বাবার জানাজার মাঠ থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি

কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খানের বাবা মো. মাহবুব আলী খান মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাই রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে তার। গত কয়েক মাস ধরে অসুস্থতাজনিত কারণে বেড রেস্টে ছিলেন গায়কের বাবা। এ অবস্থায় হঠাৎ মৃত্যু হলো মনির খানের বাবার। এদিকে, বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর নিজ গ্রামে মো. মাহবুব আলী খানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় সেখান থেকে শিল্পী মনির খানের আইফোন ও তার ছেলের মোবাইল ফোন চুরি হয়ে যায়। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন মনির খান নিজেই। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তার বাবাকে। উল্লেখ্য, ১৯৯৬ সালে ‘তোমার কোন দোষ নেই’ অ্যালবাম প্রকাশ করেন মনির খান। অ্যালবামটির প্রায় সব গানই হৃদয় ছুঁয়ে যায় শ্রোতাদের। বিশেষ করে ‘তোমার কোন দোষ নেই’ গানটি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় ওই সময়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এ পর্যন্ত চার দশকেরও বেশি একক অ্যালবাম এবং তিন শতাধিক দ্বৈত ও মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে তার। পাশাপাশি পাঁচ শতাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ গায়ক। এদিকে, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক ২৪’ নামের চ্যানেলে নিয়মিত নতুন নতুন গান উপহার দিয়ে আসছেন ‘অঞ্জনা’ খ্যাত গায়ক মনির খান। সুরেলা কণ্ঠে বাংলা ভাষাভাষী সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে ঠাঁই করে নেয়া এ তারকা তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি দেশ-বিদেশে অসংখ্য পুরষ্কারে ভূষিত হয়েছেন গুণী এই সংগীতশিল্পী।

ঢাকায় আসছেন পাকিস্তানি গায়ক মুস্তফা জাহিদ

‘রিস্তা পুরানা’ গান খ্যাত পাকিস্তানের জনপ্রিয় গায়ক মুস্তফা জাহিদ ঢাকায় আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সুখবর জানিয়েছেন গায়ক নিজেই। জনপ্রিয় এ গায়ককে ঢাকায় নিয়ে আসছে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন। একটি স্বল্প সময়ের ভিডিও আপলোড করে মুস্তফা জানান, বাংলাদেশে আসছেন তিনি।সোমবার (২০ জানুয়ারি) রাতে মেলোডি এন্ড মাইন্ড কমিউনিকেশন তাদের অফিশিয়াল পেজে গায়কের দেশে আসার খবরটি নিশ্চিত করে।আপলোড করা ভিডিওতে দেখা যাচ্ছে কালো জিন্স ও কালো প্রিন্ট টিশার্টের সঙ্গে গর্জিয়াস একটি চশমা পরে আছেন মুস্তফা। ক্যামেরার সামনে হাঁটু গেড়ে বসে বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার নাম মুস্তফা জাহিদ। ভক্তদের কাছে এ মুহূর্তে একটা খবর ছড়িয়ে পড়েছে যে আমি ঢাকা যাচ্ছি। হ্যাঁ, গুঞ্জনটি শতভাগ সত্যি।মুস্তফা জাহিদ বলেন, `আমি খুব শিগগিরই অপূর্ব সুন্দর দেশ ঢাকায় আসছি। আমি খুব শিগগিরই শো ও টিকিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমার সোশ্যাল মিডিয়ায় দেব। সুন্দর একটি রক এন্ড রোল সময় কাটবে আশা করছি। খুব শিগগিরই দেখা হবে, ইনশাল্লআহ।’শোনা যাচ্ছে, পাকিস্তানের এ জনপ্রিয় গায়কের সঙ্গে মঞ্চ মাতাতে পারে তাহসান খান ও লেভেল ফাইভসহ বেশ কয়েকটি ব্যান্ড দল।ভেন্যু চূড়ান্ত না হলেও আশা করা হচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকায় বসতে পারে জমকালো এ গানের আসর।বলে রাখা ভাল, মুস্তফা জাহিদ বলিউডের জনপ্রিয় সিনেমা ‘আওয়ারাপান’ সিনেমার বেশ কয়েকটি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ভুলা দেনা, জো তেরে সং, তেরে লিয়ে, মাওলা মেরে, জরুরত, রিস্তা পুরানা, তো ফের আও ইত্যাদি।

হাসপাতাল ছাড়লেন সাইফ আলী খান

পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেনন বলিউড অভিনেতা সাইফ আলি খান। হাসপাতাল ছাড়ার সময় অভিনেতার সঙ্গে ছিলেন তার স্ত্রী, বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা।মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে সাইফকে।বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে।এদিকে, সাইফের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। হামলাকারীর নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।৩০ বছর বয়সী শেহজাদকে সাইফের বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করে পুলিশ। এরপর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। পাঁচ দিনের পুলিশ হেফাজতের প্রথম দিন পেরোতেই জেরার মুখে নিজের দোষ স্বীকার করেন হামলাকারী।

