এবার এমপি পদ ছাড়তে টিউলিপকে চাপ বিরোধীদের


Jan 2025/Tulip flat.jpg

দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বিরোধীরা।

রোববার (২৫ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ।
 
চলতি সপ্তাহের শুরুর দিকে টিউলিপের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেটে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করে বিরোধী দল কনজারভেটিভ পার্টি। সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনি এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে।
 
এর আগে, দুর্নীতির অভিযোগ ওঠার পর দুর্নীতিবিরোধী ট্রেজারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন টিউলিপ।
 
এই বিষয়ে টিউলিপের আসনে বিরোধী দলের নেতারা লিফলেট বিতরণ করেছেন। কিছু লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় ৫ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
 
টিউলিপ তার খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে সেই দেশ থেকে ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড পাচার করেছেন।  
 
এছাড়া, তার বিরুদ্ধে লন্ডনের কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আছে। যদিও এসব অস্বীকার করে মন্ত্রীদের নৈতিকতা পর্যালোচনা বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনাসকে অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছিলেন টিউলিপ।
 
তদন্ত সাপেক্ষে লরি ম্যাগনাস জানান যে টিউলিপ কিংস ক্রসের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার কথা অস্বীকার করে জনসাধারণকে ‘বিভ্রান্ত’ করেছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×