মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৪৫০ কোটি টাকায় ভবন কেনা নিয়ে লুকোচুরি


February 4 2025/ugi giu giug.png

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ২১ তলা একটি ভবনের ১৫ তলা কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত ২ ফেব্রুয়ারি ব্যাংকটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিনিয়োগকারীদের জানানো হয়েছে। গুলশানে ৪৫০ কোটি টাকায় কিনতে চাওয়া সেই ফ্লোরগুলোর মধ্যে গ্রাউন্ড ফ্লোর ও ফার্স্ট ফ্লোর আগেই ভাড়া নিতে চুক্তি করেছে ঢাকা ব্যাংক। এছাড়া ঢাকা ব্যাংক আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক থেকেও অনুমোদন নিয়েছে। এমন পরিস্থিতির মধ্যে এমটিবি’র বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তির তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ৩ ফেব্রুয়ারি ভবন কেনার সিদ্ধান্ত বিনিয়োগকারৗদের জানিয়েছে। এ ঘোষণার পর ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৬০ পয়সা। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক গুলশান-১ নম্বরের ১৩৮ নম্বর সড়কের ২১ তলা ঐ ভবনের প্রথম ১৫ তলা কিনে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় গত ৩ ফেব্রুয়ারি। 

ব্যাংকটি আরও জানায়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রধান কার্যালয়ের জন্য ভবন কেনার সিদ্ধান্ত হয়েছে। গুলশান-১ নম্বরের ১৩৮ নম্বর সড়কে এই বাণিজ্যিক ভবনটি অবস্থিত। ভবনটির নিচতলা থেকে ১৪ তলা পর্যন্ত মোট ১৫ তলা কিনতে নিবন্ধন ফি ও ভ্যাট ছাড়া আনুমানিক খরচ ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা। প্রতিটি ফ্লোর কিনতে খরচ হবে ৩০ কোটি টাকা। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন সাপেক্ষে।

অপরদিকে বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ২০২৪ সালের ৩ নভেম্বর গুলশান-১ নম্বরের ১৩৮ নম্বর সড়কের ভবনটির গ্রাউন্ড ফ্লোরে ঢাকা ব্যাংকের গুলশান শাখা স্থানন্তরের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পায় । এছাড়া একই ভবনের দ্বিতীয় ফ্লোরে ঢাকা ব্যাংকের প্রধান কার‌্যালয়ের অল্প কয়েকটি বিভাগের কার‌্যক্রম স্থানান্তরের জন্য অনুমোদন পায়। 

আরেকটি সূত্র জানিয়েছে, ভবনটির মালিক কামার সুলতানা একটি সময় পরে ঢাকা ব্যাংকের সঙ্গে গড়িমসি করে। এক পর‌্যায়ে ঢাকা ব্যাংক আদালতের দ্বারস্থ হয়। 

আদালতের নির্দেশনা অনুযায়ী, ঢাকা ব্যাংকের সঙ্গে চুক্তি হওয়া ফ্লোর দুটির বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তা ভাড়া বা বিক্রি করা যাবে না।

ডিএসই সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি ব্যাংকটির শেয়ারের দর ছিলো ১২ টাকা ৫০ পয়সা। গত বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকটির প্রতিটি শেয়ারের দর ৬০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাক ১০ পয়সা। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দুই  দফায় ঢাকা ব্যাংককে শাখা ও প্রধান কার্যালয়ের কয়েকটি বিভাগ স্থানান্তরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। আর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তাদের প্রধান কার্যালয় স্থাপনের জন্য কেন্দ্রীয় ব্যাংকে আবেদন জানায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×