যাবে চরকির অরিজিনাল সিরিজে।

এবারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন যে তারকারা

এবারের ‘আইপিএল-২৫’র উদ্বোধনী পর্বও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে। চোখ ধাঁধানো বিভিন্ন সিগমেন্টে অংশ নেবেন খ্যাতিমান তারকারা। ক্রিকেটের এ আয়োজন দর্শকদের ব্যাপক বিনোদন দেবে। এবার উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। উল্লেখ করার মতো ব্যাপার হলো, এবারের উদ্বোধনী অনুষ্ঠানে সালমান খানসহ বেশ কয়েকজন বলিউড তারকা অংশগ্রহণ করবেন। জানা গেছে, প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর ও সঞ্জয় দত্ত এ আয়োজন উপস্থিত থাকবেন। এ তালিকায় আমেরিকান পপ ব্যান্ড ‘ওয়ানরিপাবলিক’র নামও রয়েছে। ব্যান্ডটিকে গ্র্যান্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অনুরোধ করা হয়েছে। শাহরুখ খান তার দল ‘কেকআর’র সমর্থনে উপস্থিত থাকবেন, অন্যদিকে সালমান খান তার সিনেমা ‘সিকান্দার’ প্রচার করতে আসছেন। এ সন্ধ্যাটি অত্যন্ত বিশেষ হতে যাচ্ছে। এ উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ, অনন্যা পাণ্ডে, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুশমান খুরানা, সারা আলি খানও উপস্থিত থাকার কথা রয়েছে। ‘আইপিএল’র উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানী, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধবন পারফর্ম করবেন। ‘ওয়ানরিপাবলিক’ ব্যান্ডটিকে করণ অউজলা এবং দিশা পাটানীর সাথে পারফর্ম করতে দেখা যাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অনেক বড় খেলোয়াড়ও উপস্থিত থাকবেন। ‘আপিএল’র ১৮তম সিজনের শুরু হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তুমুল লড়াইয়ের মধ্য দিয়ে। এ সিজনে ১০টি দল গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লখনউ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ- মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে। আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে‘আইপিএল’র গ্র্যান্ড ফাইনাল।

যুক্তরাষ্ট্রের ডালাসে জেমসের কনসার্ট ১৪ জুন

মঞ্চে নগরবাউলখ্যাত জেমস মানেই শ্রোতাদের বাঁধভাঙা উচ্ছ্বাস। এবার এই রকস্টার পাড়ি জমাচ্ছেন যুক্তরাষ্ট্রে, সেখানে টেক্সাসের ডালাস শহরে গাইবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। আগামী ১৪ জুন নগরবাউল মাতিয়ে তুলবেন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টার। আয়োজকরা বলছেন, ‘এটি হবে বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় ও ঐতিহাসিক এক কনসার্ট।’ ইতোমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিটফাইওস.কমে ‘চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস’ শীর্ষক এ কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানায়, বিশাল একটি ভেন্যুকে ৮টি ধাপে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে টিকিটের দাম ৪৯-১৫০ ডলার পর্যন্ত। আয়োজকদের অন্যতম সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘ডালাসে এর আগে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি। এটি শুধু একটি কনসার্ট নয়, আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’ তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রপ্রবাসী ভক্তদের জন্য এটি হবে বিরল এক সুযোগ। জেমস নিজেও মুখিয়ে আছেন তাঁর ভরাট কণ্ঠ আর গিটারে ঝড় তুলতে।’ এর আগে ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের ১০টি কনসার্ট করার কথা থাকলেও ব্যান্ডটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে ছিল যে শেষ পর্যন্ত তাদের ২৫টি শো করতে হয়েছিল! এবারের সফরেও এমন কিছু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নগরবাউলের বর্তমান লাইনআপে রয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল, গিটার), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)। গত কয়েক মাস ধরে দেশ ও দেশের বাইরের কনসার্ট নিয়েই ব্যস্ত রয়েছেন জেমস। ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশে একাধিক কনসার্ট করেছেন তিনি। দেশগুলোতে বেশ কয়েকটি কনসার্টের শিডিউল দেওয়া আগামীতেও। ফলে বিদেশের দর্শকদের গান শোনানোর এই ব্যস্ততা সহসাই কাটছে না জেমসের।

