ইসরায়েলি হামলায় গাজায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত


Nov 16/BBBBB.jpg

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
 
অপরদিকে  অধিকৃত পশ্চিম তীরে, মুখোশধারী ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা বেইত ফুরিক গ্রামে হামলা চালিয়ে এবং ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।  

Your Image

এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৩ হাজার ৮০০ জনে পৌঁছেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।

এদিকে দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি হামলার কারণে সপ্তাহব্যাপী জ্বালানি ঘাটতিতে প্রায় ১২ লাখ বাসিন্দা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে।  

একটি বিবৃতিতে, গাজা নগর কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ থাকার কারণে খাবার পানি উৎপাদন প্ল্যান্টের পরিচালনাসহ প্রয়োজনীয় পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। খান ইউনিসের ১২ লাখ নাগরিক এবং বাস্তুচ্যুতদের পানযোগ্য এবং ব্যবহারযোগ্য পানি ছাড়াই থাকতে হচ্ছে।

নগর কর্তৃপক্ষ শহরটি পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে, তারা সতর্ক করছে যে অপরিশোধিত বর্জ্য মিশ্রিত পানি রাস্তা প্লাবিত করতে পারে, পরিবেশগত এবং স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে যা রোগ ও মহামারী ছড়িয়ে দিতে সহায়তা করবে।

গাজা জুড়ে চলমান ইসরায়েলি অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×