‘নবীর কদম’ প্রকল্প ঘোষণা সৌদি আরবের


Jan 2025/Nobir Kodom.jpg

মহানবী মোহাম্মদ (সা.) মক্কা থেকে যে পথ ধরে মদীনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমনপথটি ফের তৈরি করার লক্ষ্যে ‘নবীর কদম’ নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। সংবাদ গালফ নিউজের।

সোমবার (২৭ জানুয়ারি) মদীনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এ প্রকল্পের উদ্বোধন করেন মদীনার আমির প্রিন্স সালমান বিন সুলতান।

‘নবীর কদম’ প্রকল্পে মক্কাকে মদীনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। এছাড়া ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এগুলো সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে।

ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথ সংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। 

দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদীনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।

এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে, তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বর এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ছয়মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×