লুঙ্গি পরে নিজের সিনেমার প্রচারণা শুরু করলেন বুবলী

কয়েক বছর ধরেই ঈদের সিনেমায় নিয়মিত নায়িকা শবনম বুবলী। এবার ঈদেও তার ব্যতিক্রম ঘটছে না। আসছে ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটির প্রচার প্রচারণাও শুরু হয়েছে গেছে। সিনেমার প্রচারণা নিয়ে আগে কথা না বললেও আজ হঠাৎ লুঙ্গি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন এই নায়িকা। বললেন, ‘হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?’ লুঙ্গি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করার পর কিছু মানুষ সমালোচনা করলেও বেশি মানুষ বুবলীর প্রসংশা করছেন। অনেকেই বলছেন, এটা হয়ত সিনেমার কোনো একটি দৃশ্য। এদিকে ছবিটি গত ঈদের সিনেমা হিসেবে সবার আগে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে ছাড়পত্রের জন্য জমা পড়ে এবং প্রদর্শিত হয়। সার্টিফিকেশন বোর্ড সদস্যরা সিনেমাটি দেখেছেন। জংলি দেখার পর সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য বরেণ্য নির্মাতা কাজী হায়াত সমকালকে বলেন, ‘ঈদের সিনেমা হিসেবে প্রথম দেখেছি এম রহিম পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’। জংলির গল্পের লাইনআপটা দুর্দান্ত লেগেছে আমার কাছে। যারা অভিনয় করেছেন তারাও ভালো করেছেন। গল্পটি পরিবার নিয়ে দেখার মত ছবি।’ এর আগে ‘টান’ ওয়ের ফিল্মে একসঙ্গে দেখা গেছে বুবলী সিয়ামকে। অবশেষে বড় পর্দায় জুটি হতে যাচ্ছেন তারা। নতুন সিনেমা নিয়ে বুবলী বলেন, ‘আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সাথেও আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমা গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।’ পরিচালক এম রাহিম বলেন, “জংলি’ যে ধরণের গল্প। সেই গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি ঈদে দারুণ কিছু উপহার দিতে পারব।”

জানা গেল কবে বিয়ে করছেন মধুমিতা

বসন্ত চলে গেলেও টলিউডে অভিনেত্রী মধুমিতা সরকারের জীবনে নতুন বসন্ত। প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। এই সুখবর নিজেই জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘এবছরের ডিসেম্বর অথবা আগামী বছরে আমরা বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দুই জনেরই শীতকাল বেশ প্রিয়। তাই বিয়ের জন্য শীত মৌসুম কে বেছে নিয়েছি।’ অভিনেত্রী আরও লিখেছেন, ‘২০১৯ সালে আমাদের প্রথম দেখা হয়। তখন আমাদের এতো যোগাযোগ ছিল না। এরপর কিছু মাস আগে আবার আমাদের কথাবার্তা শুরু হয়। বন্ধুত্ব দিয়ে সম্পর্ক শুরু হয়েছিল। এরপর বাকিটা ইতিহাস।’ এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ছোটবেলার বন্ধুত্ব থেকে অনেক বছর পর যোগাযোগ হয়। তারপর প্রেম, অবশেষে একসঙ্গে থাকার সিদ্ধান্ত। এখন বিয়ের তোড়জোড় চলছে।’ বলে রাখা ভালো, দেবমাল্যর সঙ্গে প্রেম কোনো দিন লুকিয়ে রাখেননি অভিনেত্রী। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দু'জনের সুন্দর মুহূর্তগুলো। একাধিক স্বাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত নিচ্ছেন তারা। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। উল্লেখ্য, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি চরিত্রে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। অল্প বয়সে বিয়ে করেছিলেন পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১৯ সালে মধুমিতা ও সৌরভের বিচ্ছেদ হয়।

