চাদে রাষ্ট্রপতির কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের, নিহত ১৯


Jan 2025/Chad.webp

এক দল অস্ত্রধারী মধ্য আফ্রিকার দেশ চাদের রাষ্ট্রপতি কার্যালয়ে প্রবেশের চেষ্টা চালিয়েছে। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৯ জন নিহত হন। সংবাদ এএফপির।

বুধবার (৮ জানুয়ারি) দেশটির রাজধানী এন’জামেনায় এ ঘটনা ঘটেছে।

এএফপির সংবাদদাতারা ঘটনাস্থলের কাছাকাছি থেকে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। এছাড়া, ট্যাংক দিয়ে টহল দেয়া হয়েছে বলেও জানানো হয়েছে। 

সূত্র জানিয়েছে, অস্ত্রধারীরা রাষ্ট্রপতির কার্যালয় দখলের জন্য চেষ্টা চালিয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জনই ২৪-শক্তিশালী কমান্ডো ইউনিটের সদস্য। তারাই হামলা চালিয়েছেন কার্যালয়টিতে।

চাদ সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আবদেরামান কালামাল্লাহ বলেছেন, ‘প্রেসিডেন্টের কার্যালয়ে হামলাকারীদের মধ্যে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ছয়জন।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, বুধবার (৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে প্রেসিডেন্ট কমপ্লেক্সের ভেতর একটি সশস্ত্র কমান্ডো ইউনিট গুলি চালায়। পরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় তাদের।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, সেনাসদস্য দ্বারা বেষ্টিত এবং নিজ বেল্টে বন্দুক রাখা অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা নস্যাৎ করে দেয়া হয়েছে। হামলায় আমাদের একজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

এ দিকে, একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলাকারী সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্য। দীর্ঘ দিন ধরে গোষ্ঠীটি ক্যামেরুন, নাইজেরিয়া ও নাইজারের সঙ্গে সীমান্তবর্তী লেক চাদ অঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×