ন্যাশনাল ব্যাংকের সাথে আজগর আলী হাসপাতালের চুক্তি


March 2025/National Bank.jpg

ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও আজগর আলী হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি সই হয়েছে।

গত সোমবার (১০ মার্চ) হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের আইটিডির প্রধান ও এসইভিপি কাজী কামাল উদ্দিন আহমেদ, কার্ড ডিভিশনের অপারেশন ইনচার্জ ও ভিপি উজ্জ্বল কুমার পাল, এভিপি প্যাট্রিক অজয় গমেজ, আজগর আলী হাসপাতালের হেড অফ অপারেশনস মোরশেদ আহমেদ চৌধুরী, অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্সের সিনিয়র জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম তালুকদার, কর্পোরেট অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার মারুফ বিন হাফিজ।

চুক্তি অনুযায়ী ন্যাশনাল ব্যাংকের কার্ডধারী এবং ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারবর্গ আজগর আলী হাসপাতালের বিভিন্ন ধরনের সেবায় বিশেষ ছাড় ও কর্পোরেট সুবিধা পাবেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×