মডেলিংয়ে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা

অকাল প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর আলোচনায় আসেন তার স্ত্রী সামিরা হক। অভিনেতার মৃত্যুর জন্যও দায়ী করা হয়েছিল তাকে। তারপর কেটে গেছে দীর্ঘ সময়। সামিরা এখন সামিরা এখন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের স্ত্রী। নতুন খবর হলো এবার মডেলিংয়ে নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে মডেল হিসেবে দেখা গেছে তাকে। সামাজিক মাধ্যম থেকে জানা যায়, গো দেশী নামের একটি ব্র্যান্ডের মডেল হয়েছেন সামিরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন গো দেশীর কর্ণধার সাবেরা আনোয়ার। নিজের ফেসবুকে বিভিন্ন শাড়িতে নিজের নান্দনিক সৌন্দর্য মেলে ধরে মডেলিংরত সামিরার ভিডিও শেয়ার করে সাবেরা লিখেছেন, ‘তিনি রহস্যময়, তিনি সৌন্দর্যের এক অনন্য প্রতীক। সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, তার আভিজাত্য ও কমনীয়তা আজও অনন্য।’ এরপর সামিরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘গোদেশীর জন্য তিনি সময় দিয়েছেন যা অন্য কোনো মিডিয়া বা ফ্যাশন হাউস কখনও পায়নি, যার জন্য আমরা তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ ফটোশুটে ধরা দিয়েছে তার মোহনীয় উপস্থিতি, যেখানে আমরা তুলে ধরেছি তার ব্যক্তিত্বের মাধুর্য। অনবদ্য শৈলীতে গড়া প্রতিটি ফ্রেম যেন বলে যায় এক নীরব কবিতা।’ সামিরার সম্ভ্রান্ত সৌন্দর্য নিয়ে গোদেশীর কর্ণধার লিখেছেন, ‘তার সৌন্দর্য কেবল বাহ্যিক নয়, বরং এক অদ্ভুত জ্যোতি যা চারপাশকে আলোকিত করে। তিনি আধুনিক নারীর প্রতিচ্ছবি, যিনি আত্মবিশ্বাসে ভরপুর, আভিজাত্যে সমৃদ্ধ। তিনি শুধুই একজন নারীই নন, তিনি তার সন্তানদের জন্য অনুপ্রেরণা, তার সঙ্গীর জন্য আশ্রয়।’ এ প্রসঙ্গে সামিরা বলেন, ‘সত্যি কথা বলতে কোনো শখের মডেলিংও বলা যায় না এটাকে। বরং এটা অনেকটা চ্যারিটি। আমি ওদের দশটি পোশাক পরে ফটোশুট করেছি। পাঁচটি শাড়ি, পাঁচটি সালোয়ার কামিজ। প্রতিষ্ঠানটি অন্ধদের সেবায় কাজ করে।’ তিনি মডেলিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘ফটোশুটে অংশ নিতে শুরুর অনেকটা আন ইজি লাগছিল। তবে খুব এনজয় করেছি। ছবিগুলো প্রকাশ হওয়ার পর সবাই খুব ইতিবাচকভাবে নিচ্ছেন, অনেকে প্রশংসা করছেন; এগুলো আরও ভালো লাগছে। গো দেশী’র সত্ত্বাধিকারী আমার ছোট বোন। খুব আদর করি আমি ওকে। বেশ ক্রিয়েটিভ একটা মেয়ে। সম্পূর্ণ দেশি পণ্যে ক্রেতাদের আকৃষ্ট করতে কাজ করে যাচ্ছে। ওর এই দেশপ্রেমটা আমার খুব ভালো লাগে। তার উপর বেশ মানবিক চিন্তা নিয়ে ও কাজ করছে। ওর প্রতিষ্ঠানের আয় থেকে অন্ধদের সেবায় অনুদান দেয়া হয়। এসব ভেবে ও যখন আমাকে কিছু পোশাক পরে প্রচারে অংশ নিতে বললো তখন রাজি হয়েছি।’ এদিকে সামিরাকে মডেলিংয়ে দেখে নেটিজেনরাও উচ্ছ্বসিত। তার শৈল্পিক সৌন্দর্য চোখ ধাধিয়ে দিয়েছে। মন্তব্যের ঘরে অনেকেই প্রকাশ করেছেন তা।

