
খোলামেলা ভিডিওতে উত্তাপ ছড়ালেন এনা
অল্প বয়সেই অভিনয়ে হাতেখড়ি এনা সাহার। টলিপাড়ায় সাহসী অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই তার বোল্ড অবতারের ছবি চোখে পড়বে। সেই ছবি ও ভিডিও রীতিমত পুরুষ হৃদয়ে ঝড় তোলে। সম্প্রতি সেরকমই এক ভিডিও পোস্ট করেছেন এনা। যা দেখে নেটিজনেরাও বিভিন্ন মন্তব্যে মেতেছেন। এনা যে ভিডিও পোস্ট করেছেন, সেখানে তাকে লাল রঙের ব্রা প্যান্টিতে দেখা যাচ্ছে। ওপরে তিনি সাদা রঙের শার্ট পরেছেন যার অর্ধেক বোতামই খোলা। এনার আবেদনময়ী সেই লুক দেখে চোখ ফেরানো মুশকিল ভক্তদের। কেউ লিখেছেন, শীতেও খোলামেলা পোষাক থেকে বিরত থাকছেন না এনা। কারো মন্তব্য, অভিনেত্রীর কি শীত লাগছে না? কেউ আবার তার উত্তাপ ছড়ানো পোশাকেরও সমালোচনায় মেতেছেন। বরাবরই নিজের সাহসী ছবি ও ভিডিও পোস্ট করতে পিছপা হননি এনা। কখনও বিকিনি আবার কখনও খোলামেলা পোশাকে ঘায়েল করছেন সকলকে। এর জন্য একাধিকবার ট্রোলও হতে হয়েছে নায়িকাকে। যদিও সেসবে পাত্তা দেন না অভিনেত্রী। দর্শকমহলে এনার অভিনয়ও বেশ প্রশংসিত। অভিনেত্রীর পাশাপাশি এনা খুব অল্প বয়সেই প্রযোজকের আসনে বসেছেন। তার প্রযোজিত দুটি ছবি ‘চিনে বাদাম’, ‘এসওএস কলকাতা’। এছাড়াও ‘রাত ভোর বৃষ্টি’, ‘বউ কথা কউ’, ‘বন্ধন’-এর মত একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন এনা। ওজন বেড়ে যাওয়ার কারণে প্রায়ই ট্রোলের মুখে পড়তে হয় এনাকে। তাই, ওজন কমাতে কঠিন পরিশ্রমও করছেন অভিনেত্রী। আপাতত বেশ কিছু দিন হল অভিনয় জগত থেকে বিরতি নিয়েছেন। তবে এখন তিনি আবার অভিনয়ে ফেরার জন্য মুখিয়ে রয়েছে। নিজের ওজন সে কারণেই কমিয়েছেন।

মারা গেছেন নির্মাতা রায়হান রাফির পিতা
চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির পিতা মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী তমা মির্জা। রায়হান রাফিকে ট্যাগ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। রাত ২টা ৩৪ মিনিটে আংকেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। আংকেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে।’ শেষে তিনি লিখেছেন, ‘আন্টির জন্য, রাফীর জন্য, আপুদের জন্য- গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মত মানুষটাকে আল্লাহ তার কাছে ভাল রাখবেন, ইনশাআল্লাহ। ’ রায়হান রাফির বাবাকে সিলেটে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন রাফির বন্ধু সোহাগ। তিনি বলেন, ‘বার্ধক্যের কারণে দীর্ঘ দিন ধরেই নানা রোগে ভুগছিলেন আঙ্কেল। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপের হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।’ উল্লেখ্য, রায়হান রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র হল ‘পোড়ামন ২’। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এ চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীসহ মোট চারটি মেরিল প্রথম আলো পুরস্কার পায়।’

এমন দিন প্রীতির ভাবনাতেও ছিল না
যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের প্রাণকেন্দ্র লস অ্যাঞ্জেলেস শহরের ছড়িয়ে পড়া দাবানলের আগুনের গ্রাস থেকে ‘নিরাপদে’ থাকার খবর দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। চোখের সামনে এমন দিন দেখতে হবে, সেটি তার দূরতম ভাবনাতেও ছিল না বলে ভাষ্য এই অভিনেত্রীর। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নাগরিক জিন গুডএনাফকে বিয়ে করেন প্রীতি। এরপর থেকে ব্যবসায়ী স্বামী ও যমজ সন্তান নিয়ে লস অ্যাঞ্জেলেসে থিতু হয়েছেন তিনি। আগুনে হলিউডের বহু তারকার বাড়িঘর পুড়ে ছাই হয়েছে। অনেকে নিরাপত্তার স্বার্থে পরিবার নিয়ে অন্যত্র চলে চলেছে। এই পরিস্থিতিতে নিজের পরিবারের বর্তমান অবস্থা জানাতে এক্সে বার্তা দিয়েছেন প্রীতি। দাবানলের ধ্বংসযজ্ঞ দেখে ‘মর্মাহত’ প্রীতি লিখেছেন, ‘কখনো ভাবিনি জীবদ্দশায় এমন দিন দেখতে হবে, যেখানে লস অ্যাঞ্জেলেসে আমাদের আশেপাশের এলাকা আগুনে ভস্মীভূত হবে। বন্ধুবান্ধব ও তাদের পরিবারকে ঘর ছাড়া হতে হবে। সবাইকে এমন সতর্কতায় রাখা হবে। ধোঁয়ায় ঢাকা আকাশ থেকে বরফের মত ছাই ঝরছে এবং আমরা এটা নিয়ে বেশি আতঙ্কিত যে, বাতাস না থামলে আর কী কী ঘটতে পারে।’ নিজের পরিবার নিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে, এখন পর্যন্ত আমরা নিরাপদ আছি। যারা বাস্তুচ্যুত হয়ে সব হারিয়েছেন, তাদের জন্য আমি প্রার্থনা করছি, তারা যেন ক্ষতি কাটিয়ে উঠতে পারেন। আশা করি, শিগগিরই বাতাসের বেগ কমে আসবে ও আগুন নিয়ন্ত্রণে আসবে।’ দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করা দমকলকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রীতি। প্রীতির এই পোস্ট পড়ে তার অনুরাগীরা অভিনেত্রী ও তার পরিবারের জন্য নিরাপত্তা কামনা করেছেন। লস অ্যাঞ্জেলেস শহরের বড় দুইটি দাবানলের প্রান্তগুলো নিয়ন্ত্রণে রাখতে দমকলকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গেল মঙ্গলবার (৭ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানলে রোববার (১২ জানুয়ারি) পর্যন্ত পুড়েছে লস অ্যাঞ্জেলেসের হাজার হাজার একর এলাকা। এসব দাবানলে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। হাজার হাজার ঘরবাড়ি, স্থাপনা ধ্বংস হওয়ার পাশাপাশি এই দুর্যোগের কারণে এক লাখ মানুষ এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। ক্যালিফোর্নিয়া রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, ‘এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগ হয়ে উঠতে পারে।’ দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে আল্টাডিনা, সিলমার ও প্যাসিফিক প্যালিসেডস। আর এই এলাগুলোতেই বসবাস করেন হলিউডের বহু তারকা। অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটন, ম্যান্ডি মুর, অ্যাড্রিয়েন ব্রডি, বেন অ্যাফ্লেক ও অস্কারের প্রাক্তন সঞ্চালক বিলি ক্রিস্টালসহ বহু অভিনেতা-অভিনেত্রী এবং সঙ্গীতশিল্পীকে প্রাণে বাঁচতে এক কাপড়ে বাড়ি ছাড়তে হয়েছে। স্থগিত হয়েছে চলতি বছরের অস্কার মনোনয়ন ঘোষণা, ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডসহ আরো কিছু পুরস্কার অনুষ্ঠানও। পেছাতে পারে সঙ্গীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৭তম গ্র্যামি আওয়ার্ড অনুষ্ঠান। এ ছাড়া, চলতি সপ্তাহের প্রায় সব সিনেমার প্রিমিয়ার বাতিল করা হয়েছে।

