৭২ ঘণ্টায় উত্তর গাজায় ফিরেছেন ৫ লাখের বেশি ফিলিস্তিনি
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৩৬ পিএম, ২৯ জানুয়ারী ২০২৫

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গত ৭২ ঘণ্টায় অর্ধ মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আল-রশিদ এবং সালাহ আল-দিন রাস্তার মাধ্যমে গাজার উত্তরে ফিরে এসেছে।
এক বিবৃতিতে তারা বলেছে, "গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা শুরু হওয়ার পর থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার ৪৭০ দিন পর বাসিন্দারা ফিরে এসেছেন।" তবে আল জাজিরার প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে রিপোর্ট করেছেন, কিছু প্রত্যাবর্তনকারী উত্তর গাজায় পানি, খাবার, আশ্রয় বা স্যানিটেশন না পেয়ে মধ্য গাজায় ফিরে যাচ্ছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার হাসপাতালগুলোতে একদিনে এসব মরদেহ নিয়ে আসা হয়।
নিহতদের মধ্যে দুইজন আহত অবস্থায় মারা গেছেন। এছাড়া পূর্ববর্তী ইসরায়েলি হামলায় নিহত ৫৯ জনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। নতুন হতাহতের সংখ্যা সামনে আসার পর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৭ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে। আর আহতদের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ১১ হাজার ৫৭১ জনে।
এর আগে মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উপত্যকা থেকে গত দুইদিনে অন্তত ৪৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার হাসপাতালগুলোতে গত ৪৮ ঘণ্টায় এসব মরদেহ নিয়ে আসা হয়। এদের মধ্যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সামরিক হামলায় ১১১ জন নিহত হয়েছেন। পাশাপাশি আগের হামলার ধ্বংসস্তূপ থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।