ডেঙ্গু আক্রান্ত লাখ ছাড়াল, এক দিনে আরও তিন মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৭:৩৬ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬১ জনে। এছাড়া, গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। তাদের নিয়ে এ বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত এক লাখ ২৯ জনে দাঁড়াল।
শনিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘গত এক দিনে ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) একজনের মৃত্যু হয়েছে। বাকি দুইজন বরিশাল ও খুলনা বিভাগের বাসিন্দা। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও ঢাকা বিভাগে মোট ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩৫ জন করে ৭০ জন এবং সিটি করপোরেশনের বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন।’
অন্য দিকে, এই সময়ে বরিশাল বিভাগে ১৩ জন ছাড়াও চট্টগ্রাম বিভাগে ১২ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে আটজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬১ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৯ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে।
অন্য দিকে, গেল ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, এই সময়ে বরিশাল বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে আটজন ছাড়াও রংপুর বিভাগে তিনজন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।