উরুগুয়েতে নার্সিং হোমে অগ্নিকান্ড, ১০ জনের মৃত্যু


News Defalt/download (94).jpg

উরুগুয়েতে একটি নার্সিং হোমে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১০ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বৃদ্ধ এবং তাদের বেশিরভাগই নারী।

Your Image

স্থানীয় সময় রোববার (৭ জুলাই) এই অগ্নিকাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।  

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার উরুগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী মন্টেভিডিও থেকে প্রায় ২৯০ কিলোমিটার (২৮০ মাইল) উত্তর-পূর্বে ট্রেইন্টা ওয়াই ট্রেস শহরে অবস্থিত ওই নার্সিং হোমে আগুন লেগে। নার্সিং হোমটি ছয় কক্ষের একটি ভবন। একমাত্র তত্ত্বাবধায়ক ছাড়া আর কেউ ভবনটি থেকে বের হতে সক্ষম হননি। ভেতরে ১০ জন প্রবীণ নাগরিকের মৃত্যু হয়।

বার্তাসংস্থা এএফপি বলছে, নিহতদের মধ্যে আটজন নারী ও দুইজন পুরুষ।  

ভবনের বাসিন্দাদের বের হতে না পারার কারণ হিসেবে আগুন লাগার সময় নার্সিং হোমের প্রধান প্রবেশদ্বারটি বন্ধ ছিল বলে জানা গেছে।  

আগুনের খবর পাওয়ার পর পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, নার্সিং হোমের ভেতরে প্রবেশের গেট বন্ধ। তারা গেট ভেঙে  ভেতরে প্রবেশ করার পরে বসার ঘরে আগুন দেখতে পান এবং এসময় পুরো নার্সিং হোমজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আগুন ছড়িয়ে পড়ার পর ২০ বছর বয়সী নারী তত্ত্বাবধায়ক গ্যারেজ দিয়ে নিরাপদে বের হয়ে যেতে পেরেছিলেন। বাসিন্দাদের মধ্যে সাতজন ধোঁয়ায় নিঃশ্বাস আটকে ঘটনাস্থলেই মারা যান, অন্য তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারা কাউকেই বাঁচানো যায়নি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×