ধর্ষণের প্রতিবাদ করা অনেকেই আমাকে শোয়ার প্রস্তাব দিয়েছে: স্বাগতা

নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। বিশেষ করে ছোট্ট শিশু আছিয়ার মৃত্যুর পর সকল প্লাটফর্মেই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছে। সাধারণ মানুষের মত শোবিজাঙ্গনের তারকারাও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। স্বাগতা জানালেন তার জীবনের বাস্তবতার কথা। তার মতে, পরিচিতি এমন অনেকেই ধর্ষকের বিচার চাইছেন, যারা নিজেরাই কাজের বিনিময়ে তাকে বিছানায় শোয়ার প্রস্তাব দিয়েছিল। শুক্রবার (১৪ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্বাগতা লিখেছেন, ‘আমার নিউজফিডে প্রচুর পুরুষকে দেখছি ধর্ষকের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়েছে। কিন্তু এর মধ্যে অনেকেই আমাকে কাজের বিনিময়ে শোয়ার শর্ত জুড়ে দিয়েছে। রাজি হইনি বলে চিরতরে কাজের সুযোগও বন্ধ করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে তারাও কি ধর্ষক নয়?’ অভিনেত্রীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘তারা তোমার অনুমতি চেয়েছে, জোর জবরদস্তি করেনি ইচ্ছার বিরুদ্ধে। তোমার যেমন ‘না’ বলার স্বাধীনতা আছে, তাদেরও তেমন কাজে ‘না’ নেওয়ার স্বাধীনতা আছে।’ স্বাগতা লিখেছেন, ‘এটা হলো সিন্ডিকেট করে কাজ বন্ধ করা। যেন আমি বাধ্য হই ইয়েস বলতে। টেকনিকালি ধর্ষণ, যদি কাজ করতেই হয় তাহলে রাজি হতেই হবে।’ তবে কারা কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিল, তাদের নাম ফাঁস করেননি এই অভিনেত্রী।

৬০ বছর বয়সে আমিরের তৃতীয় বিয়ের গুঞ্জন, প্রেমিকা কে এই গৌরী?

হোলি উৎসব ছিল গতকাল শুক্রবার (১৪ মার্চ)। রঙের উৎসব আর বসন্তকে উদযাপনের এ দিনেই নিজের জন্মদিন উদযাপন করেন বলিউড সুপারস্টার আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে। যার সঙ্গে বলিউডের অন্দরে ভেসে বেড়াচ্ছে আমির খানের বিয়ের গুঞ্জন। ভারতের বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। সেখানকার খ্যাতনামা সেলুনের মালিক রীতা স্প্র্যাটের মেয়ে তিনি। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে গৌরী স্প্র্যাটের পরিচয়। যদিও আমির খান সাংবাদিকদের কাছে অনুরোধ করেন প্রেমিকার ছবি প্রকাশ্যে না আনতে। তবুও শেষ রক্ষা হয়নি। প্রকাশ্যে এসেছে আমিরের নতুন প্রেমিকার ছবি। জানা যায়, গৌরীর সঙ্গে আমিরের যোগাযোগ শুরু ২৫ বছর আগে। মাঝে ছেদ পড়লেও কয়েক বছর আগে তাদের ফের যোগাযোগ হয়। আমিরের ভাষ্য, গেল ১৮ মাস ধরে তারা একসঙ্গে রয়েছেন। জন্মদিনের আগের দিন বৃহস্পতিবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আমির রসিকতা করে বলেন, “আপনাদের কিন্তু কিছুই টের পেতে দেইনি। অবশ্য মিডিয়ার ফোকাস অতটাও হয়ত আমার পরিবারের দিকে ছিল না।” জীবনের বেশিরভাগ সময়ে গৌরী বেঙ্গালুরুতে কাটিয়েছেন। গৌরীর বাবা তামিল এবং মা পাঞ্জাবী। তিনি ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন। এরপর ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে এফডিএ স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি নামে একটি ফ্যাশন কোর্স করেন গৌরী। তার লিঙ্কডইন প্রোফাইল বলছে, বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি বিবিলান্ট সেলুন চালাচ্ছেন। আমিরের প্রযোজনা সংস্থাতেও কাজ করছেন গৌরী। তার ছয় বছরের একটি সন্তান রয়েছে। প্রেমিকাকে নিয়ে আমিরের ভাষ্য, “আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসাথে আছি।” মুম্বাইয়ে আমির তার বাড়িতে গৌরীর সঙ্গে তার দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালামান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন অভিনেতা। মাস খানেক ধরে প্রায়ই বেঙ্গালুরুতে আমিরের বেড়াতে যাওয়ার খবর এসেছে সংবাদ মাধ্যমে। সে বিষয়ে তিনি বলেন, “ওখানে মিডিয়ার নজরদারি কম, আমি সেখানে উড়ে যেতাম গৌরীর সঙ্গে দেখা করতে।” সাংবাদিকদের আমির বলেন, “এখন আর লুকোচুরির কিছু নেই। কাল যদি গৌরীর সঙ্গে কোথায় কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন।” ডেকান হেরাল্ডকে দেয়া সাক্ষাৎকারে গৌরী বলেছেন আমিরের পরিবারের কাছ থেকে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। “আমাকে খুব ভালোভাবে স্বাগত জানানো হয়েছে।”গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমিরের ভাষ্য, “আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে।” ভারতীয় সিনেমার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আমির খানের সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের। তবে সেই সম্পর্কও অতীত। শোনা গিয়েছিল, ইতোমধ্যেই পরিবারের সদস্যদের সঙ্গে বেঙ্গালুরুবাসিনীর পরিচয়ও করিয়ে দিয়েছেন আমির। সেই বেঙ্গালুরুবাসিনীই হলেন গৌরী। আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদ হলেও তারা যে সত্যি 'পরিবারের মত', সে কথা কাজে প্রমাণ করেছেন আমির ও কিরণ। আমিরের পারিবারিক যে কোনো অনুষ্ঠানে কিরণকে দেখা যায়।

