ইরানে সামরিক বিমান বিধ্বস্ত


Jan 2025/Iran plane blast.jpg

ইরানের হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক বুএসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।’

জানা গেছে, এই ঘটনায় দুইজন পাইলট সামান্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। 

প্রসঙ্গত, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×