রোগীর মৃত্যু, গ্রীন লাইফ হাসপাতালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৪:১৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকার ধানমন্ডির গ্রীন লাইফ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত এক রোগী মারা গেছেন। স্বজনদের দাবি, ওপেন হার্ট সার্জারির সময় তিনি মারা যান; যা নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর মৃত্যুরও সাড়ে তিন ঘণ্টা পর জানানো হয় পরিবারকে। ঘটনা ধামাচাপা দিতে দেয়া হয় চাকরি ও অর্থের প্রলোভন।
জানা গেছে, গেল বুধবার (১৮ ডিসেম্বর) হৃদরোগে আক্রান্ত মোশাররফ হোসেন নামে এক রোগীকে গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবার বলছে, ‘অস্ত্রোপচারের আগেও স্বাভাবিক ছিলেন তিনি। তবে শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে তার মৃত্যু হয়।’
ভুক্তভোগীর ছেলে আতিকুর রহমান লিটু বলেন, ‘ভুল চিকিৎসার কারণে আমাদের উপার্জনক্ষম লোকের মৃত্যু হলো। এর দায় কে নেবে? এর দায় গ্রীন লাইফ হাসপাতাল কর্তৃপক্ষের।’
রোগীর স্বজনদের অভিযোগ, অপারেশন করতে গিয়ে রোগীর মৃত্যুর পর ছলচাতুরীর আশ্রয় নেয় কর্তৃপক্ষ। মৃত্যুর খবর পরিবারকে সাড়ে তিন ঘণ্টা পর জানানো ছাড়াও দেয়া হয় অর্থ ও চাকরির প্রলোভন।
এ নিয়ে ভুক্তভোগীর মেয়ে ফারজানা আক্তার বলেন, ‘আমার পড়ালেখার খরচ ও পড়ালেখা শেষে গ্রীন লাইফে চাকরি দেয়া হবে বলে প্রস্তাব দেয় হাসপতাল কর্তৃপক্ষ। এছাড়া, চিকিৎসকের সহকারীর হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলা হয়েছে রোগীর স্বজনদের দেয়ার জন্য।’
এ দিকে, ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, ঘটনা তদন্ত করে কারও গাফিলতি পেলে ব্যবস্থার আশ্বাস দেয়া হয়েছে।
গ্রীন লাইফ হাসপাতালের জেনারেল বিভাগের পরিচালক হাসান খালিদ বলেন, ‘সার্জনই কাজটা করে। কিন্তু ড্রেসিং, রোগীকে বেডে নেয়া, পজিশনিং করা, তৈরি করার কাজ করতে সব সময় সার্জন লাগে না।’
এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি করে হাসপাতালে হট্টগোল করেন বিক্ষুব্ধ স্বজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এ সময় পরিবারকে দেয়া হাসপাতালের বিল ভাউচারে অসঙ্গতি পাওয়া গেছে বলে জানায় পুলিশ। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়ার আশ্বাসে শনিবার রাত তিনটার দিকে মরদেহ নিয়ে যায় পরিবার।
কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘তাদের ম্যানেজমেন্টে সমস্যা আছে। সেটা হল- টাকা দেয়ার পর রশিদ দেয়ার কথা। কিন্তু, সেটা না দিয়ে হাতে লিখা একটা রশিদ দেয়া হয়েছে। তারা আমাদের কাছে অভিযোগ নিয়ে এলে আমরা ব্যবস্থা নেব।’