২০ লাখ সরকারি কর্মীকে পদত্যাগ করার প্রস্তাব দিলেন ট্রাম্প


Jan 2025/Trump government officer.jpg
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের প্রায় ২০ লাখ কর্মকর্তা-কর্মচারীকে বেতন-ভাতা দিয়ে স্বেচ্ছায় অবসর নেওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সরকারি ব্যয় হ্রাসের পরিকল্পনার অংশ হিসেবে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সংবাদ রয়টার্সের।

দেশটির ফেডারেল সরকারের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের অভিমত জানতে চেয়ে একটি মেইল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। ওই মেইলে তারা সরকারের ‘ডেফার্ড রেজিগনেশন প্রোগ্রামের’ অংশ হতে চান কি না। এ বিষয়ে আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। যদি কেউ এ সিদ্ধান্তের সঙ্গে একমত থাকে তাহলে তাকে ‘পদত্যাগ’ লিখে পাঠাতে বলা হয়েছে।

প্রস্তাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও ভাতা দেওয়ার কথা বলা আছে। প্রস্তাবটি শুধু মার্কিন বেসামরিক কর্মকর্তার জন্য প্রযোজ্য হবে। অভিবাসন, জাতীয় নিরাপত্তা-সম্পর্কিত ক্ষেত্র ও মার্কিন ডাক পরিষেবার কর্মরত ব্যক্তিরা এর বাইরে রয়েছেন।

নির্বাচনী প্রচারণায় ক্ষমতায় গেলে সরকার পরিচালনার ব্যয় হ্রাস করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। নিজের দেওয়া কথা অনুযায়ী, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ব্যবস্থা নিতে শুরু করেছেন তিনি।

ডাক বিভাগের বাইরে প্রায় ২৩ লাখ বেসামরিক কর্মকর্তা রয়েছে। ট্রাম্প প্রশাসনের আশা, ১০ শতাংশের বেশি কর্মী তাদের প্রস্তাব মেনে নেবেন। অর্থাৎ প্রায় দুই লাখ কর্মী স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নেবেন বলে আশা তাদের। এ প্রকল্পের মাধ্যমে সরকার ১০ হাজার কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবে বলে মনে করেন ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ফেডারেল কর্মীদের বিষয়ে আরও একটি আদেশ দেন ট্রাম্প। ওই আদেশে করোনা মহামারির সময় থেকে যেসব কর্মী এখনো বাড়িতে বসে কাজ করছেন, তাদেরকে এখন থেকে সপ্তাহে পাঁচ দিন কর্মস্থলে গিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×