শিল্পী সমিতি থেকে বহিষ্কৃত হলেন নিপুণ

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে গত রোববার কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪ সালের ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটাবিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি প্রদান করেন নিপুণ আক্তার। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক উল্লেখ করেন তিনি। গত ১৭ জুলাই নিজের ফেসবুকে সেটা পোস্টও দেন। এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনা হয়। অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা-ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় এ বিষয় উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি। তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগ ওঠে এই বিতর্কিত অভিনেত্রীর বিরুদ্ধে। গঠনতন্ত্র পরিপন্থি কাজ করায় নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ। তবে আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার কাছের মানুষ হওয়ায় কোনো চিঠিই আমলে নেননি নিপুণ। চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড। যার পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ আক্তার। এ নিয়ে সংবাদমাধ্যমকে আপাতত বিস্তারিত কিছু না বলতে চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহ-সভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব। তবে নিপুণের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও তাতে সাড়া মেলেনি। বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে তোপের মুখে পড়েছিলেন নিপুণ। মূলত তিন কারণে সমালোচনায় জড়িয়েছিলেন অভিনেত্রী। প্রথমত, নিপুণ তার বিজ্ঞপ্তি প্রকাশ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহার করে। যেখানে নিজেকে ‘সাবেক’ সাধারণ সম্পাদক বলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো পদেই নেই। তাহলে তিনি কীভাবে সমিতির অফিসিয়াল প্যাড ব্যবহারের এখতিয়ার রাখেন— অনেকেই এ বিষয়ে প্রশ্ন তোলেন। দ্বিতীয়ত, এটি হুবহু কপি করা হয়েছিল টেলিভিশনের অভিনয়শিল্পী সংঘের বিবৃতি। সহিংসতাকে এড়িয়ে দেওয়া সে বিবৃতি নিয়েও কম সমালোচনা হয়নি। তৃতীয়ত, নিপুণের বিবৃতিতেও একইভাবে সহিংসতা ও নিহত হওয়ার মতো ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছিল। এ ব্যাপারে সে সময় হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল পলাশ বলেছিলেন, নিপুণ আক্তার ক্ষমতায় না থেকেও অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করেছেন যা পেনাল কোড ক্রিমিনাল আইনের ৪৬৮ ও ৪৭১ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফল প্রকাশের দিন হেরেও প্রশংসিত হয়েছিলেন নিপুণ। কেননা বিজয়ী কমিটির প্রধান দুইজনকে নিজ হাতে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন তিনি। তবে ভেতরে ভেতরে যে নির্বাচিতদের মানতে পারেননি তার প্রমাণ মিলেছে নির্বাচনের প্রায় এক মাস পর। নির্বাচন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেছিলেন তিনি। সেইসঙ্গে সাধারণ সম্পাদক ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে গত মে মাসে নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে মিছিলের ব্যানারে নায়িকা নিপুণের গলায় জুতার মালার ছবি ব্যবহার করে বেশ কয়েকজন সিনিয়র-জুনিয়র শিল্পী এফডিসিতে মিছিল করেন। নিপুণের বহিষ্কারের খবরে সন্তুষ্ট তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী বলেন, গত মেয়াদে নিপুণ হেরে গিয়েও শেখ সেলিমের ক্ষমতা ব্যবহার করে সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এবারও তিনি তাই চেয়েছিলেন। তবে কাজ হয়নি। আদালতে তার মামলা টেকেনি। নিপুণ এফডিসির জন্য অভিশাপ। তার জন্য গোটা শিল্পী সমাজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমন শাস্তি তার অনেক আগেই প্রাপ্য ছিল। আমরা নিপুণমুক্ত এফডিসি পেয়েছি। নানা ইস্যুতে মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়েন এই চিত্রনায়িকা। কখনও শিল্পী সমিতির নির্বাচন কিংবা পদ নিয়ে, কখনও বা ভিন্ন ইস্যুতে। সম্প্রতি মিথ্যাচার করে আরও একবার বিতর্কিত হয়েছেন তিনি। গত ১০ জানুয়ারি সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। নিপুণের নামে মামলা না থাকায় পরে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আটকের খবর সত্য নয় দাবি করেন অভিনেত্রী। তবে বিমানবন্দরের বেশকিছু ফুটেজে তাকে দেখা যায়।

‘বিগ বস ১৮’-এর আকর্ষণ আমির খান, ট্রফি জিতলেন করণবীর

ভারতের রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর বিজয়ী হয়েছেন অভিনেতা করণবীর মেহরা। রোববার (১৯ জানুয়ারি) রাতে ঘোষণা করা হয় বিজয়ীর নাম। পুরো অনুষ্ঠান জমিয়ে রাখেন অভিনেতা সালমান খান। এ দিন বিজয়ীর নামও ঘোষণা করেন তিনি। করণবীর মেহরা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ লাখ রুপির নগদ পুরস্কার সঙ্গে সোনার ট্রফি। পুরষ্কার পেয়ে উচ্ছ্বসিত করণবীর। এবার গ্র্যান্ড ফিনালেতে করণ ছাড়াও ফাইনালিস্ট ছিলেন ভিভিয়ান ডিসেনা। তিন মাস আগে করণ জিতেছিলেন রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি ১৪’-এর মুকুট।রোববার ফাইনালের বড় আকর্ষণ ছিল বলিউড অভিনেতা আমির খানের উপস্থিতি। প্রথম বারের মতো এ অনুষ্ঠানে এসেছিলেন আমির। এদিন ১৯৯৪ সালের হিট ছবি ‘আন্দাজ আপনা আপনা’র দৃশ্য আবার মঞ্চে ফেরালেন দুই অভিনেতা। সঞ্চালক সালমান খানের বাইকে চড়েন আমির। ব্যাকগ্রাউন্ডে তখন বাজছিল এই সিনেমার জনপ্রিয় গান ‘দো মাস্তানে চলে জিন্দেগি বনে।’বিগ বসের ফাইনালের মঞ্চে নিজেদের আগামী সিনেমা ‘লাভইয়াপা’র প্রচারে এসেছিলেন জুনাইদ খান ও খুশি কাপুর। বিজয়ীর নাম ঘোষণার আগে, ‘বিগ বস-১৮’-এর সেরা ছয় ফাইনালিস্টের পরিবারের প্রতি আবেগঘন বার্তা দিয়ে গ্র্যান্ড ফিনালের আনুষ্ঠানিকতা শুরু করেন সালমান খান।

