সেনা অভিযানে জাফর এক্সপ্রেসের ৩৪৬ যাত্রী উদ্ধার, নিহত ৩৩ সন্ত্রাসী


March 2025/Jafor Express.webp

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন হামলার ঘটনায় দেশটির সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩৪৬ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ অভিযানে বেলুচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অন্তত ২৮ জন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। সংবাদ এএফপি, ডনের।

বুধবার (১২ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুই দিনের দীর্ঘ অভিযানের পর সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এবং এসএসজি কমান্ডোরা অংশ নেন। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করা জাফর এক্সপ্রেস ট্রেনে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএর সন্ত্রাসীরা একটি রেলপথ উড়িয়ে দিয়ে ট্রেনটি থামিয়ে দেয় এবং যাত্রীদের জিম্মি করে। 

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, দুর্গম এলাকা ও মানবঢাল ব্যবহারের কারণে অভিযান চালানো কঠিন ছিল। তবে সেনাবাহিনীর কঠোর চেষ্টায় একে একে সন্ত্রাসীদের নির্মূল করা হয়।

তিনি বলেন, ‘অভিযানের সময় সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করছিল। সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী হামলাকারীদের হত্যা করে একের পর এক বগিতে প্রবেশ করে যাত্রীদের উদ্ধার করেন।’

অভিযানে ২৭ জন সেনাসদস্য ট্রেনে নিরাপত্তার দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হন এবং অভিযানের সময় আরও একজন সেনা প্রাণ হারান। অপরদিকে, ৩৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে সেনাবাহিনী। 

এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন করেছে বলে দাবি করেছে আইএসপিআর।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×