
আপনারা রাস্তায় নেমে আমাদের ঘেরাও করেন: ফারুকী
দেশের জনপ্রিয় নির্মাতা এবং অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বুধবার(২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজিত জাতীয় চলচ্চিত্র সম্মেলনে অংশ নেন। ‘সংস্কারে চলচ্চিত্র, পরিবর্তনে দেশ’ প্রতিপাদ্য ধারণ করে আয়োজিত এ সম্মেলনে শিক্ষার্থী, শিক্ষক, অভিনয়শিল্পী, নির্মাতাসহ সিনেমা সংশ্লিষ্ট চার শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। বক্তব্যের শুরুতে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, প্রকৃতপক্ষে আমি একজন পরিচালক। বর্তমানে আমি সরকারি একটি দায়িত্বে আছি, দুইদিন পর আবার পূর্বের অবস্থানে চলে যাব। আমাকে যদি প্রশ্ন করেন, নতুন দেশে আমারা যে দায়িত্ব পেয়েছি সেখান থেকে সিনেমার জন্য কাজ করতে পেরেছি কিনা? আমার উত্তর হবে, আমরা পারিনি, যার পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটি হল- প্রতিদিন আমরা রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। ফারুকী চলচ্চিত্রের জন্য আলাদা মন্ত্রণালয়ের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি, চলচ্চিত্রের আলাদা মন্ত্রণালয় হওয়া উচিত। ভিন্ন ভিন্ন মন্ত্রণালয় থেকে চলচ্চিত্রের সামগ্রিক উন্নতি করা সম্ভব নয়। আমারা সবাই জানি আমাদের সমস্যা কি, সমাধান কোথায়। তার আগে স্টেকহোল্ডারদের একটি কর্মপরিকল্পনা তৈরি করা উচিত, যার তত্ত্বাবধানে একটি কর্মশালা হবে; যা আমাদের চলচ্চিত্র সংস্কারে প্রথম ধাপ হবে। তিনি আরও বলেন, চলচ্চিত্রের এই দাবি আদায়ে আপনারা রাস্তায় নামেন, আমাদের ঘেরাও করেন। আন্দোলন করে আমাদের বাধ্য করেন যাতে আমরা চলচ্চিত্র সংস্কারে তৎপর হই। ফারুকী বলেন, চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫০ মানুষ মিলে একটি প্রস্তাবনা তৈরি করেছিলেন। আমি অনেক প্রস্তাবনা হাতে পেয়েছি, সেগুলো দেখেছি। প্রস্তাবনাগুলো শুধু নিয়মের মধ্যে ফেলে কিছু বাস্তবায়ন করলে অনেক সমস্যা সমাধান হবে। কিন্তু আমরা তা করতে পারিনি।

মেহজাবীন ও পরীমণির পর বাধার মুখে অপু বিশ্বাস
একের পর এক বাধার মুখে পড়ছেন শোবিজ অঙ্গনের তারকারা। চট্টগ্রামে মেহজাবীন চৌধুরী ও টাঙ্গাইলে পরীমণির পর রাজধানীতেই তোপের মুখে পড়লেন অপু বিশ্বাস। বাতিল করতে হলো তার একটি অনুষ্ঠান। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঢাকার কামরাঙ্গীচরে ‘সোনার থালা’ নামে রেস্তোরাঁ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের। তবে স্থানীয় ‘মুসল্লি’রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীচর থানায় গিয়ে অভিযোগ জানান। এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান। তিনি বলেন, ‘স্থানীয় হুজুররা এসে অভিযোগ করার পর, থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে। তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেছেন।’ অন্যদিকে, থানায় অভিযোগ দেওয়ার পর উপস্থিত ‘মুসল্লি’দের কয়েকজন একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে একজন বলেন, ‘অপু বিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে। এটা জানার পর মুসল্লি, জনতা ক্ষেপে উঠেছে। আমরা প্রশাসনের কাছে এসেছি। বলেছি, এই কামরাঙ্গীচরে নায়িকা-নর্তকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না। দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে। স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায়ে কেরাম এসে অভিযোগ জানিয়েছেন। এ জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি, অপু বিশ্বাস যেন না আসতে পারেন।’ তবে বিষয়টি নিয়ে নিরব রয়েছেন অপু বিশ্বাস। একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পরীমণির সাথে প্রেমের সম্পর্ক নেই: শেখ সাদী
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার (২৭ জানুয়ারি) আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। গত কয়েক দিন ধরে পরীমণির পাশে নতুন করে দেখা যাচ্ছে তরুণ গায়ক শেখ সাদীকে। সোমবার আদালতেও পরীমণির সঙ্গে ছিলেন তিনি। শুধু তাই নয়, পরীমণির জামিননামায় তিনি সই করেন। এরপর থেকে গুঞ্জন, পরীমণির সঙ্গে প্রেম করছেন এই গায়ক। পরীমণিকে নিয়ে চলামান আলোচনার প্রেক্ষিতে শেখ সাদী সংবাদ মাধ্যমকে বলেন, ‘একই অঙ্গনে দীর্ঘ দিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগে থেকেই আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখি না।’ পরীমণির সঙ্গে আদালতে যাওয়া ও তার জামিনদার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নিজের দায়িত্ববোধোর জায়গা থেকে আদালতে গেছি। পরীমণি আমার সহকর্মী। তার গ্রেফতারি পরোয়ানা জারির খবর শুনে বেশ দুশ্চিন্তায় পড়ে যাই। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানান, আদালতে আত্মসমর্পণ করবেন। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হয়েছি।’ দুই দিন হল পরীমণির প্রেমিক হিসেবে শেখ সাদীকে জাড়িয়ে সামাজিক মাধ্যমে নানা কথা ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে বেশ বিরক্ত শেখ সাদী। নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে শেখ সাদী বলেন, ‘পরীমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়। তিনিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোন সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে।’ গেল মাসে ডিজে রাহাতের সঙ্গে একটি পুরতন গানের রিমেক করেছেন শেখ সাদী। সেটি এখন মুক্তির অপেক্ষায়। নতুন গান নিয়ে তিনি বলেন, ‘২৯ জানুয়ারি ‘কুফা’ শিরোনামে আমার নতুন একটি গান মুক্তি পাবে। ফাঙ্কি-পপ মিক্স ধরনের গান এটি। অনেক যত্ন নিয়ে গানটি করেছি। এছাড়া, ঈদের জন্য বড় পরিসরে গান আসার কথা আছে। সেটা নিয়েই অলরেডি কাজ শুরু করেছি।’

দুই সপ্তাহ ধরে দাঁড়াতে পারছেন না রাশমিকা
বলিউডের ভাইজানখ্যাত সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের মাঝে দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী রাশমিকা মান্দানা আহত হন। রাশমিকার ঘনিষ্ঠ একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, ‘সম্প্রতি জিমে গিয়ে আঘাত পেয়েছেন রাশমিকা মান্দানা। বিশ্রামে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। যার কারণে তার পরবর্তী প্রজেক্টের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রাশমিকা এরই মধ্যে বেশ ভালো বোধ করছেন। খুব শিগগির শুটিংয়ে ফিরবেন তিনি।’ তবে আহত হওয়ার পর থেকেই তার নিত্যসঙ্গী হুইলচেয়ার। দুর্ঘটনার পর কেটে গেছে দুই সপ্তাহ, তারপরও নিজের পায়ে দাঁড়াতে পারছেন না ‘পুষ্পা’ খ্যাত এই তারকা। সম্প্রতি রাশমিকা মান্দানা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের শারীরিক অবস্থার তথ্য জানিয়েছেন। ভিডিওর ক্যাপশনে রাশমিকা মান্দানা লেখেন, আমার বর্তমান জীবন। ‘ছাভা’ সিনেমার প্রচার। মহারাণী যিশুবাইয়ের চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে অনেক সম্মানিত, ধন্য এবং কৃতজ্ঞ বোধ করছি। তিনি তার কষ্ট মানুষের কাছে প্রকাশ করতেন না। সুতরাং, আমিও করব না।এখনও নিজের পায়ে দাঁড়াতে না পারার খবর জানিয়ে রাশমিকা লেখেন, ‘গত দুই সপ্তাহ ধরে নিজের পায়ে দাঁড়াতে পারছি না। নিজের পায়ে দাঁড়ানোর অনুভূতিটা খুব মিস করছি।’ তিনি আরও বলেন, ‘দয়া করে নিজের যত্ন নিন। মানুষ যখন আপনাকে বলবে, তখন এটাকে হালকাভাবে নেবেন না। আপনাদের জন্য ভালোবাসা এবং সাহসী হওয়ার বার্তা দিচ্ছি। আমি সকলের ভালোবাসা এবং সাহস খুব ভালোবেসে নিজের মধ্যে ধারণ করেছি।’ এর আগে, সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে রাশমিকা জানান, তার পায়ে তিনটি ফ্র্যাকচার হয়েছে। একটি পেশিতেও আঘাত পেয়েছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে। লক্ষ্মণ উটেকরের পরিচালনাতেই পর্দায় প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি ও রাশমিকা।

পরীমনির জামিনদার কে এই তরুণ
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ তাকে জামিন দেন। পরীমণির জামিনদার হয়েছেন তরুণ গায়ক শেখ সাদী। বিষয়টি নিশ্চিত করে পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতে পরীমণি আসতে না পারায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিনি সঙ্গে সঙ্গে পরীমণিকে খবরটি জানান। পরীমনি সিদ্ধান্ত নেন, সোমবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। আজ তিনি আদালত থেকে জামিনও পেয়ে যান। নীলাঞ্জনা রিফাত বলেন, আদালতের জামিন আদেশের পর পরীমনির জামিননামা লেখা হয়। আমি জামিনদার হয়েছি। আরেকজন জামিনদার হয়েছেন শেখ সাদী। জামিননামাটি আদালতে জমাও দিয়েছি। জামিনদার হয়েছেন শেখ সাদী আদালতে শুরু থেকে পরীমনির সঙ্গে ছিলেন। পরীমণির জামিনদার হওয়া প্রসঙ্গে জানতে চাইলে শেখ সাদী বলেন, পরীমণি আমার সহকর্মী। যখন তিনি গণমাধ্যমে পরীমণির গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনলেন, তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যান। তখন পরীমণির সঙ্গে কথা হয়। তিনি আমাকে জানিয়েছিলেন, আজ আদালতে আত্মসমর্পণ করবেন। এ জন্য আমিও আজ আদালতে আসি। জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন। আমিও আরেকজন জামিনদার হলাম। শেখ সাদী জানান, একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল। তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয়। তরুণ গায়ক শেখ সাদীর বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে। ইউটিউবে এসব গানের ভিউ কোটি পার হয়েছে। শেখ সাদীর জামিনদার হওয়া প্রসঙ্গে চিত্রনায়িকা পরীমণি বলেন, হঠাৎ করে আমি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলাম বলে গতকাল আদালতে যেতে পারিনি। যখন শুনলাম, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, তখন আমার শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করেন। এমন পরিস্থিতিতে আমার বন্ধুবান্ধবেরা আমাকে সাহস জুগিয়েছে। শেখ সাদীও আমার সহকর্মী। তার সঙ্গেও গতকাল কথা হয়। আজ আদালতে শুনানির সময় সে ছিল। জামিন পাওয়ার পর আইনজীবী জামিনদারের পাশাপাশি স্থানীয় একজন জামিনদারের প্রয়োজন হয়। শেখ সাদী তখন জামিননামায় স্বাক্ষর করে। মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাঁকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে। এদিকে ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে পরীমনি ব্যবসায়ী নাসিরসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলায় ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ তিন আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৮ মে অভিযোগ গঠন করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, মামলাটি সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ। মামলাটিও সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে।