সর্বোচ্চ ভোটে বিজয়ী শিবা শানু
চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন- ২০২৪ এ সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত হয়েছেন খল অভিনেতা শিবা শানু। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে চলে ভোট উৎসব। এতে ২৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন শিবা। প্রেসিডেন্ট পদে দেলোয়ার জাহান জন্টুকে হারিয়ে ২৩৯ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হন এম নজরুল ইসলাম চৌধুরী। অপর সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ৫৭ ভোট। এবারের নির্বাচনে জাহান ঝন্টু-জসিম উদ্দিন পরিষদে একটি প্যানেল এবং এম নজরুল ইসলাম চৌধুরী-অপূর্ব রায় প্যানেলে একটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে।

বিয়ে করেছেন পড়শী, পাত্র কে?
রিয়েলিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শী। এরপর থেকে জনপ্রিয় গানের মাধ্যমে বেশ পরিচিত হয়ে উঠেছেন এই গায়িকা। ১৬ বছর ধরে গানের অঙ্গনে তার বিচরণ। এবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের কাজটি সেরে নিয়েছেন পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের কেউই খবর প্রকাশ্যে আনতে চাইছেন না।সম্প্রতি ইমরান মাহমুদুল ও পড়শীর নতুন দ্বৈত গান প্রকাশ পেয়েছে। এ গানের শিরোনাম ‘কথা একটাই’। গানের সাফল্যের পর গত ২৬ ডিসেম্বর পড়শী তার ফেসবুকে লিখেছেন, ‘৫০ লাখ ভিউ মাত্র ১৫ দিনে। ধন্যবাদ, “কথা একটাই” গানটিকে এভাবে ভালোবাসার জন্য।’

হলিউডে দাবানল: ক্ষতিগ্রস্তদের জন্য ডিজনির ১৮৩ কোটি টাকা অনুদান ঘোষণা
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে আগুনে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী। ইতোমধ্যে দাবানলে ক্ষতিগ্রস্ত এসব মানুষের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিস। এবার বড় অঙ্কের অনুদানের ঘোষণা দিল প্রভাবশালী স্টুডিও ডিজনি। মার্কিন গণমাধ্যম দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ জানুয়ারি ১৫ মিলিয়ন ডলার বা ১৮৩ কোটি টাকা অনুদানের ঘোষণা দিয়েছে ডিজনি। লস অ্যাঞ্জেলেস ফায়ার বিভাগের ফাউন্ডেশন, লস অ্যাঞ্জেলেস আঞ্চলিক ফুড ব্যাংকসহ অন্যান্য সংস্থায় যাবে ডিজনির এই অনুদান। ডিজনির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির সব কর্মচারী দুর্ভাগ্যজনক এ ঘটনার প্রভাব কাটিয়ে উঠতে একসঙ্গে কাজ করবে। গণমাধ্যম সূত্রটি আরও জানায়, দাবানলের এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ ডলার অনুদানের ঘোষণ দিয়েছে আরেকটি প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট গ্লোবালও। সংস্থাটি জানিয়েছে, দাবানলের ঘটনায় ভীষণভাবে মর্মাহত তারা। এ ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি প্রতিষ্ঠানটির পূর্ণ সমবেদনা আছে। সবাই মিলে একসঙ্গে কাজ করলে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব বলেও বিবৃতিতে উল্লেখ করে প্যারামাউন্ট গ্লোবাল।

শুরু হল ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এমন স্লোগান নিয়ে পর্দা উঠছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। শনিবার (১১ জানুয়ারি) থেকে শুরু হয়েছে এই উৎসব। চলতি বছর উৎসবে ৯টি বিভাগে দেখানো ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র। ঢাকায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে শনিবার বিকাল চারটায় হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। উদ্বোধনী আসরে পারফর্ম করেবে ব্যান্ড জলের গান। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে চীনের চিউ ঝ্যাং নির্মিত ‘মুন ম্যান’। এ ছাড়া, বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনীর উদ্বোধনও হবে। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। গেল কয়েক বছরের মত এবারের উৎসবে রয়েছে মাস্টারক্লাস ও উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স। এ ছাড়া, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকবে বিশেষ চলচ্চিত্র ও চিত্রকর্ম প্রদর্শনী। এবার উৎসবের সিনেমা প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন, নর্থসাউথ ইউনিভার্সিটি অডিটরিয়াম ও গ্রিন ইউনিভার্সিটি অডিটরিয়ামে। শনিবার (৯ জানুয়ারি) সংবাদ সম্মেলন করে আয়োজক প্রতিষ্ঠান রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্রের অনুরূপ ধারাকে বলিষ্ঠ করেছে। সারা বিশ্বের প্রখ্যাত নির্মাতাদের সব নতুন সিনেমা দর্শকদের উপহার দেওয়াই এই আন্তর্জাতিক উৎসবের মূল উদ্দেশ্য।’আগামী ১৯ জানুয়ারি পর্দা নামবে ৯ দিনব্যাপী এ উৎসবের। এ দিন প্রধান অতিথি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’।

হাসপাতালে ভর্তি অভিনেতা টিকু তালসানিয়া, অবস্থা সঙ্কটজনক
হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা টিকু তালসানিয়া। তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হন টিকু। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৭০ বছর বয়সি অভিনেতার অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানা গেছে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। থিয়েটারের মাধ্যমে অভিনয় জগতে আসেন টিকু। এরপর একে একে ছোট পর্দা ও পরবর্তী বড় পর্দাতেও তার অভিনয়ের দক্ষতায় জনপ্রিয় হয়ে ওঠেন। ১৯৮৪ সালে প্রথম ধারাবাহিক ‘ইয়ে জো হ্যায় জ়িন্দেগি’তে অভিনয় করেন তিনি। এরপর ১৯৮৬ সালে রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে পড় পর্গদায় অভিনয়ে আসেন টিকু। ওই বছরেই আরও দুটি ছবিতে কাজ করেছিলেন তিনি। কমেডি চরিত্রের অভিনেতা হিসাবে টিকুর ঝুলিতে রয়েছে ‘দিল হ্যায় কি মানতা নেহি’, ‘উমর ৫৫ কি দিল বচপন কা’, ‘বোল রাধা বোল’, ‘মিস্টার বেচারা’সহ আরও অনেক ছবি। এছাড়া, দীর্ঘ কেরিয়ারে ‘ইশক’, ‘কুলি নম্বর ১’, জোড়ি নাম্বার ১, ‘দেবদাস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’, ‘বিরাসত’র মতে হিট ছবিতেও দর্শকের মনে জায়গা করেছেন তিনি। তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম ‘গোলমাল হ্যায় ভাই সব গোলমাল হ্যায়’, ‘বাকি হ্যায় মেরে ঘোস্ট’। ২০২৪ সালে টিকুকে শেষ বার ‘ভিকি বিদ্যা কা উহওয়ালা ভিডিও’তে পর্দায় দেখা গিয়েছিল। ছবিতে ছিলেন তৃপ্তি দিমরি ও রাজকুমার রাও। দুই ছেলেমেয়েকে নিয়ে সংসার প্রবীণ অভিনেতার। তার মেয়ে শিখা তালসানিয়াও ইতোমধ্যে অভিনয় জগতে পা রেখেছেন।

পর্দা উঠল ওটিডিএমসির ২৫ বছর পূর্তির প্রারম্ভিক আয়োজন
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) পর্দা উঠল বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিক ওড়িশী বিদ্যায়তন ওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার চট্টগ্রামের ২৫ বছর পূর্তির প্রারম্ভিক আয়োজনের। তিন শতাধিকেরও বেশি শিক্ষার্থী ‘তোমারও অসীমে প্রাণমন লয়ে’ ও ‘নব নব রূপে এসো প্রাণে’ শীর্ষক শিরোনাম অনুষ্ঠানে অংশ নেন। এবারের আয়োজন উৎসর্গ করা হয় প্রতিষ্ঠানের মূখ্য উপদেষ্টা, উপমহাদেশের প্রখ্যাত ওড়িশী নৃত্যগুরু, প্রমা অবন্তীর নৃত্যগুরু সদ্য প্রয়াত গুরু পৌষালী মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে। ২২ ডিসম্বের তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন অনুবাদক ও সাহিত্যিক আলম খোরশেদ, শিক্ষাবিদ রীতা দস্তিদার, নৃত্যশিল্পী ও নৃত্যগুরু মানসী দাশ তালুকদার, নাট্যকার ও নির্দেশক সনজীব বড়ুয়া। অতিথিরা বলেন, ‘বাংলাদেশে ওড়িশী নৃত্যের প্রচার ও প্রসারে এই প্রতিষ্ঠানটি যেভাবে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে, তা নি:সন্দেহে প্রশংসার। শুধু তাই নয়, জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাক্ষর রেখে চলেছে এই প্রতিষ্ঠানটির সব প্রযোজনা।’ অনুষ্ঠানে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় প্রমা অবন্তীর প্রথম নৃত্যশিক্ষা গুরু সীমা মুৎসুদ্দিকে। অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন সনজীব বড়ুয়া ও সঞ্চালনায় ছিলেন কঙ্কন দাশ। নৃত্যানুষ্ঠান পরিকল্পনা ও নৃত্য নির্মিতিতে ছিলেন প্রমা অবন্তী। অনুষ্ঠান প্রযোজনা ও পরিচালনায় ছিলেন নিবিড় দাশ গুপ্তা, তূষি শর্মা, রিয়া বড়ুয়া, আফসানা ইকবাল হিয়া, ময়ূখ সরকার, দিয়া দাশ গুপ্তা ও অর্জিতা সেন চৌধুরী। প্রযোজনা অধিকর্তা ছিলেন নাট্যজন কুন্তল বড়ুয়া। আলোক পরিকল্পনায় ছিলেন আসিফ ইবনে ইউসুফ। আবহ প্রক্ষেপণে ছিলেন সাথী চক্রবর্তী ও সুমেধ বড়ুয়া।ভিডিও সম্পাদনায় ছিলেন অভ্র বড়ুয়া, ময়ূখ সরকার, সুমেধ বড়ুয়া ও আদিত্য বর্ধন মুগ্ধ। সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। মিলনায়তন ভর্তি দর্শক শিল্পীদের প্রশংসা করেন।

