দশ বছরে পৃথিবীতে বিলিওনিয়ার বেড়েছে দ্বিগুণেরও অধিক
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৪:৩৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
১০০ কোটি ডলার বা তার চেয়েও অধিক অর্থ-সম্পদ রয়েছে- এমন ব্যক্তিদের বলা হয় ডলার বিলিওনিয়ার। গেল দশ বছরে পৃথিবীজুড়ে ডলার বিলিওনিয়ারের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও অধিক। শুক্রবার (৬ ডিসেম্বর) সুইজারল্যান্ডের বৃহত্তম ব্যাংক ইউবিএস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংবাদ এএফপির।
ইউবিএসের তথ্যানুসারে, আজ থেকে দশ বছর আগে অর্থাৎ, ২০১৫ সালে বিশ্বে ডলার বিলিওনিয়ারের সংখ্যা ছিল এক হাজার ৭৫৭ জন। বর্তমানে এই সংখ্যা পৌঁছেছে দুই হাজার ৬৮২ জনে। ২০২১ সালে এই সংখ্যা ছিল আরও বেশি দুই হাজার ৬৮৬ জন।
বিগত দশ বছরে কোটিপতি ও বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ বেড়েছে ১৪ ট্রিলিয়ন ডলার বা ১২১ শতাংশ।
দশ বছরে সবচেয়ে বেশি ফুলে-ফেঁপে উঠেছে প্রযুক্তি ব্যবসায়ের সঙ্গে সম্পর্কিত বিলিওনিয়ারদের সম্পদ। ২০১৫ সালে টেক বিলিওনিয়ারদের মোট সম্পদের পরিমাণ ছিল ৭৮৮ দশমিক নয় বিলিয়ন ডলার। বর্তমানে এই সম্পদের পরিমাণ পৌঁছেছে দুই দশমিক চার ট্রিলিয়ন ডলারে।
‘সাম্প্রতিক বছরগুলোতে নতুন বিলিওনিয়াররা ই-কমার্স, সামাজিক যোগাযোগ মাধ্যম, ডিজিটাল পেমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ফিনটেক, থ্রি ডি প্রিন্টিং এবং রোবোটিক্সকে ব্যাপকভাবে বাণিজ্যিকীকরণের আওতায় আনার কারণে তাদের সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে।’
২০১৫-২০২০ সাল পর্যন্ত বিশ্বে প্রতি বছর বিলিওনিয়ারদের অর্থ-সম্পদ বেড়েছে দশ শতাংশ হারে। তবে, ২০২০ সালে বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির সময় তা অনেক কমে যায়। ওই বছর বিশ্বের বিলিওনিয়ারদের সম্পদ বেড়েছে মাত্র এক শতাংশ।
২০১৫ সালে চীনা বিলিওনিয়ারদের মোট সম্পদ ছিল ৮৮৭ দশমিক তিন বিলিয়ন ডলার; ২০২০ সালে তা বেড়ে পৌঁছায় দুই দশমিক এক ট্রিলিয়ন ডলারে। তবে, ২০২০ সালের পর থেকে কমতে শুরু করে চীনা বিলিওনিয়ারদের সম্পদ। বর্তমানে তা নেমে এসেছে এক দশমিক আট ট্রিলিয়ন ডলারে।
অন্য দিকে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- উত্তর আমেরিকার এই তিন দেশের বিলিওনিয়ারদের মোট সম্পদ ২০২০ সালের পর থেকে এ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে ছয় দশমিক এক ট্রিলিয়ন ডলার বা শতকরা ৫৮ দশমিক পাঁচ ভাগ।
২০২৪ সালে বিশ্বের বিলিওনিয়ারদের তালিকায় যুক্ত হয়েছে আরও ২৬৮ নতুন মুখ। নতুন এই বিলিওনিয়ারদের ৬০ শতাংশই উদ্যোক্তা।