জন্মদিনে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন আমির খান

তৃতীয় বিয়ের গুঞ্জনকে সত্যি করে অবশেষে নতুন প্রেমিকাকে প্রকাশ্যে আনলেন বলিউড অভিনেতা আমির খান। আজ তার শুভ জন্মদিন। বিশেষ এ দিনকে আরও রঙিন ও স্মরণীয় করে তুলতেই নতুন প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। আজ দোল পূর্ণিমার উৎসব। রঙের উৎসব আর বসন্তকে উদযাপনের এ দিনেই নিজের জন্মদিন উদযাপন করছেন আমির। ৬০তম জন্মদিন উদযাপন করতে সাংবাদিকদের সঙ্গে কেক কাটেন অভিনেতা। কেক কাটার পরেই বিশেষ চমক হিসেবে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।শুক্রবার (১৪ মার্চ) সকালে বেঙ্গালুরুর বাসিন্দা প্রেমিকা গৌরি স্প্র্যাটকে প্রকাশ্যে এনে আমির বলেন, ‘২৫ বছর ধরে আমাদের জানাশোনা। তবে গত ১৮ মাস ধরে আমরা একসঙ্গে আছি।’আমির আরও বলেন, ‘এখন আমরা জীবনসঙ্গী। আমরা একে অপরের প্রতি খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।’৬০ বছর বয়সে বিয়ে প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘আমি জানি না, ৬০ বছর বয়সে বিয়ে আমার জন্য শোভা দেয় কি না। তবে আমি ভাগ্যবান, আমার সন্তানেরা এতে খুব খুশি।’রাতের অন্ধকারে শাহরুখ ও সালমান খান বাড়িতে আসা প্রসঙ্গে আমির বলেন, ‘গত বুধবার (১২ মার্চ) মুম্বাইয়ের বাড়িতে শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরির পরিচয় করিয়ে দিই। তাই ব্যস্ততার মাঝেও ওরা সময় করে আমার বাড়িতে আসে।’ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, গৌরি স্প্র্যাট আমির খানের প্রোডাকশন হাউজে কাজ করতেন। সেই থেকে তাদের জানাশোনা। প্রথমে আমির খানই গৌরিকে দেখে প্রেমে পড়েন। আমির জানান, গৌরির নজরে পড়তে প্রায়ই নিজের প্রোডাকশন অফিসে গিয়ে বসে থাকতেন। কাজ নিয়ে গৌরির সঙ্গে কথা বলতেন। সুযোগ পেলে গান গেয়েও শোনাতেন তাকে। জীবনসঙ্গী হিসেবে গৌরিকে বেছে নেয়ার আগে চলচ্চিত্র প্রযোজক রীনা দত্তকে প্রথম বার বিয়ে করেন আমির খান। তাদের সংসারে জুনাইদ ও ইরা নামে দুই সন্তান রয়েছে। এ সম্পর্কে বিচ্ছেদ হলে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন। আজাদ নামে তাদের এক সন্তান রয়েছে। ২০২১ সালে এ বিয়েও ভেঙে যায়। এরপর গৌরিকে আপন করে নেন আমির। তবে প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ অভিনেতার।

