ভারতে বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টা


5Feb 2025 (Naeem)/BSF-1.jpeg

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পোশাক পরে বাংলাদেশে গরু চোরাচালানের চেষ্টাকালে পশ্চিমবঙ্গ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে বিএসএফ। ধরা না পড়ার কৌশল হিসেবে ওই চোরাকারবারীরা আধাসামরিক বাহিনীর পোশাক পরেছিল। যা সেখানকার বিএসএফ কর্মকর্তাদের রীতিমতো অবাক করেছে। আটকের সময় ওই চোরাকারবারীদের কাছ ধারালো ছুরি ও চাকু উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় একাধিক অভিযান চালিয়ে বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার চার চোরাকারবারীকে আটক করে। ওই সময় তারা চোরাচালানের প্রস্তুতি নিচ্ছিল।

অপরদিকে বিএসএফের ৮৮নং ব্যাটিালিয়ন পান্নাপুর সীমান্ত আউটপোস্ট থেকে তিনজনকে আটক করে। ওই তিনজনই বিএসএফের পোশাক পরা ছিলন। তাদের সঙ্গে ছিল ধারালো ছুরি ও চাকু। এছাড়া তাদের সঙ্গে নকল প্লাস্টিকের বন্দুকও ছিল। তারা ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছিল। ওই সময় ওই চোরাকারবারীদের কাছ থেকে দুটি মহিষও জব্দ করে বিএসএফের জওয়ানরা। এছাড়া আরেক চোরকারবারীকে ৮৯৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। ওই সময় বেশ কয়েকজন পালিয়ে যান। ফেনসিডিলসহ যাকে আটক করা হয়েছে তিনি বাংলাদেশি বলে দাবি করেছে বিএসএফ।

আটককৃত ও জব্দকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। অপরদিকে ই-ট্যাগিংয়ের পর গরুগুলোকে ধ্যান ফাউন্ডেশনে পাঠানো হয়েছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র জানিয়েছেন, বাংলাদেশি অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে তারা সীমান্তে কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×