কেরালার ওয়েনাড়ে পাঁচ লাখ ভোটে এগিয়ে জয়ের পথে প্রিয়াঙ্কা গান্ধী


2024-Novemer 18/Priyanka Gandhi.jpg
প্রিয়াঙ্কা গান্ধী

ভারতের কেরালার ওয়েনাড়ে বিধানসভা উপনির্বাচনে পাঁচ লাখ ভোটের ব্যবধান এগিয়ে রয়েছেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ফলে, বিপুল ভোটে জয় পেতে চলেছেন তিনি। সংবাদ হিন্দুস্তান টাইমসের।

Your Image

শনিবার (২৩ নভেম্বর) সকালে ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা এখনও চলছে।

ছয় মাস আগে, এই কেন্দ্রে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী। তিনি উত্তরপ্রদেশের রায়বরেলীতেও জয় পেয়েছিলেন। রায়বরেলী রেখে ওয়েনাড় বোন প্রিয়াঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই উপনির্বাচনে জয়ের দেখা পাচ্ছেন প্রিয়াঙ্কা।

ওয়েনাড়ে প্রিয়াঙ্কার লড়াই সাবেক বিধায়ক তথা সিপিআইয়ের রাজ্য সহ-সম্পাদক সত্যন মোকেরি এবং বিজেপির মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নব্যা হরিদাসের সাথে। নব্যা কোঝিকোড় পৌরসভার ভোটে দুই বার জয়ী হয়েছেন।

গেল এপ্রিলে, লোকসভা নির্বাচনে ওয়েনাড়ে রাহুলের বিরুদ্ধে সিপিআইয়ের প্রার্থী ছিলেন দলের জাতীয় স্তরের নেত্রী অ্যানি রাজা। তিনি সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী। 

রাজনীতিতে প্রিয়াঙ্কার অভিষেক ঘটেছিল বহু দিন আগেই। বহু নির্বাচনী প্রচারে তাকে দেখা গিয়েছে। তবে, আগে কখনও নির্বাচনে লড়েননি তিনি। গেল ২৩ অক্টোবর, কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। এর মধ্য দিয়ে নির্বাচনী রাজনীতিতে নামেন প্রিয়াঙ্কা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×