জাপানে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১২:১৫ পিএম, ১৮ নভেম্বর ২০২৪
জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির কোশিমা অঞ্চলে এই ভূমিকম্প হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুসারে, স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৬ মিনিট নাগাদ ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের কোশিমা অঞ্চল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ৭০ দশমিক ৬ কিলোমিটার (৪৩ দশমিব ৮ মাইল) মধ্যবর্তী গভীরতায়।
কেন্দ্রস্থলের কাছাকাছি অনেক এলাকার বাসিন্দা ভূমিকম্পটি অনুভব করেছিল। তবে এর জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশের মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর হাজারের বেশি ভূমিকম্প হয় দেশটিতে।
ভূগর্ভস্থ রিং অব ফায়ারে অবস্থানের কারণে জাপানে প্রায় প্রতিদিনই ভূমিকম্প অনুভূত হয়। তবে বেশিরভাগই ছোটখাটো কম্পন।
২০১১ সালের মার্চে জাপানে সবচেয়ে শক্তিশালী ৯ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ভয়াবহ সেই ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে দেশটিতে ১৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।