সাইফের ওপর হামলাকারী কি বাংলাদেশি, নতুন তথ্য দিলেন আইনজীবী

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলায় অবশেষে পুলিশি হেফাজতে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে ধারণা মুম্বাই পুলিশের। তবে এ প্রসঙ্গে ভিন্ন তথ্য দিচ্ছেন আইনজীবী সন্দ্বীপ ডি শেরখান। সংবাদ এনডিটিভির। পাঁচ দিনের পুলিশ হেফাজতের প্রথম দিন পেরোতেই জেরার মুখে দোষ স্বীকার করেছেন শেহজাদ। এরইমধ্যে রেকর্ড করা হয়েছে শেহজাদের বয়ান। বয়ানে দোষ স্বীকার করে তিনি বলেন, ‘হ্যাঁ আমিই করেছি।’রোববার (১৯ জানুয়ারি) রাতে বলিউড তারকা সাইফের ওপর হামলা প্রসঙ্গে সিনিয়র পুলিশ অফিসার দীক্ষিত গেদাম সংবাদ মাধ্যমে বলেন, ‘অপরাধী তার দোষ স্বীকার করেছেন। জানিয়েছেন, তিনিই সাইফের হামলাকারী। ডাকাতির উদ্দেশেই তিনি এ হামলার ঘটনা ঘটান।’শেহজাদের পরিচয় প্রসঙ্গে সংবাদ মাধ্যমে পুলিশ অফিসার দীক্ষিত বলেন, ‘শেহজাদ একজন বাংলাদেশি নাগরিক। তার কাছে কোনো ভারতীয় কাগজপত্র নেই।’পুলিশ অফিসার দীক্ষিত আরও বলেন, ‘শেহজাদের কাছে পাওয়া যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে বোঝা যায়, তিনি একজন বাংলাদেশি নাগরিক। নাম পরিবর্তন করে বিজয় দাস হয়ে গত চার মাস ধরে তিনি মুম্বাইয়ে বাস করছেন।’এদিকে, শেহজাদের আইনজীবী সন্দ্বীপ ডি শেরখান ভিন্ন তথ্য দিয়ে বলেছেন, ‘শেহজাদ চার মাস নয় বরং দীর্ঘ দিন ধরেই ভারতে বসবাস করছেন। ভারতে থাকার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রই তার রয়েছে। শুধু তাই নয়, শেহজাদের পরিবারও ভারতেই থাকেন।’শেরখান আরও বলেন, ‘তার মক্কেল বাংলাদেশি নন। যে খবর ছড়িয়ে পড়েছে তার পুরোটাই অনুমান নির্ভর।’৩০ বছর বয়সী শেহজাদকে সাইফের বাড়ির ৩৫ কিলোমিটার দূর থেকে আটক করে পুলিশ। এরপর তাকে বান্দ্রার আদালতে হাজির করা হলে আদালত তার পাঁচ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। হামলার পর রক্তাক্ত সাইফকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে। সেখানে সফল অস্ত্রোপচার শেষে এখন লীলাবতী হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন সাইফ। মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতাল ছাড়তে পারেন ভারতের ছোট নবাবখ্যাত এ বলিউড তারকা।

‘রিকশা গার্ল’-এর প্রথম মিউজিক ভিডিও প্রকাশ

অমিতাভ রেজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) এ উপলক্ষে হাফ স্টপ ডাউন অনলাইনে প্রকাশ করলো চলচ্চিত্রটির প্রথম মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে প্রকাশিত হলো এই গানটি। ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার গল্প, যে জীবিকার তাগিদে ঢাকা শহরে রিকশাচালক হিসেবে কাজ করে এবং এক সময় একটি কর্মশালায় থেকে রিকশাচিত্র এঁকে সে তার স্বপ্নপূরণ করে। ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গান হলেও এটি নাঈমার স্বপ্নপূরণের পথে তার সংগ্রাম ও সফলতার প্রতি একটি প্রার্থনা। ২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশাচিত্র ও রিকশা, যা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এক অনন্য গৌরবময় পরিচয় হিসেবে এই ঐতিহ্যকে তুলে ধরে। মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হলেও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিকশাচিত্রের কল্পনাপ্রবণ জগতকে এই চলচ্চিত্রে নাঈমার শিল্পীসত্তার মাধ্যমে বাস্তবতার সঙ্গে মিশিয়ে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন। মিউজিক ভিডিও প্রকাশের পর চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান বলেন, “রিকশা গার্ল আমাদের মনের মতো একটি কাজ এবং এটি শিশুদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করবে। বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা; এর রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের প্রতীক। চলচ্চিত্রের প্রথম প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে চেয়েছি। ডিজিটাল প্রিন্টিংয়ের অগ্রগতির কারণে রিকশাচিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে; আমাদের চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এটি বিশ্বজুড়ে যেমন সবার মন ছুঁয়েছে, তেমনিভাবে নাঈমার নিজ দেশের মানুষেরও হৃদয় স্পর্শ করবে।” মিউজিক ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=ThRI3F5LnIE

কালার্স একাডেমির অষ্টম বর্ষ পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের সাংস্কৃতিক ও মানবিক সংগঠন কালার্স একাডেমির অষ্টম বর্ষ পদার্পণ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে গত ৯ জানুয়ারি দিনব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন করেছে। সকালে পতাকা উত্তোলন ও দুঃস্থদের মধ্যে কাপড় বিতরণের মধ্য দিয়ে দিনের প্রথম পর্ব শুরু হয়। সন্ধ্যায় একাডেমির মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনে মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর আইনজীবী সানোয়ার আহমেদ লাভবু। উপস্থিত ছিলেন কালার্সের উপদেষ্টা জোবায়দুর রশীদ, অভিনেতা শাহীন চৌধুরী, শিক্ষক মোরশেদ হোসাইন, নৃত্য শিল্পী সংসদের সভাপতি শুভ্রা সেন গুপ্ত, বৃদ্ধাশ্রমের পরিচালক মুহাম্মদ রব্বানি, নৃত্য শিল্পী সংসদের সহ-সভাপতি স্বপন বড়ুয়া, কালার্সের উপদেষ্ঠা নুরুল আবচার আজাদ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী কালার্সের সদস্যদের বাবাদের বিশেষ সম্মাননা দেয়া হয়। বৃদ্ধাশ্রমের বাবা-মাদের জন্য কালার্সের পক্ষ থেকে ফলমুল ও কম্বল দেয়া হয়। তৃতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে কালার্সের লোক, শিশু, মডার্ন, দেশীয় নৃত্য শিল্পীবৃন্দ। এছাড়া, বাঁশখালী নৃত্যদল, হাটহাজারী অনুশীলন নৃত্যদল, ভাটিয়ারী সৃজনশীল নৃত্যদল, পাথরঘাটা নৃত্যদল নৃত্য পরিবেশন করে। দলীয় আবৃত্তি পরিবেশন করে চাঁদের হাসি কন্ঠশীলন আবৃতি দল, যাদু পরিবেশন করেন আকাশ। বৃদ্ধাশ্রম নিয়ে থিম শোটি দর্শকদের মাঝে প্রশংসিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তাওহীদুল ইসলাম তুহীন ও পুষ্পিতা বৈদ্য।

