
ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগ বাড়িয়েছে—মাত্র ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আরও তিনজনের, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৫ নতুন রোগী। দেশে এডিস মশাবাহিত এ রোগের বিস্তার থামছে না কোনোভাবেই।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়, মৃতদের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা ছিল—
বরিশালে ৪৮, চট্টগ্রামে ১০১, ঢাকা উত্তর সিটিতে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭, খুলনায় ৩৩, ময়মনসিংহে ২৬, রাজশাহীতে ২৮, রংপুরে ৪ এবং সিলেটে ৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৬ হাজার ৬২৭ জনে।