পাকিস্তানের তিন স্থানে বন্দুকযুদ্ধ, নিহত ৩০


Jan 2025/30 death Pakistan.jpg

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩০ জন নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) শনিবার (২৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনটি পৃথক সন্ত্রাসবিরোধী অভিযানের সময় নিরাপত্তা বাহিনী অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।’

বিবৃতিতে অনুসারে, একটি অভিযানে ১৮ জন খোয়ারিজ নিহত এবং ছয়জন আহত হয়েছে। কারাক জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে অপর এক অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময় হয়। এতে আটজন খোয়ারিজ নিহত হয়েছে।

তৃতীয় অভিযানে খাইবার জেলার বাগের এলাকায় নিরাপত্তা বাহিনী চারজন খোয়ারিজকে হত্যা করেছে। এদের মধ্যে রিং নেতা আজিজ উর রহমান ওরফে ক্বারি ইসমাইলও ছিলেন। এই অভিযানে আরও দুই জঙ্গি আহত হয়েছে।

সেনাবাহিনী বলেছে, ‘নিহত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তারা এই অঞ্চলে নিরাপত্তা বাহিনী এবং নিরীহ নাগরিকদের লক্ষ্য করে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।’

উল্লেখ্য, ২০২৪ সালে পাকিস্তান সেনাবাহিনী রেকর্ড ৫৯ হাজার ৭৭৫টি গোয়েন্দা-ভিত্তিক অভিযান চালিয়েছে। এ সময় ৯২৫ জন সন্ত্রাসীকে হত্যা করেছে, যা পাঁচ বছরে সর্বোচ্চ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×