ভারতে নির্বাচনের দিন গরমে এক রাজ্যেই ৩৩ ভোটকর্মীর মৃত্যু


News Defalt/1717330683.heat.jpg

ভারতে শেষ দফার ভোটের দিনে এক রাজ্যেই হিটস্ট্রোকে অন্তত ৩৩ ভোটকর্মী মারা গেছেন। দেশটির শীর্ষ এক ভোট কর্মকর্তা এমনটি জানিয়েছেন। ইতোমধ্যে সে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়েছে। উত্তরাঞ্চলীয় উত্তর প্রদেশের প্রধান নির্বাচন কর্মকর্তা নবদীপ রিনওয়া বলেন, গরমে ৩৩ ভোটকর্মীর প্রাণ গেছে। সপ্তম ও শেষ দফায় এ রাজ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় শনিবার।  

Your Image

রোববার রিনওয়া সাংবাদিকদের বলেন, নিহতদের পরিবার ১৫ লাখ রুপি আর্থিক ক্ষতিপূরণ পাবে। খবর আল জাজিরার। তীব্র তাপপ্রবাহে অনেকের মৃত্যুর খবর সামনে এসেছে। অনেক স্থানে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। সেখানে এক দিনেই এত ভোটকর্মীর মৃত্যুতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।  

রিনওয়া জানান, বালিয়া শহরে ভোট দিতে গিয়ে এক ব্যক্তি লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। এই নির্বাচন কর্মকর্তা বলেন, হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) বলেছে, ঝাঁসি শহরের তাপমাত্রা শনিবার ৪৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন বালিয়ায় তাপের সূচক ৬১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।

শনিবার ভারতে তীব্র গরমে ৫৮ জনের প্রাণহানি ঘটে বলে জানায় হিন্দুস্তান টাইমস। বিহার, উড়িষ্যা, মধ্য প্রদেশেও প্রাণহানির ঘটনা ঘটেছে।  

শনিবার নির্বাচন-সংশ্লিষ্ট অন্তত ১০ জন মারা যান বিহারে। এক কর্মকর্তার বরাতে পত্রিকাটি জানায়, নিহতে সংখ্যা বাড়তে পারে। একই দিন উড়িষ্যায় অন্তত ৯ জন মারা যান। এ নিয়ে দুদিনে মৃত বেড়ে দাঁড়ায় ৫৪ জনে।

বিশেষজ্ঞরা বলেন, যখন কোনো ব্যক্তির পানিশূন্যতা দেখা দেয়, তখন তীব্র তাপ রক্ত পাতলা করে দেয় এবং অরগান ফেইলিওর (অঙ্গপ্রত্যঙ্গ যথাযথভাবে কাজ না করা) ঘটে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×