সাইফ-কারিনার যে ছবি পোস্ট করে সমালোচনার ঝড়ে শত্রুঘ্ন সিনহা

ইন্টারনেটে সমালোচনার ঝড়ে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা, অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা। বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস করার পরও নেটিজেনদের ট্রলের শিকার হন তিনি। সংবাদ ফ্রি প্রেস জার্নালের। এক্স হ্যান্ডেলে রোববার (১৯ জানুয়ারি) সমবেদনা জানিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেতা।লেখেন, যা হয়েছে তা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের খুব কাছের ও প্রিয় মানুষ সাইফের সঙ্গে এমন একটা ঘটনা ঘটবে ভাবা যায় না। তবে আশার কথা, ও দ্রুত সেরে উঠছে। আমার সমবেদনা রইল রাজ কাপুরের পৌত্রী কারিনা ও তার পরিবারের প্রতি।শত্রুঘ্ন আরও লেখেন, এই সময় একে অপরকে দোষারোপ করা বন্ধ করুন। মুম্বাই পুলিশ তাদের কাজ করছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস যথেষ্ট চিন্তিত এমন ঘটনায়। অহেতুক জলঘোলা করবেন না।এমন মন্তব্যে নেটিজেনদের কোন সমালোচনার শিকার না হননি অভিনেতা। তবে এ লেখার সঙ্গে আপলোড করা একটি ছবির জন্য ট্রলের শিকার হচ্ছেন তিনি।শত্রুঘ্ন তার স্ট্যাটাসে যে ছবি আপলোড করেছেন, তাতে দেখা যাচ্ছে, হাসপাতালে বেডে শুয়ে আছে সাইফ আলি খান। তার পাশে বসে আছেন তার স্ত্রী, অভিনেত্রী কারিনা কাপুর। দুইজনেই হাসিমুখে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন। তবে এ ছবি জীবনের অংশ নয়, বরং তা তৈরি করা হয়েছে এআই প্রযুক্তি দিয়ে। আর এতেই অবাক বনে যান অনেক ভক্ত। অন্তর্জালে একজন লেখেন, এমন নকল ছবি দিয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো পোস্ট করেন কীভাবে? আরেকজন লেখেন, এআই ছবি ব্যবহারের কী প্রয়োজন ছিল স্যার?উল্লেখ্য, বুধবার (১৫জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩০ নাগাদ মুম্বাইয়ের বান্দ্রার নিজ বাড়িতে দুর্বৃত্তের হাতে ছয় বার ছুরিকাঘাতের শিকার হন সাইফ। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সফল অস্ত্রোপচারের পর সাইফকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়। তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত স্থান থেকে সেরিব্রোস্পাইনাল তরল ক্ষরণ হওয়ায় ক্ষতস্থানে ঘা হওয়ার শঙ্কা রয়েছে এখন। এ মুহূর্তে লীলাবতী হাসপাতালেই চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

সাইফের উপর হামলাকারী ম্যানগ্রোভ জঙ্গল থেকে গ্রেপ্তার

বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) মহারাষ্ট্র রাজ্যের থান জেলার কাছে অবস্থিত একটি ম্যানগ্রোভ জঙ্গল থেকে আটক করা হয় সেই ব্যক্তিকে। রোববারই তাকে পেশ করা হল বান্দ্রা কোর্টে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০)। জানা গেছে, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন এবং গত কয়েক মাস ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন। যিনি বাংলাদেশের নাগরিক বলে মুম্বাই পুলিশের সন্দেহ। এদিকে, রোববার শরিফুলকে খার থানা থেকে বান্দ্রা কোর্টে পেশ করা হয়েছে। যে ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গেছে হামলাকারীর পরনে নীল শার্ট, প্যান্ট। তাকে ঘিরে রেখেছে পুলিশ। মুখ কালো কাপড় ঢাকা। পুলিশের তরফে জানানো হয়েছে যে, ব্যক্তিকে আটক করা হয়েছে, সেই ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। জানিয়েছে, মাত্র ৮ মাস আগেই তিনি বাংলাদেশ থেকে কলকাতায় আসেন। এরপর সে মুম্বাইয়ের কথা শুনে এখানে এসে কাজ শুরু করে পরিচারক হিসেবে। এক এজেন্সির তরফে কোন যাচাই না করেই তাকে কাজে রাখ হয়। পুলিশের তরফে সেই এজেন্সির উর্ধতন কর্মকর্তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদে সেই ব্যক্তি এও জানিয়েছে যে সে জানত না ওই বাড়িতে সইফ আলী খান থাকেন। তাকে বলা হয়েছিল এই এলাকায় খালি বড়লোকেরা থাকেন।

রিয়াজ ওয়ায়েজ ও হাসনাত জান্নাত মিকাতের সঙ্গীতানুষ্ঠান ‘তালপাতার বাঁশি’

