তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ডোনাল্ড ট্রাম্প


Feb 2025/Trump war.jpg
ডোনাল্ড ট্রাম্প

‘তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়’ বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে তার নেতৃত্ব এটি ঘটতে বাধা দেবে বলেও দাবি করেছেন ট্রাম্প। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক সম্মেলনে বক্তৃতা দেয়ার সময় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। 
 
সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যদি ক্ষমতায় থেকে যেত, বিশ্ব তাহলে যুদ্ধে জর্জরিত হত।’ 
  
তৃতীয় বিশ্বযুদ্ধ করে কারো কোনো লাভ নেই উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আপনারা বিশ্বযুদ্ধ থেকে দূরে নন। আমি বলছি, এটি দূরে নয়। যদি আমাদের বাইডেন সরকার আর এক বছর থাকত, আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে এখন এটি ঘটবে না।’
 
এছাড়া যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না, বরং সেগুলো বন্ধ করবে বলেও জানান ট্রাম্প। 
 
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এই মূর্খ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেব না। তবে আমরা যে কারও চেয়ে আরও শক্তিশালী হব। এবং যদি কখনও যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। কিন্তু আমরা মনে করি না যে এটি কখনও ঘটবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×