ইলন মাস্কের সন্তানদের রবীন্দ্রনাথের বই উপহার দিলেন মোদী
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:১৪ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় তিনি মাস্কের সন্তানদের নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের বই উপহার দিয়েছেন। সংবাদ ডয়চে ভেল, এনডিটিভির।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের ব্লেয়ার হাউসে সেই সাক্ষাতে মোদির সঙ্গে মাস্কের বান্ধবী শিভন জিলিস এবং তাদের তিন সন্তানের দেখা হয়। এ সময় মোদী মাস্কের সন্তানদের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দ্য ক্রিসেন্ট মুন’, ‘দ্য গ্রেট আরকে নারায়ণের সংগ্রহ’ ও ‘পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র’ তুলে দেন।
রবীন্দ্রনাথ ঠাকুর শিশুদের জন্য তার কিছু কবিতা ইংরেজিতে অনুবাদ করেছিলেন যা ‘দ্য ক্রিসেন্ট মুন’-এ প্রকাশিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, বই তুলে দেয়ার পর মাস্কের সন্তানরা তা আগ্রহ নিয়ে পড়তে শুরু করেন।
সোশ্যাল মিডিয়ায় মোদী একটি পোস্টে বলেছেন, ‘ইলন মাস্কের পরিবারের সঙ্গে দেখা করে এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পেরে আনন্দিত হয়েছি।’
মোদীর কার্যালয় নিশ্চিত করেছে, মোদী ও মাস্ক উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় উদীয়মান প্রযুক্তি, উদ্যোক্তা এবং সুশাসনের ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করার সুযোগগুলোও তুলে ধরা হয়েছে।
মোদির সঙ্গে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা ও বিদেশ সচিব বিক্রম মিস্রি।
হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর দেখা করার কয়েক ঘণ্টা আগে এই বৈঠকটি হয়েছিল।