বিশ্ব শিশু ক্যান্সার দিবস আজ
- স্বাস্থ্য
- প্রকাশঃ ১২:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আজ ১৫ ফেব্রুয়ারি, বিশ্ব শিশু ক্যান্সার দিবস। শিশু ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০০২ সালে চাইল্ড ক্যান্সার ইন্টারন্যাশনাল (সিসিআই) দিবসটি পালন করে আসছে।
সারা বিশ্বে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যান্সার। প্রতিবছর ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে।
শিশুদের সাধারণত থ্যালাসেমিয়া বা ব্লাড ক্যান্সার বেশি হয়। এ ছাড়া লসিকাগ্রন্থি, কিডনি এবং চোখের ক্যান্সারেও শিশুরা আক্রান্ত হয়।
বিশেষজ্ঞদের দাবি— বেশির ভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। শনাক্ত করা গেলে ও উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সেরে ওঠে। কিন্তু মাত্র ২০ শতাংশ রোগী উন্নত চিকিৎসার সুযোগ পান।
বিশেষজ্ঞরা বলছেন, সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে জীনগত কারণ, ভাইরাস, খাদ্যে ভেজাল, ক্যামিকেলস, পরিবেশগত সমস্যায় শিশুদের ক্যান্সার হয়। তবে প্রাথমিকভাবে এই রোগ শনাক্ত করা গেলে বেশিরভাগ শিশুরই ভালো হওয়ার সম্ভবনা রয়েছে। এই অবস্থায় শিশুদের ক্যান্সার মোকাবিলায় সবার আগে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের।