ডেঙ্গুর ভয়ানক রূপ, মৃত্যু ৪০০ ছাড়াল


News Defalt/ddddddddddd.jpg

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একইসাথে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৪০৭ জনের মৃত্যু হল।

Your Image

শনিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর ফলে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৭ জনে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ হাজার ৫৯৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৪ জন।
 
এ ছাড়া ঢাকা বিভাগে ২৩৮ জন, বরিশাল বিভাগে ১১৯ জন, চট্টগ্রামে ৬৫ জন, খুলনায় ৭৪ জন, ময়মনসিংহে ৪৬ জন, রাজশাহী বিভাগে ৬১ জন, রংপুর বিভাগে পাঁচজন ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮ হাজার ৫৯৫ জন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×