এবার বিচারকের ভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা
প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। সম্প্রতি দীপ্ত টেলিভিশনের রিয়েলিটি শো ‘দীপ্ত স্টার হান্ট’-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এই শো’তে বিচারক হিসেবে দেখা যাবে জনপ্রিয় এ অভিনেত্রীকে। এক ফেসবুক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিথিলা নিজেই। এ বিষয়ে রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘অভিনয়ের ক্যারিয়ারের প্রায় দুই দশক হতে চললো। শোবিজের নানা মাধ্যমে বহু বছর ধরে কাজ করছি। কিন্তু এবারই প্রথমবারের মতো আমি বিচারকের আসনে বসতে চলেছি। বেশ এক্সাইটমেন্ট কাজ করছে। শো’টির আইডিয়া ভালো লেগেছে বলেই এর সঙ্গে যুক্ত হয়েছে। আশা করছি সবাই মিলে একটি ভালো মানের শো উপহার দিতে পারবো।’ দুই বাংলাতেই বেশ ব্যস্ত সময় পার করছেন মিথিলা। পাশাপাশি চাকুরীর সুবাদে ব্যস্ত থাকছেন বিভিন্ন দেশ সফরেও। সংসার, চাকুরী, অভিনয় সবকিছুই এক হাতে সামলাচ্ছেন। মাঝেমধ্যে সিরিজ কিংবা সিনেমার খবর দিয়ে চমকেও দেন ভক্তদের। এবার বিচারকের আসনে দেখা যাবে তাকে। আয়োজকরা জানিয়েছেন, নিবন্ধন প্রক্রিয়া শেষে আগামীকাল থেকে শুরু হবে প্রতিযোগীদের ‘গ্রুমিং’। মিথিলা ছাড়াও এই শোতে প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন অভিনেতা তারিক আনাম খান এবং নির্মাতা শিহাব শাহীনও।

জামিন পেয়ে যা বললেন পরীমণি
ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি। আজ সোমবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেন নায়িকার। এদিন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন।শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এরপর আদালত প্রাঙ্গণে সংবাদকর্মীদের পরীমণি বলেন, আপনারা গতকাল (রোববার) থেকে আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার কাছে সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিশ্বাস করি আমি ন্যায় বিচার পাব। আপনারা আমার সঙ্গে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আমি জিততে চাই। এরপর বলেন, আপনারা সবাই আমাকে সাহস জুগিয়েছেন। আমার খুব বিশ্বাস ছিল আজ জামিন নিতে আসব এবং জামিন পেয়ে যাব। আপনাদের ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি। এরকম ভালোবাসা নিয়ে জয় নিয়ে যেন শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পারি। আমার জন্য দোয়া করবেন। পরীমণিকে দমানোর জন্য মামলাটি করা হয়েছেন উল্লেখ করে অভিনেত্রী বলেন, এটা তো খুবই পরিষ্কার। আমি মামলা করার আড়াই বছর পর পাল্টা মামলা করা হলো। আমাকে দমানোর জন্যই এটা করা হয়েছিল। এটা বিচারাধীন। আমার বিশ্বাস আমি ন্যায় বিচার পাব। সবশেষে অভিনেত্রী বলেন, আপনারা সবাই জানেন চার বছর আগের ঘটনা। আমি দ্বারে দ্বারে ঘুরে শেষ পর্যন্ত মনে হয়েছে আদালত থেকে ন্যায় বিচার পাব। আমি এখান থেকে আশাহত হতে চাই না। বিশ্বাস রাখতে চাই শেষ পর্যন্ত সত্যের জয় হোক। এর আগে এ মামলায় গতকাল রোববার পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারির আদেশ দেন আদালত। তারই পরিপ্রেক্ষিতে আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেত্রী।

জামিন পেলেন পরীমণি
ব্যবসায়ী নাছির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি। আজ সোমবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন মঞ্জুর করেন নায়িকার। এদিন সকালে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালতে তিনি আত্মসমর্পণ করেন। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গতকাল রোববার পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারির আদেশ দেন আদালত। ২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন-পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। মামলায় বাদী উল্লেখ করেন, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরীমণি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এতে আরও বলা হয়, বাদী নাসির উদ্দিন মাহমুদকেও পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হলে পরীমণি বাদীর মাথায় এবং বুকে আঘাত করেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন।

গ্রেফতারি পরোয়ানা: সোমবার আত্মসমর্পণ করবেন পরীমণি
আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করায় সোমবার (২৭ জানুয়ারি) আত্মসমর্পণ করবেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। আত্মসমর্পণ করে আদালতে জামিনও চাইবেন তিনি। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন চিত্রনায়িকা পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।এর আগে রোববার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সময় আবেদন নামঞ্জুর করে চার্জশিট গঠন করারও আদেশ দেন আদালত।২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। সে মামলায় আদালতে পরীর গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন আইনজীবী সোহেল।গ্রেফতারি পরোয়ানা জারি হলে পরীর পক্ষের আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতে সময় আবেদন করেন। কিন্তু, আদালত তা নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন এবং আগামী ২০ মার্চ সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।পরীর বিরুদ্ধে অভিযোগ, অভিনেত্রী ও তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামীদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। মূল্য দাবি করলে পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলার হয়রানির ভয় দেখান।পরীর বিরুদ্ধে করা মামলায় উল্লেখ করা হয়, ‘২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর পরী তার সহযোগীদের নিয়ে বোটক্লাবে ঢোকেন। ওই সময় বোটক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম ক্লাব ত্যাগ করছিলেন।’ওই সময় পরী উদ্দেশ্যমূলকভাবে নাসির ও আলমকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। এক পর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেয়ার জন্য চাপ দেন।নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের এক পর্যায়ে পরীমণি হত্যার হুমকি দিয়ে বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় ও বুকে আঘাতপ্রাপ্ত হন।এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পরীমণি ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও চারজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও সে মামলার তদন্তে ধর্ষণ বা হত্যাচেষ্টার কোনো প্রমাণ পাননি পুলিশ।

