কোটা আন্দোলনে আহতদের চিকিৎসা দিচ্ছে যুক্তরাষ্ট্রের ৮ সদস্যের দল


Jan 2025/Quoto movement.jpg

যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসা দিচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘জুলাই আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসা আট সদস্যের একটি দল মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে নিটোরে ভর্তিকৃত ৯৬ জন আহতের তারা চিকিৎসা দিচ্ছেন।’

নিটোরের পরিচালক ডাক্তার আবুল কেনান বলেন, ‘আহতরা বিদেশি চিকিৎসকদের সেবা পেয়ে আনন্দিত। এছাড়া, তিনজন চিকিৎসক ও তিনজন ফিজিওথেরাপিস্ট এ বিশেষজ্ঞ টিমকে সহায়তা করছেন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল নিটোরে চিকিৎসাসেবা দেওয়ার কথা রয়েছে।’ 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×