ভারত পাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, ক্ষুব্ধ পাকিস্তান


Feb 2025/Battleplane.webp

ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান বলেছে, ‘এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ হলে তা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে।’ সংবাদ ডন, এএফপির।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান মার্কিন-ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে ‘একপেশে’, ‘বিভ্রান্তিকর’ ও ‘কূটনীতিক শিষ্টাচার পরিপন্থি’ বলেও অভিহিত করেছেন। 

তার মন্তব্যের কয়েক ঘণ্টা আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে দেওয়া ওয়াশিংটন-নয়া দিল্লি যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের ‘দ্রুত বিচারের’ মুখোমুখি করতে এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয়, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×