ঘরে ঘরে ঢুকে খুন, আসাদপন্থিদের সাথে ক্ষমতাসীনদের সংঘাতে নিহত ১,৩০০
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:৩৮ পিএম, ১০ মার্চ ২০২৫

সংঘাতপূর্ণ সিরিয়ায় টানা চতুর্থ দিনের মতো বর্তমান ক্ষমতাসীন ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আসাদপন্থিদের সশস্ত্র সংঘাত অব্যাহত রয়েছে। চলমান সংঘাতে মৃতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গেল চার দিনে দেশটিতে নিহত হয়েছেন প্রায় দেড় হাজার মানুষ। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। অস্ত্রধারীরা ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে, গত চার দিনে দুই পক্ষের সংঘর্ষে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে প্রায় ৯০০ জনই বেসামরিক নাগরিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। খবর মিডল ইস্ট মনিটরের।
নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে। বুস্তান আল-বাশা গ্রামে আমার চাচি থাকেন। তার সব প্রতিবেশীকেই হত্যা করা হয়েছে।’
নিজেদের সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী হায়াত আল-শামের (এইচটিএস) যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন। তাদের মহল্লা থেকে সাকল্যে ২০টি গাড়ি নিয়ে যান। অস্ত্রধারীরা নিজেদের বর্তমান শাসকগোষ্ঠীর অনুসারী দাবি করলেও অনেকে বলছেন, ‘এরা এইচটিএসের যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয়।’ বর্তমান শাসকগোষ্ঠীর দাবি, এরা মূলত পলাতক শাসক বাশার আল আসাদের অনুসারী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংঘাতপ্রবণ এলাকায় হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। বাশারপন্থিদের দমনে হেলিক্প্টার, ড্রোন ও কামান ব্যবহার করা হচ্ছে। বাশারের অনুসারীরা আলাউত সম্প্রদায়ের বাসিন্দা। আসাদের পরিবারও এই সম্প্রদায়ের।