সৌদি আরবে ২২ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার


Feb 2025/Saudi Arab arr.jpg

সৌদি আরবে গত এক সপ্তাহে ২২ হাজার ৬৬৩ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেফতার করা হয়। যার মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজের। 

সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ‘তাদের মধ্যে ১৩ হাজার ৭৯৯ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫ হাজার ৫৯৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ২৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ২ হাজার ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৬৩ শতাংশ ইউথোপিয়ান, ৩৬ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের।’ 

এছাড়া ১৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে। 

আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ ও রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×