ভারতে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ৭
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১০:০১ এম, ২৯ জানুয়ারী ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় (গ্রেট পিচার ফেস্টিভ্যালে) পদদলিত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ স্নান করতে জড়ো হলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এসব মানুষের মৃত্যু হয়। খবর রয়টার্স ও আনন্দবাজারের।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ স্নান করতে জড়ো হলে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এসব মানুষের মৃত্যু হয়। খবর রয়টার্স ও আনন্দবাজারের।
জানা গেছে, মেলায় আগত পূণ্যার্থী জনতা গঙ্গাস্নান করতে মঙ্গলবার সন্ধ্যা থেকেই গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগেই স্নান শেষের বাধ্যবাধকতা থাকায় ব্যাপক ভিড় ছিল গঙ্গার তীরে। রাত একটার দিকে ভিড়ের মধ্যে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
কয়েকটি ভিডিও এবং ছবিতে দেখা যায়, মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছেন। এ সময় সেখানে জামাকাপড়, জুতা, কম্বল এবং ব্যাকপ্যাক মাটিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল। লোকজন বাঁচার জন্য এদিক সেদিন ছোটাছুটি করছিলেন।
রাবীন নামে এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেন, “আমি দেখলাম হঠাৎ করে ছোটাছুটি হচ্ছে..হৈ চৈ, নারীদের কান্না… অনেক নারী ও শিশু ছিল ভিড়ের মধ্যে। মূলত তারাই হতাহত হয়েছেন।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে।
ভারতীয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী গতকাল মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধনর্মাবলম্বীদের বিশ্বাস মতে, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও স্বরস্বতী নদীর সঙ্গমে স্নান করলে অশেষ পূণ্য অর্জিত হয়। এ কারণেই মঙ্গলবার সেখানে প্রচুর মানুষের ভিড় ছিল।
এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে আদিত্যনাথকে ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা নিশ্চিত করা এবং নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
এদিকে পদপিষ্টের ঘটনার পরই মৌনী অমাবস্যায় ‘শাহি স্নান’ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সাধুদের আখড়াগুলো।