দাবানল থেকে প্রাণে বেঁচে ফিরে যা বলেন নোরা ফাতেহি
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হঠাৎ দাবানলে পুড়ছে প্যাসিফিক প্যালিসেডস এলাকার শতাধিক বাড়িঘর। বিধ্বংসী এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় হাজারও মানুষ। এই আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। এ তালিকায় রয়েছেন— প্যারিস হিলটন, বিলি ক্রিস্টাল, ম্যান্ডি মুর, জেমি লি প্রমুখ। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপিনিউজ এ খবর প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, দাবানলের আগুনে ১ হাজারের বেশি বাড়ি পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এমনকি কয়েকজনের নিহতের খবরও জানা গেছে। এদিকে, লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের মধ্যে আটকা পড়েছিলেন বলিউড সুন্দরী নোরা ফাতেহি। কয়েক মুহূর্তের নোটিশে তাকে জায়গা খালি করতে হয়েছে দাবানলের হাত থেকে প্রাণে বাঁচতে! শেষমেশ অক্ষত দাবানলের হাত রক্ষা পেয়েছেন বলিউডের আইটেম গার্ল। বেঁচে ফিরলেও আতঙ্ক কাটেনি নোরার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করে তার কষ্টের কথা জানান নোরা। নিজের সুস্থতা সম্পর্কে ভক্তদের আপডেট জানিয়ে নোরা বলেন,আমি লস অ্যাঞ্জেলসে আছি এবং দাবানলে সব পুড়ছে। আমি কখনও এমন কিছু দেখিনি, পাগলের মত পরিস্থিতি। আমরা মাত্র ৫ মিনিট আগে এই জায়গা খালি করার আদেশ পেয়েছি। তাই আমি তাড়াতাড়ি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং আমি এখান থেকে, এই এলাকা থেকে সরে যাচ্ছি। অভিনেত্রী আরও যোগ করেন যে তিনি বিমানবন্দরের কাছাকাছি থাকার পরিকল্পনা করছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব বিমান ধরে লজ অ্যাঞ্জেলস থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। নোরা বলল, আমি বিমানবন্দরের কাছাকাছি যাচ্ছি এবং সেখানেই থাকব, কারণ আজ আমার একটি ফ্লাইট আছে এবং আমি সত্যিই আশা করি আমি এটি ধরতে পারব। আমি আশা করি এটি বাতিল হবে না কারণ পরিস্থিতি ভীতিজনক। এমন অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আমি আপনাদের আপডেট দিতে থাকব। আশা করছি সময়মতো বের হতে পারব। এবং আমি সত্যিই আশা করি লস অ্যাঞ্জেলেসের লোকেরা নিরাপদে থাকবে। এর আগে নোরা গাড়ির অন্দর থেকে আগুনের একটি ছোট্ট ভিডিও শেয়ার করেছিলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেন, এলএ ফায়ারের লেলিহান শিখা… আশা করি সবাই ভালো আছেন।

'আটক হবো কেন, কোনো অপরাধ করিনি'
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তবে পুলিশ হেফাজতে কাটানোর বিষয়টি গণমাধ্যমের কাছে অস্বীকার করেছেন নিপুণ। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি বনানীর বাসায় আছি। এই খবর ভুয়া।এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। ফালতু সব বিষয়।’ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে পুলিশ। সেই সঙ্গে তার লন্ডনযাত্রাও বাতিল করা হয়। জিজ্ঞাসাবাদের পর নিপুণকে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে বিমানবন্দর থানার ওসি বলেন, চিত্রনায়িকা নিপুণকে লন্ডন যাওয়ার সময় আটক করেছিল ইমিগ্রেশন পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা না থাকায় শুধু জিজ্ঞাসাবাদ করেই ছাড়া হয় অভিনেত্রীকে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই লাপাত্তা আওয়ামী লীগের নেতাকর্মীরা।এর পর থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় নিপুণকেও আর মিডিয়ার সামনে আসতে দেখা যায়নি। অনেকেই বলছিলেন, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন।

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী নিপুণকে
জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ আক্তারকে। লন্ডন যাওয়ার সময় শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছিল। জানা যায়, গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ। বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে দলটির সব নেতা পালিয়ে যান। কেউ কেউ বিদেশ পাড়ি জমালেও অনেকে দেশেই আত্মগোপনে থাকেন। হাসিনা সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকারা তোপের মুখে পড়েন। ছাত্র-জনতার পক্ষে না থাকায় তাদের অনেকের বিপক্ষে জনরোষ তৈরি হয়। এমন অবস্থায় গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে চিত্রনায়িকা নিপুণ আক্তারও ছিলেন। নিপুণ আক্তার দেশে ছিলেন নাকি লন্ডনে পাড়ি জমিয়েছেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। আগেই গুঞ্জন উঠেছিল লন্ডনে পাড়ি জমিয়েছেন তিনি। তবে গত অক্টোবরের শেষ দিকে গণমাধ্যমে খবর প্রকাশ হয় দেশেই আত্মগোপনে আছেন নিপুণ আক্তার। তবে সিলেট বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়ার পর নিশ্চিত হওয়া গেল নিপুণ দেশেই ছিলেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হয়ে আলোচিত হন এই অভিনেত্রী। বিশেষ করে সমিতির নির্বাচনে পরাজিত হয়ে মামলা করে চেয়ারে বসে হন বিতর্কিত। এফডিসিকেন্দ্রিক একটি শক্তির প্রকাশ করেন নিপুণ। এ সময় আওয়ামী লীগের প্রভাবশালী রাজনৈতিক নেতার সহযোগিতা নেন তিনি। আওয়ামী সরকারের পতনের পর বিষয়টি প্রকাশ্যে আসতে থাকে।