সঙ্গীত শিল্পী রিয়াজ ওয়ায়েজ ও হাসনাত জান্নাত মিকাতের সংগীতানুষ্ঠান ‘তালপাতার বাঁশি’ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) অনুষ্ঠিত হয়েছে। সিআরএস টিভি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পীরা সাতটি করে একক ও চারটি দ্বৈত মিলে ১৮টি গান করেন। যন্ত্রসঙ্গীতে কী-বোর্ডে নিখিলেশ বড়ুয়া, প্যাডে অনুজিত বড়ুয়া লিমন, তবলায় রুপ্লব গুপ্ত, সেইজ গিটারে গৌরব বড়ুয়া, বাাঁশিতে প্রাণেশ্বর ভট্টাচার্য, লিড গিটারে বিজয় দাশ ও সাউন্ড ব্যালেন্ডে ছিলেন রুবেল বড়ুয়া।সিআরএস টিভির চেয়ারম্যান মো. সেলিম নুরের সভাপতিত্বে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলাম। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লোক গবেষক শেখ সাদী। কনকন দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট জাবেদ আবছার চৌধুরী ও চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন। শুভেচ্ছা বক্তব্য দেনসাংবাদিক কামাল উদ্দিন ও গীতিকার আবছার উদ্দিন অলি। বক্তারা বলেন, ‘৮০ ও ৯০ দশকের কালজয়ী সোনালী দিনের গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। সঙ্গীতের প্রাণ এ গানগুলো হাজার বছর বেঁচে থাকবে শ্রোতার হৃদয়ে। শুদ্ধ সঙ্গীত চর্চায় আধুনিক যুগেও হারানো দিনের গান আমাদের সংগীত চর্চাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দর আগামীর পথে।’

অর্জুন কাপুর আহত

বলিউডে একের পর এক ঘটছে অঘটন। সাইফ আলি খানের পর এবার আহত অভিনেতা অর্জুন কাপুর। সিনেমার শুটিং করার সময় এ দুর্ঘটনার শিকার হন অভিনেতা। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার। শনিবার (১৮ জানুয়ারি) মুম্বাইয়ের ইম্পেরিয়াল প্যালাসে শুটিং করার সময় ছাদের অংশ ভেঙে শরীরে পড়লে আহত হন অর্জুন। নতুন সিনেমা ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুটিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনা প্রসঙ্গে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-র অশোক দুবে সংবাদ মাধ্যমকে বলেন, ‘যে বাড়িতে শুটিং হচ্ছিল, সেটি বেশ পুরনো। বেশ কিছু দিন টানা শুটিং হওয়ায় শব্দের কম্পনে মনে হয় বাড়িটি নড়বড়ে হয়ে পড়ে। আর এতেই ঘটে বিপত্তি।’জানা যায়, শুধু অর্জুনই নন, নায়কের সঙ্গে থাকা অনেকেই এ দুর্ঘটনায় আহত হন। যেমন সিনেমাটির পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহক, সহ চিত্রগ্রাহক ও কলাকুশলীরা। তবে কারোরই চোট গুরুতর নয় বলে জানিয়েছেন অশোক দুবে।এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিনেমাটির গানের নৃত্যপরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা গানের শুটিং করছিলাম। এমন সময় ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে, পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরো ছাদ ভেঙে পড়লে সবারই আঘাত গুরুতর হত।’

নকীব খানের জন্য অনন্য আয়োজন

দেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি নকীব খান। দেখতে দেখতে সঙ্গীতজীবনের ৫০ বছর পূর্ণ করেছেন তিনি। স্বাধীনতার পরপরই জন্মস্থান চট্টগ্রাম থেকে শুরু হয় তার সঙ্গীতের যাত্রা। শুরুটা করেছিলেন বালার্ক ব্যান্ডে গায়ক, পিয়ানিস্ট ও শিল্পী হিসেবে। ১৯৭৪ সালে যোগ দেন সোলসে। এ ব্যান্ডে প্রায় ১০ বছর ছিলেন নকীব খান। বাবা মারা যাওয়ার পর চট্টগ্রাম ছেড়ে চলে আসেন ঢাকায়। ১৯৮৫ সালে গড়ে তোলেন নিজের ব্যান্ড রেনেসাঁ। সেই থেকে রেনেসাঁ নিয়েই শ্রোতাদের ভালোবাসা কুড়িয়ে যাচ্ছেন তিনি। যে যাত্রার ৫০ বছর পূর্ণ হলো এবার। এ উপলক্ষে বর্ণিল আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার (১৭ জানুয়ারি) ঢাকা উত্তর সিটির তেজগাঁওয়ে অবস্থিত ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে গানে গানে তাকে ঘিরে ভিন্ন এক গল্প, কবিতা ও গানের আসর সাজিয়েছে নূরস ইভেন্ট। ‘সেলিব্রেটিং মেলোডিয়াস ৫০ ইয়ারস অব নকীব খান’ নামে আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজনে হাজির থাকবেন নকীব খান। তিনিও গাইবেন তার জনপ্রিয় কিছু গান, শোনাবেন ক্যারিয়ারের ৫০ বছরের উল্লেখযোগ্য গল্প। এর সঙ্গে আরও থাকছে কবিতা পরিবেশনা। পরিবেশন করবেন দুই কবি সুমী নূর ও মেঘলা। নকীব খান বলেন, ‘১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত সঙ্গীতের এই যাত্রায় আমি মুগ্ধ, আনন্দিত। এই দীর্ঘ পথচলায় শ্রোতার ভালোবাসাই ছিল অনুপ্রেরণা।’ আয়োজনটি উপস্থাপনা করবেন গায়ক ও সুরকার আশফাকুল বারী রুমন। এ আয়োজনের টিকিট পাওয়া যাচ্ছে নূরস ইভেন্ট ও গেট সেট রকের ওয়েবসাইটে। টিকিটের দাম রাখা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

