পশ্চিম তীরে ইসরাইলের হামলায় আট মাসের গর্ভবতী নারী নিহত


Feb 2025/West Tir.jpg

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে ৮ মাসের এক গর্ভবতী নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। খবর আলজাজিরার।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তুলকারেম শহরের পূর্বে নূর শামস শরণার্থী শিবিরে ইসরাইলি সামরিক অভিযানের সময় তার স্বামীও গুরুতর আহত হন।
 
নিহত ওই নারীর নাম সোন্দোস জামাল মুহাম্মদ শালাবি। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় শালাবির ভ্রূণও প্রাণ হারিয়েছে।

এদিকে মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী তাদেরকে হাসপাতালে পৌঁছাতে বাধা দেয়ায় ২৩ বছর বয়সী ওই নারীর ভ্রূণ বাঁচাতে পারেনি চিকিৎসকরা।
 
ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে যে, ইসরাইলি সেনাবাহিনী রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলের শিবিরে অভিযান চালায় এবং ভারী যন্ত্রপাতি ও বুলডোজার মোতায়েন করে।

ইসরাইলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সপ্তাহব্যাপী সামরিক অভিযান অব্যাহত রাখার মধ্যে নূর শামস ক্যাম্পে অভিযান চালালো ইসরাইল। 
 
১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলি অভিযান চলার পর ১৯ জানুয়ারী গাজায় একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয়। এরপর তুলকারেমে হামলা জোরদার করে ইসরাইল।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×