৭৫ দেশের ২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে। এ বছর উৎসবে দেখানো হবে ৭৫ দেশের ২২০টি সিনেমা। থাকছে জুলাই অভ্যুত্থান নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমাও। শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। উৎসব শেষ হবে ১৯ জানুয়ারি। উৎসবে ৭৫ দেশের পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ বেশ কয়েকটি মিলনায়তনে। দর্শকেরা বিনামূল্যে দেশি-বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে চলচ্চিত্রগুলো দেখানো হবে। উদ্বোধনী আয়োজনে সংগীত পরিবেশন করবে জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে নির্মাতা চিউ ঝ্যাংয়ের ছবি ‘মুন ম্যান’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, উৎসব কমিটির নির্বাহী সদস্য জালাল আহমেদ। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটি আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী।

বিমানবন্দরে আটকে দেওয়া হলো অভিনেত্রী নিপুণকে
গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সময় অভিনেত্রী নিপুণ আক্তারকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে যাওয়ার সময় তার পাসপোর্ট অফলোড করে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী বিমানবন্দরে দায়িত্বরত এক গোয়েন্দা কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার আপত্তির প্রেক্ষিতে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে সিলেট থেকে লন্ডন গমনকালে ইমিগ্রেশন পুলিশ চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ইমিগ্রেশন কর্তৃক অফলোড করে ফেরত পাঠানো হয়। তাকে এখন পর্যন্ত আটক কিংবা গ্রেপ্তার করা হয়নি।

বলিউডের যার সাথে বিয়ের পিঁড়িতে বসছেন ঋতাভরী
কলকাতার অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী প্রেমের গুঞ্জনে তুঙ্গে ছিলেন। নয়া বছর প্রেম থেকে বিয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। দীর্ঘ দিনের প্রেমিক বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। সুমিত অরোরার সঙ্গে একাধিক ছবি প্রকাশ্যে এনেছেন ঋতাভরী। বলিউডের অন্দরে পাকাপাকিভাবে নাম লেখাতে চলেছেন অভিনেত্রী। তবে ঋতাভরী এর আগে বলিউডে চলচ্চিত্রও করেছেন। এবার বড়দিনে ঋতাভরী টালিপাড়ার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাপ করিয়ে দেন মনের মানুষকে। সূত্রের খবর, চলতি বছরে ডিসেম্বরে থাইল্যান্ডে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর পরিকল্পনা অভিনেত্রীর। জানা গেছে, বাঙালি ও পাঞ্জাবি রীতি অনুসারে বিয়ে করবেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হবে ঘরোয়াভাবে। তবে প্রীতিভোজ জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সুমিত অরোরা শাহরুখ খানের ‘জাওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক। এ ছাড়া, সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সংলাপও লিখেছেন তিনি।২০২৩ সাল থেকে এই লেখকের প্রায় সব ছবিতেই ধারাবাহিকভাবে মন্তব্য করেছেন অভিনেত্রী। সেখানেই লেখককে কখনও ‘বেবি’ বলে সম্বোধন করেছেন, কখনও লিখেছেন, ‘তুমি আমার হিরো’।

খালেদা-তারেকের ছবি ফেসবুকে পোস্ট অরুনার, তোপের মুখে ডিলিট!
বাংলাদেশী চলচ্চিত্রের এক সময়ের চিত্রনায়িকা অরুণা বিশ্বাস। জনপ্রিয় হলেও ব্যাপক সমালোচনার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন। তিনি শিক্ষার্থীদের ওপরে ‘গরম জল’ ঢেলে দেয়ার পরামর্শ দিয়ে চরম সমালোচনার মুখে পড়েন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে তার কর্মকাণ্ডের চিত্র ফাঁস হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আওয়ামী লীগের সমর্থক হিসেবে অভিনয়শিল্পীদের একাংশ গোপনে ছক কষছিলেন কীভাবে ছাত্রদের আন্দোলন দমানো যায়। যেখানে অন্যতম সহযোগী ছিলেন অরুণা বিশ্বাস। সেই ঘটনার কয়েক মাসের ব্যবধানে ফের ফেসবুকে বিতর্কের মুখে পড়লেন এই অভিনেত্রী। সম্প্রতি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা। দীর্ঘ সাড়ে ৭ বছর পর ছেলেকে কাছে পেয়েই জড়িয়ে ধরে আদর করেন হুইলচেয়ারে থাকা খালেদা জিয়া। সেই দৃশ্য ধারণকৃত ছবি অনেকেই মা-ছেলের এই দীর্ঘ প্রতিক্ষীত মিলন নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। যাদেরই একজন ‘আলো আসবেই’ গ্রুপের অরুণা বিশ্বাস। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টায় খালেদা জিয়া ও তারেক রহমানের সেই দৃশ্যের ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন অরুণা বিশ্বাস।সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘মা আর সন্তান, এটাই পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। মা।’ সঙ্গে আদরের ইমোজি জুড়ে দেন অভিনেত্রী। তবে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ফেসবুকে পোস্ট করতেই তোপের মুখে পড়েন আওয়ামী লীগ সমর্থিত এই অভিনয়শিল্পী। নেটিজেনরা নানা মন্তব্যে কড়া সমালোচনায় মেতে ওঠেন অরুণার। অনেকেই বিগত সরকারের সঙ্গে তার সখ্যতা ও ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন, ক্ষোভ প্রকাশ করেন। বিষয়গুলো টের পেয়ে বাধ্য হয়ে ছবিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন অরুণা বিশ্বাস।উল্লেখ্য, ‘আলো আসবেই’ গ্রুপে ছিলেন সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস, রিয়াজ আহমেদ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এসএ হক অলীক প্রমুখ।