গ্রেফতারি পরোয়ানা নিয়ে মুখ খুললেন পরীমণি, যা বললেন এ চিত্রনায়িকা
কয়েক দিন আগেই টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনী দোকানের উদ্ভোধনী অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল চিত্রনায়িকা পরীমণির। তার আগমনের কথা আগেই ছড়িয়ে যায়। এরপরই শুরু হয় নানা বিতর্ক। বিপরীতমুখী অবস্থান নেন একাংশ মানুষ। আর একপর্যায়ে সেই অনুষ্ঠানে যাওয়া বন্ধ হয় এ নায়িকার। এ ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন পরীমণি। যা নিয়ে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বেশ উদ্বেগ জানান। তারা নানা ধরনের মন্তব্য করতে থাকেন। আবার এই চর্চার মধ্যেই রোববার (২৬ জানুয়ারি) ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়েরকৃত এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ নায়িকার বিরুদ্ধে। পরীমণিকে শোরুম উদ্বোধীন অনুষ্ঠানে যেতে বাধা এবং পর দিন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে ইতোমধ্যে শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেন ছাড়াও ইন্ডাস্ট্রির অনেকে কথা বলেছেন। এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন এ অভিনেত্রী। এ চিত্রনায়িকার কাছে ফেসবুকে লেখালেখির পর দিনই পুরনো মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এ ব্যাপারে একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘প্রতিবাদ করার জন্য যদি আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাহলে সেটি কষ্টকর। মানুষ কথা বলা ছাড়া কীভাবে থাকবে?’ তিনি বলেন, ‘যিনি চুপ থাকতে চান তিনি চুপ থাকুক। কিন্তু, যে কথা বলতে চায়, তাকে তো কথা বলতে দিতে হবে। তবে, বিষয়টি যেহেতু আদালতের, আবার আইনিপ্রক্রিয়া, তাই আমিও আইনিপ্রক্রিয়াতেই চলব। আর এটি আমার আইনজীবী দেখভাল করছে।’

এখনও ৩০০ টাকাই ভিজিট নিই, আমৃত্যু তাই থাকবে
ডাক্তার এজাজুল ইসলাম, একাধারে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও জনপ্রিয় অভিনেতা। পরিচিত তার মানবিক মূল্যবোধ, সেবা ও সততার জন্য। সুলভ চিকিৎসা সেবার কারণে তিনি জনগণের কাছে পরিচিতি পেয়েছেন ‘গরিবের ডাক্তার’ নামে। তিনি ঢাকার মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন, যা তার কর্মজীবনে একটি নতুন মাইলফলক। ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশের মাধ্যমে এজাজ তার চিকিৎসা জীবনের সূচনা করেন। পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিরলসভাবে সাধারণ মানুষের সেবা করে আসছেন। এজাজুল ইসলামের জীবনের অন্যতম বিশেষ দিক হলো তার সততা ও অর্থের প্রতি তার অনাগ্রহ। তিনি বিশ্বাস করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই, তিনি নিজের চেম্বারে মাত্র ৩০০ টাকায় রোগী দেখেন। তার এই কম ভিজিট ফি তাকে ‘গরিবের ডাক্তার’ নামে পরিচিত করেছে। অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনও প্রভাবিত করতে পারেনি। তার মতে, ‘টাকা উপার্জনের জন্য নয়, মানুষকে সাহায্য করাই চিকিৎসা পেশার মূল লক্ষ্য।’ তার মতে, টাকার পেছনে অপ্রয়োজনীয়ভাবে ছুটে চলা একটি মানসিক ব্যাধি, যা মানুষের জীবনের প্রকৃত অর্থ ও আনন্দকে ম্লান করে দেয়। তিনি বলেন, ‘স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না। কিন্তু, যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিক আসক্তি তৈরি করে, তখন এটি নেশায় পরিণত হয় ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।’ সম্প্রতি চ্যানেল২৪-কে দেয়া সাক্ষাৎকারে এজাজুল ইসলাম বলেন, ‘এখনও ৩০০টাকাই ভিজিট নিই, আমৃত্যু তাই থাকবে।’ প্রসঙ্গত, জাজুল ইসলাম একজন বাংলাদেশী নাট্য ও চলচ্চিত্র অভিনেতা। তিনি মূলত একজন ডাক্তার। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মাধ্যমে তার নাটকে আগমন। পরবর্তী তিনি চলচ্চিত্রেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র শ্রাবণ মেঘের দিন। এর পর তিনি দুই দুয়ারী, চন্দ্রকথা, শ্যামল ছায়া চলচ্চিত্রে অভিনয় করেন।

বিয়ে করলেন অভিনেত্রী রিসা
বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেত্রী রিসা চৌধুরী। শুক্রবার (১৭ জানুয়ারি) পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে সেরেছেন এ অভিনেত্রী। অভিনেত্রীর বরের নাম রিয়াজ হোসেন। পেশায় তিনি ব্যাংকার ও অভিনেতা। শুক্রবার বিয়ে সম্পন্নের খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শুক্রবার বেশ কয়েকটি বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করেন রিসা। এ সময় রিসা, তার বর রিয়াজসহ দুই পরিবারের সবাইকে আনন্দঘন মুহূর্তে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকাসহ রিসার ভক্ত-অনুরাগীদের মনে। এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে মন্তব্যঘর ভরিয়ে দেন শুভাকাঙ্ক্ষীরা। ছবিতে বর-কনে দুইজনকেই একেবারে কালারফুল দেখা গেছে। তবে, দুই পরিবারের সদস্য ছাড়া এ সময় শোবিজ অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
.jpg)
নিউইয়র্কে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে তারার মেলা, পুরস্কার পেলেন ২৭ জন
প্রতি বারের মত এবারও গোল্ডেন এইজ ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে ছিল জনপ্রিয় তারকাদের উপস্থিতি। গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স থিয়েটার মিলনায়তনে তাদের পারফরমেন্স আর অ্যাওয়ার্ড নেয়ার পর তাদের অনুভূতি, অন্যান্য শিল্পী কলাকুশলীদের পরিবেশনা উপভোগ করেন নিউইয়র্ক ও এর আশেপাশের বিভিন্ন স্টেটের সংস্কৃতমনা মানুষ। সুন্দর এ আয়োজনের উদ্যোগে ছিল নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন শো টাইম মিউজিক। অনুষ্ঠানের প্রথমেই শীত আর বৃষ্টি উপেক্ষা করে ঢালিউড অ্যাওয়ার্ড উপভোগ করতে আসায় সবাইকে ধন্যবাদ জানান শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম। মডেলিং দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ছিল নাচ, ছিল গান। আর তাতে বিমোহিত দর্শক-শ্রোতা। এর ফাঁকে ফাঁকে ছিল অ্যাওয়ার্ড প্রদান। নিউইয়র্কের স্বনামধন্য কমিউনিটি অ্যাক্টিভিস্টরা ২৭ জন শিল্পী-কলাকুশলীর হাতে তুলে দেন তাদের ভাল কাজের স্বীকৃতি তথা অ্যাওয়ার্ড। এবারের ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা অ্যাঙ্কর নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, সেরা লোক গায়ক অনন্যা ইয়াসমিন অংকন, শ্রেষ্ঠ লালন গায়ক লায়লা, বিশেষ পুরস্কার সঙ্গীত প্রতিক হাসান, বিশেষ পুরস্কার সঙ্গীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার বিষয়বস্তু নির্মাতা রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার শাহজাদী পারভিন, অনুভা শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মো. খলিলুর রহমান।

অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ঢালিউড অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৬ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সময় আবেদন নামঞ্জুর করে এ পরোয়ানা জারির আদেশ দেন আদালত। মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর বিষয়ে অভিযোগ গঠন করা হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। গত বছরের ১৮ মার্চ নায়িকা পরীমণির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে আসামি পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। তবে আরেক আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়। ২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন-পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন। মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান। ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। এতে আরও বলা হয়, বাদী (নাসির উদ্দিন মাহমুদ) ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত ১টা ১৫ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন। তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন। একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন। নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরীমণি তাকে গালমন্দ করেন। নাসির ও আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুড়ে মারেন। এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন। বাদী মামলায় আরও উল্লেখ করেন, পরীমণি ও তার সহযোগীরা তাকে (নাসির উদ্দিনকে) মারধর ও হত্যার হুমকি দিয়েছেন ও বোট ক্লাবে ভাঙচুর করেছেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন। বিস্তারিত কমেন্টে...

ধর্মের দোহাই দিয়ে কী প্রমাণ করতে চলেছেন তারা, প্রশ্ন তুললেন পরীমণি
সামাজিক মাধ্যমে ফলাও করে পরীমণি জানিয়েছিলেন আগামী ২৫ জানুয়ারি তার দেখা হচ্ছে টাঙ্গাইলবাসীর সঙ্গে। এদিন বিকেল ৩টায় এলেঙ্গার টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তার। তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। সংবাদমাধ্যমকে খবরটির সত্যতা নিশ্চিত করেন শোরুমটির মালিক মীর মাসুদ রানা। তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল। হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশ আমাদের আপাতত অনুষ্ঠানটি করতে নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের (ধর্মপ্রাণ মুসল্লি) প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিটিও বাতিল করেছে।’ এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পরীমণি। আজ শনিবার রাতে নিজের ফেসবুকে অভিনেত্রী লিখেছেন, ‘এত চুপ করে থাকা যায় না কি! পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে? অনিরাপদ বোধ হচ্ছে! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা!’ এর আগে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অনুষ্ঠান করতে দেওয়া হয়নি, কণ্ঠশিল্পী সাবরিনা পড়শীর অনুষ্ঠানে ঝামেলা পাকানো হয়েছে। বিষয়গুলো টেনে পরী লেখেন, ‘মেহজাবীন ও পড়শী এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কী বলার আছে আর… এ দেশে সিনেমা/বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে!’ সবশেষে অভিনেত্রী লিখেছেন, ‘এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।’ এর আগে স্থানীয়রা জানান, ১৫ দিন ধরে পরীমণির আসার খবর প্রচার করা হচ্ছিল মাইকে। তবে বিষয়টি ভালোভাবে নেননি হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। গত ২-৩ ধরে অভিনেত্রীকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। আন্দোলনসহ নেওয়া হয়েছিল অবস্থান কর্মসূচির ঘোষণা। এ নিয়ে হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি শোরুম কর্তৃপক্ষ ও থানা পুলিশের সঙ্গেও কথা বলেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এক পর্যায়ে বিভিন্ন চাপের মুখে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় শোরুম কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে গতকাল (শুক্রবার) হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতি উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে লেখেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আশার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গত রাতে আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে আজ সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আগামীকালের (শনিবার) প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয় নিয়ে আর কোনও আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম (কর্মসূচি) না করার জন্য সকল ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইদের প্রতি অনুরোধ করছি।’

ইত্যাদিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি পর্ব ধারণ করা হয়েছে ঐতিহ্য ও আর্থসামাজিক সম্ভাবনার জেলা ঠাকুরগাঁওয়ে। এর মঞ্চ নির্মাণ করা হয় প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়ির সামনে। অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আমেজ। এবারের পর্বে ঠাকুরগাঁওয়ের সন্তান একসময়ের ঠাকুরগাঁওয়ের সাংস্কৃতিক অঙ্গনের প্রাণপুরুষ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। এ বিষয়ে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বিশেষ সাক্ষাৎকার প্রচার হবে এবারের ইত্যাদিতে। সম্পূর্ণ অরাজনৈতিক এই সাক্ষাৎকার। যেখানে উঠে আসবে তার জীবনের অনেক অজানা কথা। উল্লেখ্য, ইত্যাদি এ বছর পা রেখেছে তার ৩৭তম বছরে। বরাবরের মতো এবারও ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন ইত্যাদির নিয়মিত শিল্প নির্দেশক মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন। ইত্যাদির এই পর্বটি আগামী ৩১ জানুয়ারি, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

মুক্তির ৩০ বছর পর ভাইরাল ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি’, কী আছে এই গানে?
হঠাৎ করেই তিন দশক আগের পুরানো একটি গান ভাইরাল হয়েছে। ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ শিরোনামের এই গানটি ইউটিউব, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে চলছে তুমুল আলোচনা, পর্যালোচনা। জানা যায়, গানটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের। ভারতে গানটি ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। থেমে নেই বাংলাদেশেও। গানের কথা বুঝতে না পারলেও এর সুর ও ভিডিওর দৃশ্য দর্শকদের হৃদয় ছুঁয়েছে। ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা ঝুঁকেছেন এর সুরে। এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা। গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে, তিন দশক আগের পুরানো এই গানটি ভারতের উড়িষ্যা প্রদেশের। তবে এর ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে। শিল্পীর নাম সত্য অধিকারী। গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক।গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন একজন কৃষক প্রেমিক। এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও’র একজন প্রতিষ্ঠিত শিল্পী ও শিক্ষক।