যেভাবে শেখেন সোনা পাচার কৌশল, চাঞ্চল্যকর তথ্য অভিনেত্রীর

সোনা পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেফতার করা হয়েছে। জানা যায় বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার। গত ৩ মার্চ রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) কর্মকর্তারা তাকে আটক করেন। এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআইয়ের সন্দেহে ছিলেন। গ্রেফতারের পর অভিনেত্রী গোয়েন্দাদের জানান, ৩ মার্চই প্রথম বার সোনা পাচার করার চেষ্টা করেন। শুধু তা-ই নয়, সোনা পাচারের কৌশল তিনি কীভাবে শিখেছেন, তা-ও গোয়েন্দাদের জানিয়েছেন । এই স্বর্ণ পাচারচক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, তাদের সঙ্গে অভিনেত্রীর যোগাযোগ কীভাবে। এসব প্রশ্নের উত্তরের খোঁজ করছেন গোয়েন্দারা।বর্তমানে আদালতের নির্দেশে ডিআরআইয়ের হেফাজতে রয়েছেন রান্যা। সেখানেই গোয়েন্দারা তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। সূত্রের খবর, তদন্তকারীদের অভিনেত্রী বলেন, ‘গত ১ মার্চ আমি একটি বিদেশি নম্বর থেকে ফোন পাই। সপ্তাহ দুই ধরে অজানা নম্বর থেকে ফোন আসছিল। আমাকে দুবাই বিমানবন্দরের তিন নম্বর টার্মিনাল গেটে যেতে বলা হয়েছিল। সেখান থেকে সোনা সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দেয়ার নির্দেশ ছিল।’ কীভাবে সোনা পাচার করবেন, ইউটিউবের ভিডিও দেখে সেটা শিখেছেন বলে গোয়েন্দাদের কাছে দাবি করেছেন রান্যা। তার কথায়, ‘সোনার বারগুলো দুইটি প্লাস্টিকের ব্যাগে মোড়া ছিল। সেই সোনা নিয়ে বিমানবন্দরের বাথরুমে ঢুকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নিই। এমনকি জুতোর মধ্যেও সোনার বার লুকিয়ে ফেলি।’ কে ফোন করে সোনা পাচারের নির্দেশ দিয়েছিলেন, তা জানেন না বলেই পুলিশকে জানিয়েছেন রান্যা। তার দাবি, ‘আমি পুরোপুরি নিশ্চিত নই কে আমাকে ফোন করেছিলেন।’তবে অভিনেত্রী জানালেন, যিনি বিমানবন্দরে সোনা দিয়ে গিয়েছিলেন তাকে, তার উচ্চতা ৬ ফুটের কাছাকাছি। অতীতে এই ব্যক্তিকে কোন দিন দেখেননি বলেই দাবি অভিনেত্রীর।প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। ২০১৪ সালে ‘মানিক্য’ সিনেমায় কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার সুদীপের বিপরীতে অভিনয় করে রাতারাতি খ্যাতি লাভ করেন অভিনেত্রী।

অমিতাভের স্থান দখল করছেন ঐশ্বরিয়া!

অমিতাভ বচ্চনের সাথে তার পুত্রবধু ঐশ্বরিয়া রায় বচ্চনের দারুণ সখ্য ছিল এক সময়। তা বারবার ক্যামেরায় ফুটে উঠেছে। এখন অবশ্য সেই সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। বচ্চন বাড়িতে সাবেক সুন্দরী থাকেন না দীর্ঘ দিন ধরে। বয়সের ভারে বলিউড শাহেনশাহ অনেক দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন। শোনা যাচ্ছে জনপ্রিয় গেম শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে আর দেখা যাবে না তাকে। সেই জায়গায় প্রস্তাব গেছে ঐশ্বরিয়ার কাছে। ‘কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বচ্চন নাম লেখান ২০০০ সালে। তখন বেশ আর্থিক সমস্যার মধ্য পড়েন তিনি। সেসময় পাশে দাঁড়ায় সোনি এন্টারটেইনমেন্ট।এই অনুষ্ঠান দিয়ে জীবনের নতুন অধ্যায়ে ঢুকেন কিংবদন্তি অভিনেতা। এর সঞ্চালক হিসেবে দারুণ জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবার শোনা যাচ্ছে, দীর্ঘ ২৫ বছর পর এই শো থেকে বিদায় নিতে পারেন অমিতাভ বচ্চন। যদিও করোনা মহামারির সময়ই গুঞ্জন উঠেছিল যে তিনি সরে দাঁড়াবেন, তবে তা বাস্তব হয়নি। এরপরও ১৫তম সিজনে ফের গুঞ্জন ছড়ায়, তিনি আর ফিরবেন না। কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি ১৬তম সিজনেও নিজের স্বভাবসুলভ উজ্জ্বলতায় পর্দায় ফিরে আসেন।তবে সম্প্রতি তার ব্লগে লেখা কিছু কথায় ইঙ্গিত মিলছে, তিনি হয়তো এবার কাজের চাপ কমাতে চান। বয়সের ভার সত্ত্বেও তার কর্মস্পৃহা অটুট থাকলেও বারবারই অভিনেতার লেখায় ক্লান্তির ছাপ ধরা পড়ছে। বারংবার তিনি লিখছেন বিশ্রামের প্রয়োজনীয়তার কথা। ফলে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন, 'কৌন বনেগা ক্রোড়পতি'তে কি অমিতাভের জায়গা নিতে চলেছেন অন্য কেউ?গুঞ্জন অনুযায়ী, এর আগেও এক বার শাহরুখ খান শোয়ের দায়িত্ব সামলেছিলেন। এবার সেই তালিকায় নতুন সংযোজন অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন!ইন্ডাস্ট্রির অন্দরমহলে শোনা যাচ্ছে, তিনিও নাকি এই প্রস্তাব পেয়েছেন। যদিও চ্যানেলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে এই খবর কতটা সত্য, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে।