হানিমুনে কোথায় গেলেন তাহসান-রোজা?
সঙ্গীতশিল্পী তাহসানের বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমকে চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। তাহসান ও তার নতুন জীবনসঙ্গী রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে। শুভ কামনার বন্যার সঙ্গে চলছে নানা কৌতূহল। সবচেয়ে বেশি প্রশ্ন- হানিমুনে কোথায় যাচ্ছেন তাহসান-রোজা দম্পতি? শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাহসান-ভক্তদের জন্য এক্সক্লুসিভ খবর হল, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। মঙ্গলবার সকাল আটটা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন, সমানতালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও। বিয়ের দুই দিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন। ‘একা ঘর আমার’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান। হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসানের ডান হাতের তালুতে দেখা গেল মেহেদির ‘আর’ অক্ষর-তার স্ত্রী রোজার নামের প্রথম অক্ষর। গানের ব্যাপারে তাহসান বলেন, ‘গানটা স্যাড ব্যালাড জনরার। প্রেমের এমন এক অনুভূতির কথা তুলে ধরেছি, যেখানে ভালবাসা আর কষ্ট মিশে আছে। ভালবাসার মানুষ থেকে কষ্ট পাওয়ার পরও তাকে ভালবাসতে থাকা- এমন অভিজ্ঞতা হয়তো অনেকের হয়েছে। সেই অনুভূতি থেকেই গানটা লেখা।’

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী?
বলিউড বাদশা শাহরুখ খান ভালবেসে বিয়ে করেছিলেন গৌরীকে। দেখতে দেখতে দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করেছেন তারা। বলা চলে বলিউডের অন্যতম সুখী দম্পতি তারা। তাদের সেই দাম্পত্যে ধর্ম কখনই কোন ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাৎকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী? ১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাৎকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। এ দিকে, শাহরুখ ও গৌরীর সন্তান আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা জন্মেছেন ২০০০ ও আব্রাম জন্মেছে ২০১৩ সালে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন। মান্নাতে প্রতি বছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে, আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে, তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়। বিয়ের ৩৩ বছর কেটে গেলেও ধর্মান্তরিত হননি গৌরী। নামের সঙ্গে খান পদবি লাগালেও তিনি এখনও হিন্দু। আর তার ও শাহরুখের মক্কার যে ছবি ভাইরাল হয়েছে, তা পুরোপুরি এআই দিয়ে তৈরি। তার সঙ্গে বাস্তবের কোন সম্পর্ক নেই।

জুলাই অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন যে আট পরিচালক
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘রিমেম্বারিং মনসুন রেভ্যুলেশন’ কর্মসূচির আওতায় আটটি বিভাগে আটটি মাঝারি দৈর্ঘ্যের কনটেন্ট বা ফিল্ম নির্মাণে ওয়ার্কশপ পরিচালনার জন্য আটজন চলচ্চিত্র পরিচালককে নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে সংবাদ সম্মেলনে পরিচালকদের নাম ঘোষণা করা হয়। এ বিষয়ে গঠিত সার্চ কমিটির সদস্য সুমন রহমান নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সুমন রহমান বলেন, ‘সার্চ কমিটির লক্ষ্য ছিল আটজন চলচ্চিত্রকার নির্বাচন করা, যারা ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা করে পরিচালনা করবেন এবং কর্মশালায় প্রশিক্ষিত জনবল নিয়ে আটটি চলচ্চিত্র তৈরি করবেন।’ তিনি বলেন, ‘নির্বাচিত পরিচালকরা হচ্ছেন অনম বিশ্বাস, হুমায়রা বিলকিস, শঙ্খ দাশগুপ্ত, শাহীন দিল রিয়াজ, রবিউল আলম রবি, তাসমিয়াহ আফরিন মৌ ও মো. তাওকীর ইসলাম। এই উদ্যোগের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় দুইটি লক্ষ্য অর্জন করতে চাইছে জানিয়ে সুমন রহমান বলেন, ‘শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়ার সঙ্গে ঢাকার ও ঢাকার বাইরের আগ্রহী তরুণ জনগোষ্ঠীর যোগাযোগ তৈরি করা এবং তাদের কর্মদক্ষতা তৈরি ও প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া একং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে সরাসরি কাজে লাগানোর জন্য ওই প্রশিক্ষকদের সঙ্গেই চলচ্চিত্র নির্মাণে অংশগ্রহণ করা।’ ‘এসব কর্মশালা ও চলচ্চিত্র নির্মাণের জন্য কোন ছক বেধে দেওয়া হয়নি। এতে করে শিল্পীরা তাদের নিজস্ব কর্মপদ্ধতি ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রয়োগ ঘটাতে সমর্থ হবেন এবং শৈল্পিক, রাজনীতিমনস্ক, বৈপ্লবিক ও তারুণ্যমন্ডিত শিল্পভাষা তৈরি করতে আরও স্বচ্ছন্দ হবেন বলে আমাদের বিশ্বাস।’ তিনি আরও বলেন, ‘বিশেষ করে যে দীর্ঘ দুঃসময় আর রক্তস্নাত জুলাই বিপ্লব পার হয়ে বাংলাদেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলছে, তার একটি শৈল্পিক ভাষ্য এসব চলচ্চিত্রে দেখতে পাবো বলে আমরা আশা করি। আমরা মনে করি, এসব কর্মশালা ও চলচ্চিত্র নির্মাণ প্রক্রিয়া ঢাকার বাইরের একটা বিরাট জনগোষ্ঠীকে এই শিল্পপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত করবে এবং এই বিপ্লবোত্তর সময়ে চলচ্চিত্রের মাধ্যমে শিল্পসংস্কৃতির একটি নতুন ভাষ্যের সন্ধান দেবে।’ মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এ চলচ্চিত্র পরিচালকদের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি, তিনি ৫০টা কাজ করেছিল কি না, এটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে একটা কাজ করেছে কি না, যেটাকে আমি উল্লেখ করতে পারি। আমরা দেখার চেষ্টা করেছি তাদের মধ্যে আগুনটা আছে কি না।’ সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘এই আটজনই জানেন, তাদের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। তারা যে কাজটি করবেন, সেই কাজের দিকেই সবাই তাকিয়ে আছেন। তারা এটার ওজন জানেন এবং তারা সেটা রক্ষা করবেন।’ ‘তারা কী নির্মাণ করবেন, সে বিষয়ে আমরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। এটা যেন আর একটা সরকারি কাজ হয়ে ব্যর্থতায় পর্যবসিত না হয়। আমরা চাই, এ আটটি ছবি এনগেইজিং হোক। আমরা চাই, ছবিগুলো আগামী দিনের চলচ্চিত্রের পথ দেখাবে। সেই বিষয়গুলো নিশ্চয়ই তাদের গল্পের মধ্যে থাকবে।’ এই চলচ্চিত্রগুলো নির্মাণের ক্ষেত্রে সরকার সম্পূর্ণ আর্থিক সহযোগিতা দেবে। এ ক্ষেত্রে কত খরচ হবে সেটি পরিচালক এবং সার্চ কমিটি মিলে ঠিক করবে। আগামী জুনের মধ্যে এ চলচ্চিত্র নির্মাণ কাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। প্রতিটি বিভাগে কর্মশালার জন্য একটি গুগল ফর্ম তৈরি করা হবে, সেটার মাধ্যমে আবেদনকারীদের আবেদন করতে বলা হবে। নির্দিষ্ট বিভাগের পরিচালকরা প্রার্থীদের নির্বাচন করবেন বলে জানিয়েছেন সুমন রহমান।