আইসিইউতে সাইফ আলি খান

অস্ত্রোপচারের পর আইসিইউতে নেওয়া হয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজ বাসায় দুর্বৃত্তরা হামলা চালায় সাইফের ওপর। ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তাকে। রক্তাক্ত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তবে, অস্ত্রোপচারের পর এখন শঙ্কামুক্ত তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলি খানকে। কাল শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই দিন পর বাড়িতে নেওয়া হতে পারে সাইফকে। সাইফ আলি খানের জনসংযোগ টিমের পক্ষ থেকে বৃস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিবৃতি দিয়ে জানানো হয়, সাইফ আলি খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপদমুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকরা সব সময় নজর রাখছেন। পরিবারের সব সদস্য নিরাপদে রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে এ ঘটনায় মুম্বাই পুলিশ সাইফের বাড়ির কয়েকজন কর্মীকে আটক করেছে। আনন্দবাজার বলছে, ‘আটক ব্যক্তিরা বাড়ির মেঝে পরিচর্যা করেন।’ এর আগে আরও তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন তারা। ­­তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফটম্যান ও একজন নিরাপত্তারক্ষী। ১৫ জনের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করছেন মুম্বাই পুলিশ। সাইফের খবর প্রকাশ্যে আসার পর উদ্বেগে গোটা বি-টাউন। সাইফের মতো তারকার বাড়িতে দুষ্কৃতকারীরা কীভাবে ঢুকে হামলা চালাতে পারে, সে নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। মুম্বাইয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

মন ভাল নেই পরী মণির!

বাংলাদেশী চলচ্চিত্রের গ্ল্যামারাস অভিনেত্রী পরী মণি। শুক্রবার (১৭ জানুয়ারি) কলকাকাতা মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ফেলুবক্সী’। এর মাধ্যমে টলিউডে নতুন অধ্যায় শুরু করেছেন এই নায়িকা। তবে মন ভালো না তার। যেতে পারছেন না সিনেমাটির প্রিমিয়ারে। ভিসা জটিলতায় থাকতে হচ্ছে তাকে দেশেই। এ প্রসঙ্গ পরী বলেন, ‘মনটা খুবই খারাপ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) আমার ভিসা রিজেক্ট করে দেওয়া হয়। এখন মন খারাপ করে ঘরে বসে আছি। তবে আমি যাব।’ ফেলুবক্সীতে লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরী। এ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তী। আরও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এ সিনেমার শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে। থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে।

সাইফ আলী খানকে বাড়িতে ঢুকে ছুরিকাঘাত

গুরুতর আহত হয়ে হাসপাতালে বলিউড তারকা সাইফ আলী খান। বাড়িতে ঢুকে ছুরিকাঘাত করা হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে সইফের বাড়িতে হানা দেয় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারী। ডাকাতির উদ্দেশেই এই হানা বলে প্রাথমিক ধারণা ভারতীয় পুলিশের। ওই দুষ্কৃতকারী সইফকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এরপরই জখম অভিনেতাকে ভর্তি করানো হয় মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত বিপদমুক্ত সাইফ আলী খান। এরইমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার মূল কারণ উদঘাটন করতে নেমেছে তারা।

মিউজিক নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় কাটছে ত্রিনিয়ার

যুক্তরাষ্ট্রে মিউজিক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সঙ্গীতশিল্পী ত্রিনিয়া হাসান। ইতোমধ্যে দুটি মিউজিক ভিডিওর কাজ হয়েছে। গত ২৬ ডিসেম্বর আরটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিউজিক ভিডিও ‘দোতারা বাজায়’ রিলিজ হয়েছে। আরেকটি মিউজিক ভিডিও জানুয়ারি শেষের দিকে রিলিজ হবে। ইউটিউবে ত্রিনিয়ার নিজস্ব চ্যানেল হচ্ছে ‘সং হাব’। সম্প্রতি ঢাকা সফরকালে বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে ত্রিনিয়া। কিছু অনুষ্ঠানের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, যেগুলো জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকে দর্শকরা দেখতে পাবেন। তার মধ্যে অন্যতম আরটিভির ‘এই রাত তোমার আমার’। এ ব্যাপারে ত্রিনিয়া জানান, বাংলাদেশে করা আরো একটি বিশেষ কাজের কথা উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘তুমি যেখানে আমি সেখানে’ চলচ্চিত্রের জন্য আমার গান রেকর্ড করা হয়েছে। আরো কয়েকটা চলচ্চিত্রের গান হাতে রয়েছে; যা আগামী ২০২৫ সালে দর্শকদের সামনে আসবে আশা করি। প্রচুর বিজ্ঞাপন চিত্র এবং নাটকে অভিনয়ের অফার পাওয়া সত্ত্বেও আপাতত গান ছাড়া অন্য কোন শিল্পাঙ্গনে কাজ করার পরিকল্পনা নেই সঙ্গীত শিল্পী ত্রিনিয়ার।

চিকুনগুনিয়ায় আক্রান্ত জনপ্রিয় অভিনেত্রী

দক্ষিণ ভারতের অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সময়টা যেন একেবারেই ভাল যাচ্ছে না। সংসারে বিচ্ছেদ, এরপর প্রাক্তন স্বামীর বিয়ে। এরপরই বাবাকে হারানো। বাবার শোক কাটিয়ে উঠতে উঠতেই অসুখে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। গত বছর জানা যায়, বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার খবর। এরপর অভিনয় থেকে বিরতি নিয়ে চিকিৎসা করান। বছরের শেষ দিকে তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেছেন প্রেমিকা শোভিতাকে। পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা গেছে, মশাবাহিত রোগ চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন সামান্থা। এ কারণে শরীরের প্রতিটি জয়েন্টে অর্থাৎ অস্থিসন্ধিতে ব্যথা অনুভব করছেন এই নায়িকা। সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামের স্টোরিতে রেড লাইট থেরাপি ক্লিনিকের বাইরে থেকে তোলা একটি ছবি পোস্ট করেছেন সামান্থা। সেখানে নোট হিসেবে লিখেছেন, ‘আমার জয়েন্টগুলো এখনো ঠিক হয়নি।’ এরপরই হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন রিকভারিমোড, রেডলাইটথেরাপি। এ অভিনেত্রী জানিয়েছেন, চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে একদম বিছানায় পড়ে গেছেন তিনি। টানা চিকিৎসা চলছে। অসুস্থতার জন্য শারীরিকভাবে দুর্বল হলেও মনের দিক থেকে শক্ত রয়েছেন বলেও জানিয়েছে সামান্থা।উল্লেখ্য, ‘দ্য ফ্যামিলি ম্যান-২’ সিরিজের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তী ‘পুষ্পা: দ্যা রাইজ’ সিনেমায় আইটেম গানে নেচে তুমুল জনপ্রিয়তা লাভ করেন সামান্থা। সম্প্রতি বরুণ ধাওয়ানের সঙ্গে তার অভিনীত ‘সিটাডেল: হানি বানি’ সিরিজটিও দারণ সাফল্য পেয়েছে।