টাঙ্গাইলে বাধার মুখে পরীমণির অনুষ্ঠান স্থগিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে পরীমণি জানিয়েছিলেন আগামী ২৫ জানুয়ারি দেখা হচ্ছে টাঙ্গাইলবাসীর সঙ্গে। এ দিন বিকাল ৩টায় এলেঙ্গার টিন মার্কেটে অথেনটিক রিটেইল কসমেটিকস শপ ‘হারল্যান স্টোর’-এর শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল তার। তবে স্থানীয়দের প্রবল প্রতিরোধের মুখে স্থগিত করা হয়েছে অনুষ্ঠানটি। সংবাদ মাধ্যমকে খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শোরুমটির মালিক মীর মাসুদ রানা। তিনি বলেন, ‘উদ্বোধনী অনুষ্ঠানে পরীমণির থাকার কথা ছিল। এখানে কিছু ঝামেলা হয়েছিল। হেফাজতে ইসলাম আন্দোলন সৃষ্টি করেছিল। ওনারা অবস্থান কর্মসূচি দিয়েছিলেন। পরীমণি আসলে নাকি সমস্যা হয়। বিভিন্ন মসজিদে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে হেফাজতে ইসলামের এক নেতা ফোন করেছিলেন। বিভিন্ন পরিস্থিতির কারণে থানা পুলিশ আমাদের আপাতত অনুষ্ঠানটি করতে নিষেধ করেছে। পরে কোম্পানির সঙ্গে কথা বলে তাদের (ধর্মপ্রাণ মুসল্লি) প্রতি সম্মান জানিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি স্থগিত করেছি। পরে ফেসবুকে দেখেছি তাদের কর্মসূচিটিও বাতিল করেছে।’ তিনি আরও বলেন, ‘১০-১২ দিন ধরে প্রচার-প্রচারণা চালাচ্ছি। বিভিন্ন জায়গায় মাইকিং করেছি। আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্যবসায় বড় ধাক্কা খেয়েছি।’ এদিকে, স্থানীয়রা জানান, ১৫ দিন ধরে পরীমণির আসার খবর প্রচার করা হচ্ছিল মাইকে। তবে, বিষয়টি ভালোভাবে নেননি হেফাজতে ইসলামসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা। গত ২-৩ ধরে অভিনেত্রীকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন। আন্দোলনসহ নেওয়া হয়েছিল অবস্থান কর্মসূচির ঘোষণা। এ নিয়ে হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন মুসল্লি শোরুম কর্তৃপক্ষ ও থানা পুলিশের সঙ্গেও কথা বলেন। বিষয়টি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। এক পর্যায়ে বিভিন্ন চাপের মুখে অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয় শোরুম কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার যুববিষয়ক সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কালিহাতি উপজেলার সভাপতি মুফতি সুলাইমান হাবিব তার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘এলেঙ্গা বাসস্ট্যান্ডে হারলেন শোরুম উদ্বোধন করার জন্য একজন চিত্রশিল্পী (পরীমণি) আশার কথা ছিল। এ বিষয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে ব্যাপক নেতিবাচক আলোচনা হওয়ায় স্থানীয় ইমাম, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ কিছু ভাই গত রাতে আমার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। যার প্রেক্ষিতে আজ সকালে স্থানীয় ওলামায়ে কেরামসহ আমি শোরুমের মালিক মাসউদ (মাসুদ) ভাইয়ের সঙ্গে কথা বলি। মাসউদ ভাই সবার সম্মান রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কালকের (শনিবার) প্রোগ্রাম স্থগিত করেন মর্মে আমাকে নিশ্চিত করেছেন। আমরা তার এই আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিষয় নিয়ে আর কোন আলোচনা-সমালোচনা বা মজলিস কায়েম (কর্মসূচি) না করার জন্য সব ইমাম, আলেম-ওলামা ও মুসল্লি ভাইয়ের প্রতি অনুরোধ করছি।’

নতুন সিদ্ধান্ত নিলেন পড়শী
একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার। এদিকে, গানের পাশাপাশি অভিনয়েও দেখা যায় পড়শীকে। কাজ করেছেন বেশ কিছু নাটকে। শুধু তাই নয় শাকিব খানের সঙ্গে তাকে দেখা গিয়েছে বড় পর্দাতেও। সিনেমায় আবার কবে দেখা যাবে এমন প্রশ্নের জবাবে সম্প্রতি একটি গণমাধ্যমকে বলেন, সিনেমায় আমি অভিনয় করেছি বিষয়টি কিন্তু তা নয়। আমি আসলে শাকিব ভাইয়ার সঙ্গে একটা ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছিলাম। সেটাকে পুরোপুরি সিনেমায় অভিনয় বলা যাবে না। আমার কাছে সেটাকে মিউজিক ভিডিওতে অভিনয়ের মতোই লেগেছে। সিনেমায় আর কখনও অভিনয় করব না। কারণ সেখানে অভিনয় করতে অনেক দক্ষ হতে হয়, সঙ্গে লাগে প্যাশনও। আমার দুটির কোনোটিই তেমন নেই। আর একটা বিষয়– সিনেমা করতে অনেক সময় দরকার। সেটা পাঁচ-ছয় মাস বা এক বছর। এত সময় আমি দিতে পারব না। আমি যেহেতু গানের মানুষ, তাই গানেই বেশি থাকতে চাই। গেল বছর বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের এক বছর পর রোববার (১২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শী। বিয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আসলে আমি প্রফেশনাল ও ব্যক্তিগত জীবনটা একেবারে আলাদা রাখি। কিন্তু শুধু কাজের সময়তেই সবার সঙ্গে কথা বলি। বিয়ে তো একান্তই ব্যক্তিগত বিষয়। যেহেতু আমাদের এখনও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি, তাই ঘটা করে জানানো হয়নি। বিয়ের আয়োজন নিয়ে আমারও তো কিছু স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। তাই যখন আয়োজন করব, তখন সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানোর ইচ্ছে ছিল। এখন আমাদের সম্পর্ক যেভাবে আছে, সেটাই সবাইকে জানিয়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই আমরা যেন বাকি জীবন একসঙ্গে চলতে পারি। এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।

