ঢামেকে যৌথবাহিনীর অভিযানে ধরা পড়ল দালাল চক্রের ২১ সদস্য


November 25/Broker Dhaka Medical.webp

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালচক্র নির্মূলে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় নারী ও পুরুষসহ দালাল চক্রের ২১ সদস্যকে আটক করা হয়। এতে বিভিন্ন মেয়াদে বেশ কয়েকজনকে সর্বোচ্চ তিন মাসের জেল ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।

Your Image

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে সোমবার (২৫ নভেম্বর) সকাল দশটা থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, নতুন ভবনের প্যাথলজি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন সুমন (সাজা তিন মাস), সাইদুর রহমান (সাজা এক মাস), শিশির আহমেদ (জরিমানা এক হাজার টাকা), কাউসার (সাজা এক মাস), আরিফ (সাজা তিন মাস), নজরুল ইসলাম (সাজা এক মাস), সাগর (সাজা ১৬ দিন), রিমন (সাজা তিন মাস), জয়দেব বর্মন (জরিমানা এক হাজার টাকা), মাহমুদা বেগম (সাজা তিন দিন), মুনতাহার বেগম (জরিমানা এক হাজার টাকা), মমতাজ বেগম (সাত দিনের সাজা), শেফালী আক্তার (তিন দিনের জেল), মোরশেদা বেগম (এক হাজার টাকা জরিমানা), শাহিনুর বেগম (এক মাসের জেল), শাহনাজ বেগম (এক হাজার টাকা জরিমানা), শিউলি বেগম (এক হাজার টাকা জরিমানা), শিউলি বেগম (এক হাজার টাকা জরিমানা), মর্জিনা বেগম (এক হাজার টাকা জরিমানা), সাইফুল (সাত দিনের জেল) ও রাজিব (সাত দিনের জেল)।

আফরিন জাহান বলেন, ‘আমাদের কাছে দীর্ঘ দিন ধরে ঢামেক হাসপাতালের দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগে ছিল। তাই, আজ এনএসআই ঢাকা উইংয়ের তথ্য মতে যৌথবাহিনী সহায়তায় হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে ২১ জন নারী-পুরুষকে আটক করা হয়। পরে আমরা তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছি।’

এ নিয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, ‘দালালচক্র নির্মূলে এটি একটি নিয়মিত অভিযান। এখন থেকে এ অভিযান সব সময় চলমান থাকবে। আমরা চাই, দালালমুক্ত ঢাকা মেডিকেল। আমাদের এখানে চিকিৎসা নিতে এসে কোন রোগই যেন প্রতারণার ফাঁদে না পরে, এই বিষয়টা লক্ষ্য রেখেই ভবিষ্যতে এই অভিযান চলবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×