মারা গেছেন নারী উদ্যোক্তা তনির স্বামী

অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রুবিয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (১৪ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ৩টা ৩ মিনিটে মারা গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তনি। বুধবার (১৫ জানিুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ শুধু এখানেই নয়, তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর মৃত্যুর সময়টি উল্লেখ করে তনি লেখেন, ‘আমাদেরকে সারাজীবনের মতো একা করে চলে গেছে। আমি পারিনি তাকে বাচিঁয়ে রাখতে।’ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তনির স্বামী। যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা। কিন্তু শেষ রক্ষা হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী। যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিয়েছেন তিনি। শাহাদাৎ হোসাইন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি।

‘আশিকি থ্রি’-তে থাকছেন না তৃপ্তি, কারণ জানালেন পরিচালক

খোলামেলা দৃশ্যে অভিনয় করায় পর্দায় সারল্য হারিয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এ কারণেই ‘আশিকি থ্রি’ থেকে বাদ পড়েছেন তিনি। এমন খবর যখন অন্তর্জালে ছড়িয়ে পড়েছে তখনই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নির্মাতা অনুরাগ বসু। সংবাদ টাইমস অব ইন্ডিয়ার। আনুষ্ঠানিক ঘোষণার সময় থেকেই আলোচনার কেন্দ্রে ‘আশিকি থ্রি’। এরইমধ্যে দর্শক আগ্রহের কেন্দ্রে রয়েছে এ সিনেমার নায়িকা চরিত্রে কে অভিনয় করছেন তা জানার।এ প্রসঙ্গে সরাসরি অনুরাগ কিছু না বললেও সংবাদ মাধ্যমে তিনি বলেন, ‘আশিকি থ্রি’ সিনেমায় থাকছেন না তৃপ্তি। তবে তিনি কেন থাকছেন না তা আমি কখনও ব্যাখ্যা করিনি।’অনুরাগ আরও বলেন, ‘ছড়িয়ে পড়া খবর আমি পড়েছি। যা সত্য নয়। তৃপ্তিও এ বিষয়ে বিস্তারিত জানেন। আমি বলব, তৃপ্তিকে বাদ দেয়া হয়েছে। কারণ, সিনেমায় অভিনীত চরিত্রটির জন্য তিনি মানানসই ছিলেন না।’এদিকে অন্তর্জালে গুঞ্জন উঠেছে, অ্যানিমেলে সাহসী দৃশ্যে অভনয় করার কারণেই ‘আশিকি থ্রি’ সিনেমায় সারল্য ভরা চরিত্রে অভিনয়ের জন্য সুযোগ হারিয়েছেন অভিনেত্রী।জানা গেছে, চলতি জানুয়ারির শেষ দিকে অথবা আগামী ফেব্রুয়ারির শুরুতে শুটিং শুরু করবেন অনুরাগ বসু। তাই, ‘আশিকি থ্রি’ সিনেমার নায়িকা চরিত্রে অভিনয়ের জন্য পারফেক্ট একজনকে খুঁজছেন নির্মাতা।

মিথিলার সাথে দূরত্ব! ঋতাভরীর সাথে ছবি দিয়ে যা বললেন সৃজিত

কলকতা তথা টালিউড ইন্ডাস্ট্রির খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জী। প্রায় চার বছর আগে ভালবেসে এপার বাংলার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন তিনি। তারপর একমাত্র মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় থিতু হন অভিনেত্রী। তবে সেসব এখন অতীত। এখন খুব একটা নির্মাতার সঙ্গে দেখা যায় না তাকে। এখন এক ছাদের নিচে থাকেন কিনা সৃজিত-মিথিলা, এ নিয়েও নানা চর্চা রয়েছে। এমনকি তাদের দাম্পত্য নিয়েও নানা গুঞ্জন দেখা যায়। শোনা যায় বিচ্ছেদ চর্চাও। আর এসবই শুধু গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তারা। কিন্তু এবার সৃজিতের সাম্প্রতিক এক পোস্ট ইঙ্গিত দিল ভিন্ন কিছুর। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, টালিউডের অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন সৃজিত। সেখানে ক্যাপশনে লিখেছেন, ‘জমা-খরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো।’ এদিকে, এক সময় অভিনেত্রী ঋতাভরীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল সৃজিতের। যা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। আবার ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও নির্মাতার উপস্থিতি ছিল উজ্জ্বল। দুইজনের কেক খাওয়ানো থেকে শুরু করে একসঙ্গে ছবি তোলা, কিছুই বাদ যায়নি। এ অবস্থায় হঠাৎ ঋতাভরীর সঙ্গে সৃজিতের সেলফি এবং এমন ক্যাপশন ফের রহস্যের সৃষ্টি করেছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা বলছেন, ‘এসবের কারণেই নাকি মিথিলার সঙ্গে দূরত্ব বেড়েছে।’ তবে ঠিক কেন বা কোন কারণে ঋতাভরীর সঙ্গে সৃজিতের সেলফি এবং মিথিলার সঙ্গে সত্যিই দূরত্ব হয়েছে কিনা- এ নিয়ে এবার তাদের কারোরই মন্তব্য দেখা যায়নি।

