ছুটি নিয়ে বিবাদ, সহকর্মীদের উপর ছুরি হাতে হামলা সরকারি কর্মীর


5Feb 2025 (Naeem)/international.png

ছুটি নিয়ে বিবাদের জেরে সহকর্মীদের উপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠল এক সরকারি কর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নিউটাউনের সরকারি কারিগরি ভবনে এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অভিযুক্ত অসিত সরকার নিউটাউনের কারিগরি ভবনের টেকনিক্যাল এডুকেশন বিভাগে কর্মরত। তাঁর বাড়ি সোদপুরের ঘোলায়। অভিযোগ, ছুটির সমস্যার কারণে সহকর্মীদের সঙ্গে বিবাদ চলছিল তাঁর। বৃহস্পতিবার সেই বিবাদের জেরে জয়দেব চক্রবর্তী, শেখ সাতাবুল, শান্তনু সাহা ও সার্থ লেট নামে চার সহকর্মীর উপর ছুরি চালান তিনি।

হামলার পর রক্তমাখা ছুরি হাতে রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় অভিযুক্তকে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

এদিকে, নিউটাউনে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন চলার মাঝেই এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কারিগরি ভবনের কাছেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যেখানে দেশ-বিদেশের অতিথিরা উপস্থিত রয়েছেন।

ছুটি সংক্রান্ত সমস্যা নাকি অন্য কোনো কারণ এই ঘটনার পেছনে রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×