ধর্ষণের বিরুদ্ধে রাজপথে নির্মাতারা

দেশজুড়ে চলমান বিভিন্ন সঙ্কটের মধ্যে সবচেয়ে বড় সঙ্কট হয়ে দাঁড়িয়েছে নারী ও শিশুদের ওপর হওয়া সহিংসতা ও ধর্ষণ। এ নিয়ে রীতিমত টালমাটাল দেশের পরিস্থিতি। বিশেষকরে, মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়ার সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনায় বিস্মিত গোটা দেশ। ঘটনায় জড়িতদের উপযুক্ত বিচার চেয়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। রাস্তায় নেমে এসেছে নির্মাতারা। নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি, সহ-সভাপতিসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা। আমাদের কণ্ঠ সোচ্চার হচ্ছে, আমরা জোড়ালো আওয়াজ করছি, আমরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা চাই এ সহিংসতা বন্ধ হোক। রাষ্ট্রকেই এই দায় নিতে হবে। আপনারা কিসের সংস্কার করছেন? নারীরা কেন রাস্তায় নিরাপদ নয়। যুগ্ন সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ মন্টু বলেন, এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।‘ সহসভাপতি ফিরোজ খান বলেন, ‘সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন এই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।’ নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারবো না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করবো। নারী নির্মাতা লিপি আইচ বলেন, ‘নারীদের পাশাপাশি পুরুষদেরও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ পুরুষদেরও করতে হবে। হ্যাঁ, পুরুষরা প্রতিবাদ করছেন। কারণ নারী-পুরুষ সম্মিলিতভাবে প্রতিবাদ করলেই এদেশে ধর্ষণ বন্ধ হবে। ধর্ষক এতে লজ্জা পাবে, সবার বিবেক জাগ্রত হবে।’ নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডসের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন, ‘দেশে এখন যা চলছে, তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপ্ততা চাই।’ উল্লেখ্য, মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডসের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে। তারা সবাই নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।

ফের অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ!

দেশে প্রতিদিনই বাড়ছে শিশু ধর্ষণের ঘটনা। সম্প্রতি ঘটে যাওয়া মাগুরায় আট বছরের শিশু ধর্ষণের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। স্তব্ধ হয়েছে পুরো দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে সবাই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মন্তব্য লিখছেন। বাদ যায়নি সুপারস্টার শাকিব খানও। বিচার চেয়েছেন তিনি। দেশের কঠিনতম সময়ে অভিনেত্রী শবনম বুবলীর একটি পোস্টকে কেন্দ্র করে আরেকটি পোস্ট দিয়েছেন অপু বিশ্বাস। এমনটাই ধারণা করছেন নেটিজেনরা। ফেসবুকে মাগুরার ঘটনায় সবার আর্তনাদের পোস্ট ভেসে বেড়াচ্ছে। এই মুহূর্তে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৮ বছরের সেই শিশু। স্বাভাবিকভাবেই মনে দাগ কেটেছে সাধারণ মানুষের। গত রোববার (৯ মার্চ) সন্ধ্যায় ফেসবুকে একটি রিলস ভিডিও শেয়ার করেন ঢাকাই চিত্রনায়িকা শবনম বুবলী। সেই ভিডিওতে দেখা যায়, বুবলীপুত্র শেহজাদ খান বীর নিজ হাতে বাবা শাকিব খান ও মা শবনম বুবলীর নাম পাশাপাশি, একই পাতায় নিজের হাতে লিখেছে। আর এর পর-পরই ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যেখানে অপুর সেই পোস্টের নিশানায় বুবলীকে ইঙ্গিত করা হয়েছে বলে ধরে নিয়েছেন তাদের অনুরাগীরা। সেই পোস্টে অপু লেখেন, ‘এক মা তার মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ অপুর এই পোস্টের পর নেটিজেনদের যুক্তি, অপু বিশ্বাস তার পোস্টে দুইটি মায়ের কথা তুলেছেন। এক- মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যার মা, দুই- অন্যজন শেহজাদের মা (বুবলী)। যেখানে শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এমন পরিস্থিতিতে বুবলীর এমন পোস্টকে ‘আদিখ্যেতা’ মনে করছেন অপু বিশ্বাস উল্লেখ্য, দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর শাকিব-অপু গোপনে বিয়ে করেন ২০০৮ সালে। বিয়ের ১০ বছর পর তারা সম্পর্কে ইতি টানেন। অপু বিশ্বাসের ছেলে আব্রাম খানকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তাকে। অন্যদিকে শবনম বুবলীও শাকিব খানের প্রাক্তন ঘরনী। তারও একটি ছেলে রয়েছে শেহজাদ খান বীর নামে।

