যুক্তরাষ্ট্রে আরও প্রায় দশ হাজার সরকারি কর্মী ছাঁটাই


Feb 2025/Job lost.jpg

যুক্তরাষ্ট্রের আমলাতন্ত্রে কাটছাঁট অব্যাহত রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক। তারই অংশ হিসেবে এবার একবারে ৯ হাজার ৫০০ জনের বেশি সরকারি কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এসব কর্মীরা কেন্দ্রীয় সরকারের ভূমি ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রবীণ সেনাদের দেখভাল পর্যন্ত নানা কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বে ছিলেন।

স্বরাষ্ট্র, জ্বালানি, প্রবীণ বিষয়ক, কৃষি এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীদের ছাঁটাই করা হয়েছে। এক্ষেত্রে কর্মীর চাকরির বয়স এখনও এক বছর হয়নি ও যাদের চারকির সুরক্ষা কম- এমন কর্মীদের নিশানা করা হয়েছে।
 
রয়টার্স ও অন্যান্য প্রধান মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে, এর আগে আরও প্রায় ৭৫ হাজার কর্মী ট্রাম্প ও মাস্কের এককালীন অর্থ নিয়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাবে সাড়া দিয়েছেন। এর ফলে মোট ২৩ লাখ সরকারি কর্মীর মধ্যে প্রায় ৩ শতাংশ কমে গেছে।
 
ট্রাম্প বলছেন, ‘অতিরিক্ত কর্মীর কারণে কেন্দ্রীয় সরকার খুব বেশি চাপে আছে এবং অপচয় ও জালিয়াতির জন্য প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১.৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।’
 
তবে, ট্রাম্প প্রশাসনের আমলাততন্ত্র কাটছাঁটের সমালোচনা করছেন বিরোধীরা। ডেমোক্র্যাট দলের কয়েকজন কংগ্রেস সদস্য বলেছেন, ফেডারেল খরচের ওপর আইনসভার যে সাংবিধানিক কর্তৃত্ব আছে, তা ক্ষুণ্ন করছেন ট্রাম্প। যদিও কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকা রিপাবলিকানরা ব্যাপকভাবে এই পদক্ষেপগুলোকে সমর্থন করেছেন।
 
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প তার প্রশাসনে নতুন একটি বিভাগ খুলেছেন। ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিশিয়েনসি’ নামে ওই বিভাগের প্রধান করা হয়েছে ইলন মাস্ককে। তার প্রধান কাজ সরকারের আকার ছোট করে ব্যয় কমানো।
 
এর মাধ্যমে ইলন কেন্দ্রীয় বাজেটের এক লাখ কোটি ডলার সাশ্রয় করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। গত বছর এ বাজেটের আকার ছিল ৬ লাখ ৭৫ হাজার কোটি ডলার। সরকারি কর্মচারীদের বেতন বাবদ ব্যয় হয় বাজেটের ৫ শতাংশের কম। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×