ডেটাস্কেপ গ্রুপের সাথে চুক্তি করল ডেন্টাল ওয়ান


Jan 2025/Dental One.jpg

ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ডেন্টাল ওয়ান। এই চুক্তির আওতায় ডেটাস্কেপ গ্রুপের সব কর্মী বিশেষ ছাড়ে ডেন্টাল চিকিৎসা সেবা নিতে পারবেন। ডেন্টাল ওয়ান তার অত্যাধুনিক প্রযুক্তি, পেশাদার চিকিৎসক দল ও সাশ্রয়ী সেবার জন্য পরিচিত।

চুক্তি সই অনুষ্ঠানে ডেটাস্কেপ গ্রুপের ব্র্যান্ডিং অ্যান্ড এক্সটার্নাল এনগেজমেন্ট ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন, ডেন্টাল ওয়ানের চিফ কনসালট্যান্ট ডাক্তার মোছা. উম্মে হানিয়া উপস্থিত ছিলেন। 

এই চুক্তি উভয় প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে এবং ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত ডেন্টাল সেবা নিশ্চিত করবে।

ডেন্টাল ওয়ানে বিভিন্ন উন্নত সেবা দেয়া হয়, যার মধ্যে রয়েছে দাঁত ফিলিং, স্কেলিং, পলিশিং, টুথ হোয়টেনিং, রুট ক্যানাল, ডেন্টাল ইমপ্ল্যান্ট, শিশুদের ডেন্টাল কেয়ার এবং অন্যান্য বিশেষায়িত সেবা। মিরপুর ১১’-এর ব্লক এ-তে অবস্থিত এই ক্লিনিক প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

মোছা. উম্মে হানিয়া বলেন, ‘ডেটাস্কেপ গ্রুপের সঙ্গে এই চুক্তি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী ডেন্টাল সেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘ডেন্টাল ওয়ান তার সেবার মান ও সাশ্রয়ী সেবার অঙ্গীকার বজায় রেখে ডেটাস্কেপ গ্রুপের কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে।’

প্রসঙ্গত, ডেন্টাল ওয়ান মিরপুরের শীর্ষস্থানীয় একটি ডেন্টাল ক্লিনিক। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×