রুনা খানের বাবা মারা গেছেন

অভিনেত্রী রুনা খানের বাবা ফরহাদ হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি। সোমবার (১০ মার্চ) সকালে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন রুনা খান। তিনি বলেন, আমার আব্বু চলে গেলেন..! তার আত্মার শান্তি কামনা করছি। ব্যক্তিজীবনে সরকারি চাকুরিজীবী ছিলেন রুনা খানের বাবা। টাংগাইল জেলার মির্জাপুরের মসদই গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সেখানেই তার দাফন অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। এদিকে রুনা খানের বাবার মৃত্যুর খবরে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা। অভিনেত্রী তিন্নি লিখেছেন, আঙ্কেলের আত্মা শাস্তিতে থাকুক। অভিনেত্রী শ্রাবন্তী শোকবার্তা দিয়েছেন। এ ছাড়া ভক্তরাও রুনা খানের বাবার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

জটিল রোগে আক্রান্ত ঋতাভরী

খুব অল্প বয়স থেকেই জটিল রোগে আক্রান্ত টালিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অসুখ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সংবাদ হিন্দুস্তান টাইমসের। স্ট্রেট আপ উইথ শ্রী পডকাস্টে অংশ নিয়ে ঋতাভরী জানান ‘রেকারিং ডিপ্রেশন’ নামে জটিল একটি মানসিক সমস্যায় ভুগছেন। জিনগত এ রোগে ছোটবেলা থেকেই আক্রান্ত তিনি।রোগটি সম্পর্কে বলতে গিয়ে ঋতাভরী বলেন, ‘মনরোগ বিশেষজ্ঞ ড. দেব সমস্যাটি চিহ্নিত করেন। আমার মাকে জানান, পরিবারের কোনো সদস্য থেকেই জিনগত এ রোগটি আমার মধ্যে রয়েছে। এ অসুখ সারাজীবনের। কখনও ভালো হওয়ার নয়।’ পুরনো স্মৃতি মনে করে এ নায়িকা বলেন, ‘এক বার হলুদ ট্যাক্সিতে করে বাইপাসের রাস্তায় বাড়ি ফিরছিলাম। হঠাৎ খেয়ালে গাড়ির হাতল টেনে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেই।’ এ রোগের চিকিৎসা সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘প্রথম দিকে ওষুধ নিতে হয়েছে। পরে ধীরে ধীরে ওষুধ থেকে সরে আসি। সুস্থ থাকতে, রোগটাকে নিয়ন্ত্রণ করতে যোগব্যায়াম ও শরীরচর্চার বিকল্প নেই। এ দুটি কোনো দিন না করলেই সমস্যায় পড়ি।’

৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেপ্তার

অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে মামলা হওয়ায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীর স্বামীকে। সংবাদ ডেইলি পাকিস্তানের। একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। এ কারণে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। এফআইএয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এফআইআর নম্বর ৯/২৫। এ ঘটনায় তদন্তে বড় অঙ্কের আর্থিক তছরুপের তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী। মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক অসদাচরণের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন। প্রতিবেদনে দেখা গেছে, কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন আতিফ মুহাম্মদ। জালিয়াতি লেনদেনে জড়িত ছিলেন এবং তহবিলের অব্যবস্থাপনা আড়াল করার জন্য আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন। নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ এর আগে ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ। এই দম্পতির সংসারে এখন চার সন্তান রয়েছে।