আমার সারাক্ষণই ভূমিকম্প ফিল হয় : পরীমণি
গেল বৃহস্পতিবার মধ্যরাতে দেশের বিভিন্ন জায়গায় অনুভূত হয়েছে মাঝারি মাত্রার ভূমিকম্প। রাত ১টা ২৬ মিনিটের দিকে তীব্র কম্পনে কেঁপে ওঠে সবকিছু। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। এ সময় কেউ গভীর ঘুমে, আবার কেউ জেগে। যারা এই ভূমিকম্প টের পেয়েছেন, তারা রীতিমতো নড়েচড়ে বসেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে এসে ভূমিকম্পের অনুভূতি প্রকাশ করেছেন। ব্যতিক্রম ছিল না দেশের শোবিজ অঙ্গন! ভূমিকম্পের পর পরই সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা গেল ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকেও। সেই পোস্টে পরীমণি লেখেন, ‘আমার এমন ভার্টিগো যে ভূমিকম্প ও টের পাইনা। আমার সারাক্ষণই এমন ভূমিকম্প ফিল হয়। কেমন অসহায় লাগে এসব ভাবলে! আল্লাহ সবাইকে সুস্থ রাখুক।’ দীর্ঘদিন ধরে অসুস্থ পরীমণি। তার এই ভার্টিগোর সমস্যা নতুন নয়। বলে রাখা ভালো, ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। সেই অসুখের চিকিৎসা নিতে মাঝে মাঝেই হাসপাতালে ছুটতে হয় পরীমণিকে। পরীর সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা নায়িকার সুস্থতা কামনা করেন। একইসঙ্গে নিরাপদে থাকারও আহ্বান জানান তারা। তবে নেটিজেনদের একাংশ মজাও করেন সেই পোস্ট ঘিরে। তা নিয়ে পরীমণিকে জবাবও দিতে দেখা যায় মন্তব্য ঘরে। পরীমণি সেই মন্তব্যে লেখেন, ‘এতোগুলো মূর্খ আমার এই পোস্টে হাহা দিছে! এইগুলো কি খায় আসলে!’ নিজের ক্যারিয়ার বা কাজ নিয়ে বেশ ফুরফুরে অবস্থায় থাকলেও ব্যক্তিগত নানা সমস্যার কারণে ভালো নেই ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। এইতো কয়েকদিন আগেই ভিসা জটিলতায় পড়ায় ভারতে নিজের ছবির প্রিমিয়ারে যেতে পারেননি নায়িকা। ফলে একরাশ আক্ষেপ জানিয়ে অনুরাগীদের কাছে ভাগ করে নেন নানান কথা। তবে এসব নতুন কিছু নয়। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে এসে ভক্ত অনুরাগীদের কাছে এই নায়িকা ভাগ করে নেন তার খারাপ সময়ের অনুভূতিগুলো।

নায়িকাকে নিয়ে পালানোর চেষ্টা, গাড়িটি আরেক নায়িকার
রাইড শেয়ারিং অ্যাপের গাড়িতে ঢাকা উত্তর সিটির বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে অপ্রীতিকর ঘটনা ঘটে অভিনেত্রী নিঝুম রুবিনার সঙ্গে। পরে গাড়ি থেকে লাফিয়ে বেঁচেছেন তিনি। হাতিরঝিল থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে ‘অপহরণের’ চেষ্টা করা ওই গাড়িটি আরেক অভিনেত্রীর বলে দাবি করেছেন নিঝুম রুবিনা। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নিঝুম রুবিনা সংবাদ মাধ্যমকে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এরই মধ্যে গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রির একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। কিন্তু, এই ঘটনায় সে জড়িত কি না তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত ঘটনার হালনাগাদ তথ্য জানতে হাতিরঝিল থানায় যোগাযোগ করা হয়। থানার উপপরিদর্শক (এসআই) সবুজ চন্দ্র পাল বলেন, ‘তদন্ত চলমান। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। এরই মধ্যে গাড়ির মালিককে ফোন করা হয়েছে, তিনি ফোন ধরেননি। আরও কয়েক বার চেষ্টা করা হবে। না ধরলে বাড়িতে গিয়ে কথা বলা হবে।’ নায়িকা নিঝুম রুবিনার স্বামী রাহুল বলেন, ‘আমরা এরই মধ্যে জেনে গেছি যে গাড়িটি কোন নায়িকার। কিন্তু আমরা আপাতত নাম প্রকাশ করছি না। ঘটনাটি পরিকল্পিত নাকি অপহরণ না অন্য কিছু। আগে গাড়ির চালককে অ্যারেস্ট করতে হবে, তারপর পুরো ঘটনা জানা যাবে।’ গত মঙ্গলবার (২১ জানুয়ারি) হাতিরঝিল থানায় জিডি করেছেন নিঝুম রুবিনা, জিডির নম্বর ১২৩৭। সেখানে তিনি উল্লেখ করেছেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় মো. রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও ঢাকা মেট্রো-গ ৪৫২৯৭৮ নম্বরের একটি গাড়ি নিয়ে হাজির হন। ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গাড়িটি গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ সময় তিনি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক গাড়ি থামাননি। পরে ব্রেক কষলে গাড়ি থেকে ঝাপ দিয়ে নেমে যান রুবিনা। নিঝুম রুবিনাকে সর্বশেষ দেখা গেছে ‘লিপস্টিক’ সিনেমায়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘এর বেশি ভালোবাসা যায় না’ সিনেমা দিয়ে ২০১৩ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নিঝুম রুবিনার। এরপর তিনি অভিনয় করেছেন ‘অনেক সাধনার পরে’, ‘মেঘকন্যা’, ‘বেসামাল’ নামের সিনেমাগুলোয়। বর্তমানে আজিম খান পরিচালিত ‘দুই মা’ ও আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ ছবি দুটিতে কাজ করছেন তিনি।

