ঢাবি'র সনদ জাল করে স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট’র সিইও পদে নিয়োগ পেয়েছেন আবু নাঈম
- ফরিদ শ্রাবণ
- প্রকাশঃ ০৬:৫৬ পিএম, ২২ জানুয়ারী ২০২৫

আবু নাঈম মোঃ ইব্রাহীম স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর সিইও হিসেবে কর্মরত আছেন। তিনি ব্যাংকে নিয়োগ এর সময় তার শিক্ষাগত সনদ জাল করে নিয়োগ পেয়েছেন। তার নিয়োগ আবেদনের সনদ অনুযায়ী ঢাবি'র অধীনে ঢাকা সিটি কলেজ থেকে ১৯৯০ সালের ব্যাচেলর অফ কমার্সে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন বলে সনদ দাখিল করেন। সেই সনদ অনুযায়ী ২৩ জুন ২০০৭ সালে এক্সিকিউটিভ অফিসার হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকে নিয়োগ লাভ করেন। পরবর্তী ২০১৫ সালে প্রমোশন পেয়ে স্ট্যান্ডার্ড ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট হিসেবে নিয়োগ পান। তার এসব নিয়োগ ক্ষেত্রে সনদ জালিয়াতির আশ্রয় নেন।
জানা যায় তিনি ১৯৯০ সালে ঢাকা সিটি কলেজ ব্যাচেলর অফ কমার্স থেকে তৃতীয় শ্রেনীতে উত্তীর্ণ হোন। স্ট্যান্ডার্ড ব্যাংক নীতিমালা অনুযায়ী তৃতীয় শ্রেনীতে উত্তীর্ণ কেউ নিয়োগ প্রাপ্তিতে অযোগ্য বলে গণ্য হোন। তিনি তার নিয়োগ প্রাপ্তির জন্য সনদ জালিয়াতির আশ্রয় নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে তার সনদ যাচাই করে জানাযায় জমাকৃত সনদটি সঠিক নয় ও পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে ইস্যু করা হয়নি। তিনি ১৯৯০ সালে ব্যাচেলর অফ কমার্স থেকে তৃতীয় শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক সূত্রে জানা যায় আবু নাঈম দীর্ঘদিন বিভিন্ন কোম্পানির দুর্বল শেয়ার চড়ামূল্যে কিনে ব্যাংকের আর্থিক ক্ষতি করে আসছে।
সনদ জালের বিষয়ে আবু নাইম মোঃ ইব্রাহিমের কাছে জানতে চাইলে তিনি বলেন তার সনদ সঠিক। তিনি সনদ জাল করেননি।
স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন তার বিরুদ্ধে অনিয়মের প্রেক্ষিতে আমরা তাকে সাময়িক প্রত্যাহার করেছি। তদন্তের শেষে আমরা বিস্তারিত জানাবো।