ভারতে বাংলাদেশি তরুণীকে ধর্ষণের পর হত্যা


November 16/india_20250125_072507013.jpg

ভারতের ব্যাঙ্গালুরুতে নাজমা নামে বাংলাদেশি এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে রামমূর্তি নগরের কলকেরের এবটি লেক থেকে ২৮ বছর বয়সী ওই তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর ডেকান হেরাল্ড ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে জানানো হয়, ওই তরুণী ভারতে অবৈধভাবে বাস করছিলেন। তার কাছে বাংলাদেশের পাসপোর্ট বা অন্য কিছু পাওয়া যায়নি। ওই শহরে থাকা নাজমার ভাইও এই তথ্য নিশ্চিত করেছেন।

নাজমা বিবাহিত ছিলেন এবং স্বামী সুমনের সঙ্গে রামকৃষ্ণ নামক এলাকায় থাকতেন বলে জানিয়েছে পুলিশ। তার স্বামী বৈধভাবে ছয় বছর ধরে ভারতে বসবাস করছেন। তার কাছে বাংলাদেশি পাসপোর্টও আছে। সেখানে সিটি করপোরেশনের ময়লা পরিশোধনের কাজ করেন তিনি।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নাজমার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না তা নিশ্চিত করেছেন তার স্বামীও।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, নাজমা কালকেরের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। গত বৃহস্পতিবার সেখানে কাজ শেষে বের হওয়ার পরই তিনি নিখোঁজ হন।

শুক্রবার সকালে লেকের একটি নির্জন জায়গায় নাজমার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি গিয়ে মরদেহ উদ্ধার করে। নাজমার মাথা ও মুখ থেতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

নাজমার হত্যার ঘটনায় একটি মামলা করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়েছিল। এছাড়া তার ওপর কতটা যৌন পাশবিকতা চালানো হয়েছে, সেটি ফরেনসিক রিপোর্টের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে তারা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×