স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ১১ বছর পূর্তি উৎসব
‘সুরের মূর্চনায় হোক স্বপ্নগাঁথা নতুন সময়ে অভিযাত্রা’ এই স্লোগানে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের ১১ বছর পূর্তি উৎসব বুধবার (২২ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পরিচালক সামশুল হায়দার তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। গুণীজন সংবর্ধনা, সুরেলা স্মরণিকা প্রকাশ, সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা ও বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে উৎসবের উদযাপন করা হয়। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কল্যাণী ঘোষ, কল্পনা লালা, আবদুর রহিম, রিয়াজ ওয়ায়েজ। সেলিম আকতার পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জসিম উদ্দিন মিথুন, সমন্বয়কারী জাহিদ তানছির, আরকে রুবেল, জামাল আহমেদ, জাফর ইকবাল, মাহাবুবুর রহমান সাগর, আবছার উদ্দিন অলি, ইলিয়াছ ইলু, মো. কামাল উদ্দিন, এআর বাবলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এ দেশ লালন হাসন, রবি, নজরুল, মরমী সাধকের দেশ। এ দেশের প্রান্তে প্রান্তে সুরের মূর্ছনা ও মরমী সাধক বাউলদের আনাগোনা। সঙ্গীতহীন মানুষই হয় না। সঙ্গীত মানুষের মন ও মননকে সতেজ করে। মানুষের শ্রেষ্ঠ বিনোদন মাধ্যমই সঙ্গীত। এই সঙ্গীত শিক্ষা ও অনুশীলনের কাজ করে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন।’

আজিজের সাথে সাক্ষাতের পর যা বললেন নুসরাত ফারিয়া
দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের সাথে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আবেগী পোস্ট দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। জানিয়েছেন, চলতি বছরেই রুপালি পর্দার ক্যারিয়ারে ১০ বছর পূর্তি তার। নতুন সিনেমায় অভিনয় করার সুখবরেরও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। বুধবার (২২ জানুয়ারি) ফেসবুকে রাতে একটি স্ট্যাটাস দেন নুসরাত। ওই স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ সময় শোবিজ অঙ্গনে কাজ করলেও সিনেমায় ক্যারিয়ার শুরু করেন ২০১৫ সালে। কৃতজ্ঞতা স্বীকার করে নুসরাত জানান, তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান প্রযোজক আবদুল আজিজের।অভিনেত্রী আরও জানান, একের পর এক ভালো সিনেমা তৈরি করে তা দর্শকদের উপহার দেয়ার প্রচেষ্টা সব সময়ই আবদুল আজিজের মধ্যে কাজ করে। সম্প্রতি দীর্ঘ সাত বছর পর তার সঙ্গে দেখা হয়েছে অভিনেত্রীর।সে মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নায়িকা ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন, ‘ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ’। তাই খুব শিগগিরই জাজ মাল্টিমিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন নুসরাত, সে সুখবরই আন্দাজ করছেন ভক্ত ও নেটিজেনরা। পাঠকের জন্য নুসরাত ফারিয়ার সে পোস্ট তুলে ধরা হল-‘২০১৪ সালে কাতারে চ্যানেল আই সেরা কণ্ঠের গ্রান্ড ফাইনালে আজিজ ভাই আমাকে প্রথম পারফর্ম করতে দেখেন। এরপর অনেকবার সিনেমার অফার করলেও ভয়ে রাজি হইনি। ২০১৫ সালে কলকাতায় বিজ্ঞাপন শুটে আবার দেখা হয় আমাদের। এরপর আমার প্রথম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে।’‘২০২৫ সালে আমার সিনেমার ক্যারিয়ারের ১০ বছর হবে। এই লোকটাকে (আজিজ) ছাড়া চিত্রনায়িকা হবার স্বপ্ন কোনোদিনও পূরণ হতো না। অনেক কিছু বদলে গেছে আশপাশে, কিন্তু ওনার ভালো কাজ করার আগুনটা কমেনি। আজ ৭ বছর পর দেখা, ঘরের মেয়ে ঘরে আসার মত আনন্দ।’ক্যারিয়ারে আরজে হিসেবে কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন। ধীরে ধীরে বিজ্ঞাপনে মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন। সে জনপ্রিয়তায় হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ। বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয় হয়ে উঠেছেন গুণী এ অভিনেত্রী।

সেই অটোচালকের সাথে দেখা করলেন সাইফ
ছুরিকাঘাতের হামলার পর সাইফ আলী খানকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াটা ছিল খানিক সমস্যার। তাই, তড়িঘড়ি কোন রকম এক অটোচালককে ডেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিনেতাকে। সেই অটোচালকের নাম ভজন সিং। এবার সুস্থ হয়ে সেই অটোচালকের সাথে দেখা করলেন সাইফ। জানা গেছে, উত্তরাখন্ডের মানুষ ভজন। দীর্ঘ দিন ধরেই মুম্বাইয়ের রাস্তায় অটো চালাচ্ছেন তিনি। বাকি দিনগুলোর মতো গেল ১৬ জানুয়ারি ভোররাতেও নিজের অটো নিয়ে বাড়ি ফিরছিলেন ভজন। এমন অবস্থায় নিজ বাড়ির দরজার সামনে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন সাইফ। একেবারে দেবদূতের মতো অভিনেতার সামনে হাজির হয়ে সাইফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। হাসপাতালে প্রায় পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পরে গেল মঙ্গলবার (২১ জানুয়ারি) বাড়ি ফিরেছেন সাইফ। তবে সুস্থ হলেও কিছু দিন বিশ্রামে থাকতে হবে তাকে। হাসপাতাল ছাড়ার আগে সাইফ দেখা করলেন ভজনের সঙ্গে। শুধু তাই নয়, জড়িয়ে তাকে জড়িয়ে ধরার পাশাপাশি ছবিও তোলেন ভজনের সঙ্গে। সাইফের সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় গণমাধ্যমে ভজন বলেন, ‘তারা আমাকে বিকেল ৩টা ৩০ মিনিটে আসতে বলেছিল। আমি বলি, ঠিক আছে, পৌঁছে যাব। কিন্তু হাসপাতালে পৌঁছাতে একটু দেরি করে ফেলেছিলাম। তবুও সেখানে গিয়ে সাইফের খানের সঙ্গে দেখা করেছি।’ অটোচালক আরও বলেন, ‘যখন ভিতরে ঢুকলাম, দেখলাম তার পরিবারও সেখানে ছিল। সাইফের মা ও সন্তানেরাও সেখানে উপস্থিত ছিল। তাদের তরফ থেকে অনেক সম্মান দেওয়া হয়েছে আমাকে।’ ভজন বলেন, ‘আজ আমাকে আমন্ত্রণ জানানো হলো, খুব ভালো লেগেছে। বিশেষ কিছুই না, শুধু দেখা করার জন্য এই আমন্ত্রণ। আমি সাইফকে বলেছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, আমি আপনার জন্য প্রার্থনা করেছি, সব সময় সেই প্রার্থনা করে যাব।’