ট্রাম্পের নির্দেশে সোমালিয়ায় আইএসের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা


Feb 2025/Somalia.jpg

আফ্রিকার দেশ সোমালিয়ায় অবস্থানরত ইসলামিক স্টেটের (আইএস) হামলা সংক্রান্ত একজন জ্যেষ্ঠ পরিকল্পনাকারী ও অন্যদের ওপর বিমান হামলার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হামলা চালানোও হয়েছে সেখানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এসব হত্যাকারী গুহায় লুকিয়ে থেকে যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের হুমকি দিচ্ছে। এসব হামলা লুকিয়ে থাকার গুহাগুলোকে ধ্বংস করেছে, সেই সঙ্গে বেসামরিক মানুষদের ক্ষয়ক্ষতি না করেই লুকিয়ে থাকা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে।’
 
এক্সে একটি পোস্টে, সোমালিয়ার রাষ্ট্রপতির কার্যালয় বলেছে যে, তারা দেশের উত্তরাঞ্চলে আইএসের সিনিয়র নেতৃত্বকে লক্ষ্য করে মার্কিন হামলার কথা জানিয়েছে।
 
তবে বিবিসির পক্ষ থেকে হামলার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করে দেখা সম্ভব হয়নি। ট্রাম্পও সোমালিয়ায় হামলার লক্ষ্যবস্তু কারও নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
 
সতর্ক করে দিয়ে ট্রাম্প তার পোস্টে আরও লিখেন, ‘আইএস ও অন্য যারা আমেরিকানদের ওপর হামলা করতে চাইছে, তাদের জন্য স্পষ্ট বার্তা- আমরা আপনাদের খুঁজে বের করব ও হত্যা করব।’
 
বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমালিয়ায় বিমান হামলায় বেশ কয়েকজন চিহ্নিত ব্যক্তি নিহত হয়েছেন। তবে বেসামরিক কারও কোনো ক্ষতি হয়নি।’
 
সোমালিয়ার উত্তরাঞ্চলের গোলিস পার্বত্য এলাকায় এসব হামলা চালানো হয়েছে বলেও জানান পিট হেগসেথ।
 
মধ্যপ্রাচ্যে, বিশেষত ইরাক ও সিরিয়ায় গত দশকে আইএসের উত্থান হয়। তবে এখন আফ্রিকার কিছু অংশে নিষিদ্ধ এ সংগঠনের বিস্তার ঘটেছে।
 
আইএসের সোমালিয়া শাখা গঠিত হয় ২০১৫ সালে। আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত আল-শাবাব গোষ্ঠী থেকে বেরিয়ে এসে কয়েকজন আইএসের সোমালিয়া শাখা গড়ে তোলেন। আল-শাবাব সোমালিয়ার সবচেয়ে বড় জিহাদি গোষ্ঠী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×