সকাল সকাল দেশ ছাড়লেন তাহসান-রোজা, তবে...
নতুন বছরের শুরুতেই আলোচনায় রয়েছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হল অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছেন। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ দিন সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি পোস্ট দিয়েছেন তাহসান। ছবিতে তাহসান খান একটি পাঞ্জাবি পরে আছেন। তার সঙ্গে মিলিয়ে একই রঙের শাড়ি পরেছেন রোজা। রোজার হাতে মেহেদি লাগানো। তাহসান খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করতেই হইচই পড়ে গেছে। এসবের মাঝেই স্ত্রীকে নিয়ে উড়াল দিলেন তাহসান। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল আটটা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে এই নবদম্পতি রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো। এ দিকে, বিয়ের দুই দিনের মাথায় আরও এক সুখবর দিলেন তাহসান। ‘একা ঘর আমার’ শিরোনামের নতুন গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন নিজেই। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিঁথি সাহা। গানটি প্রকাশ করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান।

এবার সুখবর দিলেন মিথিলা
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা অন্যরকম একটি সুখবর দিয়েছেন দর্শকদের। যারা কোরিয়ান শিল্প পছন্দ করেন, তাদের জন্য মিথিলা নিয়ে এলেন অবাক করা খবর। কারণ, তিনি যুক্ত হচ্ছেন কোরিয়ান নাটকে। জনপ্রিয় কোরিয়ান নাটক ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’-এর সঙ্গে যুক্ত হয়েছে মিথিলা। তবে অভিনয়ে নয়, নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে বাংলা ডাবিংয়ে কণ্ঠ দেবেন তিনি।মিথিলা নিজেই খবরটি নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যমে। তিনি জানান, কাজটি করার ব্যাপারে আমি সম্মতি দিয়েছি। বর্তমানে বিদেশে আছি, দেশে ফিরেই কাজ শুরু করব। ‘ডেসেন্ড্যান্টস অফ দ্য সান (ডটস)’ নাটকটি দুর্দান্ত গল্পের পাশাপাশি সং জোং-কি এবং সং কিয়ো চরিত্রের অবিশ্বাস্য রসায়নের মাধ্যমে দর্শকদের মনে অণ্যরকম জায়গা করে নিয়েছে। নাটকের বাংলা ডাবিংয়ের দায়িত্ব নিয়েছেন খালিদ হোসেন অভি। যিনি এর আগে ‘রিপ্লাই ১৯৮৮’, ‘লেজেন্ড অফ দ্য ব্লু সি’ ও ‘মিস্টার কুইন’-এর মত কোরিয়ান ড্রামার বাংলা ডাবিং প্রযোজনা করেছেন। সিরিজের দ্বিতীয় প্রধান চরিত্র ডক্টর ইউন মিউং জু চরিত্রে বাচিক অভিনয় করবেন মিথিলা।মিথিলাকে সবশেষ ‘কাজলরেখা’ সিনেমা ও ‘অ্যালেন স্বপন’ ওয়েব সিরিজে দেখা গেছে। ভিন্নধারার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন তিনি।