নিউইয়র্কে ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৮ জানুয়ারি

বহিবিশ্বের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে আগামী ১৮ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্স থিয়েটার অডিটরিয়ামে ওই দিন সন্ধ্যা ছয়টা থেকে শুরু হবে এবারের আসর। ২৩ বারের মত এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসছেন ছোট পর্দা ও সিনেমার এক ঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী। অনুষ্ঠানে থাকবেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব, পলাশ, অভিনেত্রী সাফা কবির, সাবিলা নূর, স্পর্শিয়া, লামিয়া লাম, খল অভিনেতা মিশা সওদাগর, অমিত হাসান, নায়ক ইমন, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষস্থানীয় অভিনেত্রী শবনম বুবলি, প্রিয়দর্শিনী মৌসুমী, তরুণ প্রজন্মের হার্ট থ্রব অভিনেত্রী দিঘী, গায়ক সেলিম চৌধুরী, প্রতিক হাসান, বিন্দুকনা, রানো নেওয়াজ, লালন কন্যা লায়লা, অংকন, জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেরজান। অনুষ্ঠানে সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত থাকবেন।

চট্টগ্রাম জেলা কালচারাল অফিসার লিটনকে বিদায়ী সম্মাননা ও প্রীতি উপহার

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার লিটনের বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক পদে যোগদান উপলক্ষে চট্টগ্রামের সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে কৃতজ্ঞতাভিনন্দন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সংস্কৃতিকর্মীদের উদ্যোগে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম সভাপতি নাট্যজন খালেদ হেলাল। ফোরামের সাধারণ সম্পাদক নাট্যজন মুহম্মদ শাহ্‌ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অভ্যুদয় সঙ্গীত অঙ্গন ও রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। এরপর মোসলেম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়, তার হাতে তুলে দেয়া হয় কৃতজ্ঞতাস্বরূপ সম্মাননা স্মারক ও প্রীতি উপহার। অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যজন ম সাইফুল আলম চৌধুরী, অলক ঘোষ পিন্টু, আকবর রেজা, আহমেদ ইকবাল হায়দার, শিশির দত্ত ও সনজীব বড়ুয়া, সম্মিলিত আবৃত্তি পরিষদের মিশফাক রাসেল ও সেলিম রেজা সাগর, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার দীপেন চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের প্রণব চৌধুরী ও ফারুক তাহের, নৃত্য-শিল্পী সংসদের শুভ্রা সেনগুপ্ত, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনির্বাণ ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি নাট্যদলের শামসুল কবির লিটন, চবির নাট্যকলা বিভাগের শিক্ষক অসীম দাশ, নাট্যজন শুভ্রা বিশ্বাস, কুন্তল বড়ুয়া, সুচরিত দাশ খোকন ও সুচরিত চৌধুরী টিংকু। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘শিল্পের সঙ্গে লিটনের সখ্যতা আজীবন থাকবে। সংস্কৃতির ক্ষেত্রে কারিগরী ব্যাপারে অনেক শূন্যস্থান পূরণ করেছেন। সংস্কৃতির একজন অপরিহার্য ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার সৃজনশীল ব্যক্তি হিসেবে যে কাজ করেছেন, তা অতুলনীয়। সংস্কৃতির যে ঐক্যের মেলবন্ধন গড়ে তুলেছিলেন তা এগিয়ে নিতে হবে। নাটকের মানুষ হলেও মোসলেম উদ্দিন সিকদার শিল্পের প্রতিটি শাখায় তার অবদান রয়েছে। আলোক শিল্পী, নাট্য-নির্দেশক, অভিনেতা। শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে লিটন বলেন, ‘সবার সার্বিক সহযোগিতায় আমার দুর্গম পথ পাড়ি দিয়েছি। এখানে কাজ করা অনেক কঠিন। সেক্ষেত্র সবার সহযোগিতা পেয়েছি। আমার শিল্পের পথচলা এই চট্টগ্রামে। শিল্পের জগতে আমার যাকিছু অর্জন এই চট্টগ্রামে। আমি অফিসিয়ালি ঢাকা যাচ্ছি কিন্তু আমি চট্টগ্রামের মানুষ।’ আয়োজনে সহযোগিতায় ছিল চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, সম্মিলিত আবৃত্তি পরিষদ চট্টগ্রাম, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম নৃত্য শিল্পী সংসদ, চট্টগ্রাম নজরুল শিল্পী সংস্থা, চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থা ও জাতীয় রবীন্দ্রসংগীত পরিষদ চট্টগ্রাম অঞ্চল।

সিনেমার মতো স্মৃতিশক্তি হারিয়েছিলেন কাজল, কীভাবে ফিরে পান?

সিনেমায় নায়ক-নায়িকাকে স্মৃতি হারাতে দেখা যায়। বাস্তবে তা বিরল হলেও সিনেমার মতো স্মৃতিশক্তি বলিউড তারকা কাজলও হারিয়েছিলেন। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিষয়টি। 'কুছ কুছ হোতা হ্যায়' ছবিতে শুটিংয়ের সময় স্মৃতিশক্তি হারিয়ে যায় কাজলের। ছবির একটি গানের শুটিং চলছিল। শাহরুখ খানের সঙ্গে বাইসাইকেল চালানোর একটি দৃশ্যে অভিনয় করছিলেন কাজল। হঠাৎ সাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান নায়িকা। কিছুক্ষণের জন্য হারিয়ে যায় তার স্মৃতিশক্তি। অবস্থা বেগতিক দেখে অজয় দেবগনকে ফোন করেন ছবির পরিচালক করণ জোহর। স্বামীর সঙ্গে কথা বলার পর স্মৃতি ফিরে আসে কাজলের। 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমাটি তুমুল জনপ্রিয়তা অর্জন করে মুক্তির পর। কাজল-শাহরুখের রসায়ন চোখে ও মনে লেগে আছে আজও অনেকের। এ জুটিকে শেষ দেখা যায় দিলওয়ালে সিনেমায়। ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। পরিচালক ছিলেন রোহিত শেঠি।