দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দশজনের মৃত্যু


November 16/dengu.jpg

পুরো দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো দশজন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৪৮ ডেঙ্গুতে মারা গেছেন। এ সময়ের মধ্যে হাসপাতালে নতুন ৮৮৬ জন ভর্তি হন। 

Your Image

শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘শুক্রবার (২১ নভেম্বর) সকাল আটটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দশজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ছয়জন নারী ও চারজন পুরুষ। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৪৮ ডেঙ্গুতে মারা গেছেন। 

এদের মধ্যে গেল অক্টোবর মাসেই ১৩৫ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া, চলতি বছরে এখন পর্যন্ত ৮৫ হাজার ৭১২ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা অধিক।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘শনিবার (২৩ নভেম্বর) সকাল আটটা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৭৩ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন, রংপুর বিভাগে ৪ জন ও সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×