ভ্লগিং আমার মূল পেশা না, শখে করছি : রোজা আহমেদ
দেশের জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খানের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের বিয়ের খবর এখনও টপ অব দ্যা কান্ট্রি। বিশেষ করে তাহসানের স্ত্রী রোজা কে নিয়ে এখনও অনুরাগীদের চর্চা তুঙ্গে। কিন্তু তাহসানের সঙ্গে বিয়েতে বসার আগে এই রোজা আহমেদকে কতটা চিনতেন তার অনুরাগীরা? বলা বাহুল্য, তাহসানের সঙ্গে পরিচয় হওয়ার আগে থেকেই নেটিজেনদের কাছে বেশ পরিচিত ছিলেন এই মেকআপ আর্টিস্ট। সম্প্রতি রোজা আহমেদের একটি পুরোনো সাক্ষাৎকার ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে রোজা তার ক্যারিয়ার, পেশা নিয়ে বিস্তর আলাপ করেন। সেখানে তাকে বেশ কিছু প্রশ্ন ও নেটিজেনদের নানান অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়। সে প্রসঙ্গেই আলোচনা করেন রোজা। জানালেন, একটা সময় পর্দায় আসার ইচ্ছে ছিল তার। শুধু তাই নয়, জয়া আহসান কিংবা মৌ এর মতো অভিনেত্রীদের সঙ্গেও কাজ করার ইচ্ছে ছিল তার। রোজা বলেন, ‘একসময় ইচ্ছে ছিল মডেল হব, অভিনেত্রী হব।’ সেই সাক্ষাৎকারে ভ্লগারদের বিরুদ্ধে নানা অভিযোগের কথা ওঠে। যেমন, অনেক ক্ষেত্রে খারাপ ব্যবহার করেন ভ্লগাররা, ঠিকমতো ব্র্যান্ড প্রোমোশন করেন না- এ ধরণের অভিযোগ। সে প্রসঙ্গে রোজা বলেন, ‘এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমার বলার কিছু নেই। আমি এত বড় কোনো ভ্লগার হয়ে যাইনি কিংবা কোনো ব্র্যান্ড প্রোমোটারও হইনি। আর এটা আমার মূল পেশাও না। তবে যারা এই পেশায় আছেন, তাদের আমি অনেক সম্মান করি, তারা অনেক ভালো করছেন।’ রোজা বলেন, ‘আমাদের অনেক সিনিয়র ভ্লগার যারা আছেন, যাদের নিয়ে এখন বিতর্ক হচ্ছে তারা অনেক কষ্টে এই জায়গাতে এসেছেন, আর আমরা তাদের থেকেই শিখেছি। যখন আমরা ভ্লগার বলতে কিছু বুঝতাম না, তখন তাদের হাত ধরে বাংলাদেশে ভ্লগ এসেছে।’ সেই সাক্ষাৎকারে এমনও অভিযোগ উঠেছে, অনেক ইনফ্লুয়েনসার কিংবা ব্র্যান্ড প্রোমোটাররা নাকি ফটোশ্যুটে করেই লাখের মতো পারিশ্রমিক নেন। এছাড়াও মেকআপ আর্টিস্টরাও প্রতি মিনিটে হাজার টাকা পারিশ্রমিক নেন বলেও অভিযোগ। এ প্রসঙ্গে রোজা বলেন, ‘আপনারাই তো আমাদের ভ্যালুটা বাড়িয়েছেন। একজন নামী-দামী সেলিব্রেটির কাছে না গিয়ে আপনারা আমাদের কাছে আসছেন। তাদের থেকেও যদি আমরা বেশি চার্জ করি, তারাও আমাদের নিচ্ছেন- আমরা কেন নেব না। এটা একটা ব্যাবসা আফটার অল।’ রোজা এও বলেন, ‘সে এটা ডিজার্ভ করে, হয়তো সে জন্য এটা তিনি চার্জ করেছেন।’ নিজের মেকআপ আর্ট প্রসঙ্গেও বেশ আলাপ করেন রোজা। বলেন, ‘চাই আমার কাজকে সবাই জানবে। আর আমি বেছে কাজ করি; যেহেতু আমি একজন প্রোফেশনাল মেকআপ আর্টিস্ট। তো দেখা যায় আমার ওই কাজটা আগে। ওইটার ওপরে, ওই ক্যাজুয়ালের ওপরে ডিপেন্ড করে ওই ব্রান্ডকে কাজটা দেওয়া হয়। ওরা যখন চায় তখনই করতে হবে, নইলে আমার ওই কাজটা করা হয় না; কাজ হারিয়ে যায়। কিন্তু দিনশেষে এটা নিয়ে আমার আফসোস হয় না; কারণ কাজগুলো আমি শখের বসে করছি।’ বাংলাদেশের বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ বর্তমানে ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। তিনি একজন উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসারও।

না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র
বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। সংকটাপন্ন অবস্থায় তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর। নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ কথা জানান মিশা সওদাগর। গত ১৩ দিন ধরে প্রবীন অভিনেতা প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন-স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উল্লেখ্য, ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘‘ডাকঘর’’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

বিয়ে করলেন পাকিস্তানের অভিনেত্রী নীলম
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নীলম মুনির খান বিয়ে করেছেন। তার বিয়ের বেশ কয়েকটি ছবি এরইমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সংবাদ এআরওয়াই নিউজের। শুক্রবার (৩ জানুয়ারি) বিয়ে করেন নীলম।দুবাই পুলিশের সিআইডি বিভাগে কর্মরত মোহাম্মদ রশিদকে বিয়ে করেছেন অভিনেত্রী। বিয়ের অনুষ্ঠান হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।দুই পরিবারের সদস্যদের আয়োজনে ঘরোয়া আয়োজনে বিয়ে সারেন নীলম ও রশিদ। বিয়ের দিন সাদার শুভ্রতায় সাজেন দুইজনেই। ঐতিহ্যবাহী আরব পোশাকে হাজির হন রশিদ আর পাকিস্তানের ঐতিহ্যবাহী সাজে দেখা যায় নীলমকে।বিয়ের দিন দুবাইয়ে বুর্জ খলিফাকে পেছনে রেখে বেশ কয়েকটি ছবি তোলেন নবদম্পতি। সে সব ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন শোবিজ আলোকচিত্রী আবদুল সামাদ।ছবি পোস্ট করার পর মুহূর্তেই সে ছবি ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে শুভেচ্ছা জানান অভিনেত্রীকে।উল্লেখ্য, পাকিস্তানের টিভি পর্দার জনপ্রিয় মুখ নীলম। সিনেমাতেও অভিনয় করেছেন। দেড় যুগের ক্যারিয়ারে তার উল্লেখযোগ্য কাজ হল ‘দিল মম কা দিয়া’, ‘ছুপান ছুপাই’, ‘ররং নং’, ‘জল পরী’, ‘কাহি দ্বীপ জ্বালে’, ‘মেরি বেহেন মায়া’ ইত্যাদি।