নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ল বাস, প্রাণ গেল চারজনের


30 November/Bus Tista.webp

নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীর খাদে গিয়ে পড়েছে যাত্রীবাহী একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। এই ঘটনায় বাসের আরও প্রায় ২০ জন আহত হয়েছেন।

Your Image

শনিবার (৩০ নভেম্বর) দুপুর নাগাদ শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশে রওনা দেয় বেসরকারি এই বাসটি ৷ 

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পং ও সিকিম সীমান্তে রংপুর কাছে ভোটেভিরে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় পড়ে যায় বাসটি। তবে, জলস্তর কম থাকায় তিস্তার পাড়ের বাসটি আছাড় খায়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে কাজ শুরু করেছে।

কালিম্পংয়ের জেলা প্রশাসক বালা সুব্রহ্মণ্যম টি বলেন, ‘উদ্ধার কাজ চলছে। এখনো পর্যন্ত চারজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। প্রায় ২০ জনের বেশি মানুষকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×