ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ১১০ ফিলিস্তিনি


November 16/isreal_20250131_064157065.jpg

যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কারাগার থেকে ১১০ ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই বন্দিরা ইসরায়েলের ওফার কারাগার থেকে ছাড়া পান। 

এর আগে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসলামিক জিহাদ ইসরায়েলি জিম্মি তিনজন এবং থাইল্যান্ডের পাঁচ নাগরিকসহ মোট আটজনকে মুক্তি দিয়েছিল। এর মধ্যে সাতজনকে গাজার খান ইউনিসে রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়, যেখানে হাজারো মানুষ জমায়েত হন। এ কারণে মুক্তির প্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, পরবর্তী সময়ে মুক্তি পাওয়া জিম্মিদের নিরাপত্তার স্বার্থে যাতে জনবহুল এলাকায় হস্তান্তর না করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা কিছু অংশ পশ্চিমতীরের রামাল্লা এবং গাজায় চলে গেছেন। তবে, তাদের পরিবারকে কোনো উদযাপন করতে নিষেধ করা হয়েছে এবং এমনকি উদযাপন করা ব্যক্তিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা হুমকি দিয়েছে। জেরুজালেমে উদযাপন করার জন্য ১২ জনকে গ্রেফতারও করা হয়েছে।

আলজাজিরা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গাজায় ড্রোনের মাধ্যমে ইসরায়েল সতর্কতা দেয় এবং "উদযাপন না করার" জন্য লিফলেট ছড়িয়ে দেয়। কিন্তু এসব হুমকি সত্ত্বেও রামাল্লা শহরের সাধারণ মানুষ উদযাপন করতে দেখা যায়।

মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে কেউ কেউ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ছিল। তবে ইসরায়েল তাদের পশ্চিমতীরে যেতে দেয়নি এবং তাদের গাজা বা মিসরে পাঠানো হয়েছে। সূত্র: আল-জাজিরা

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×