পাকিস্তানে মসজিদে ভয়াবহ আইইডি বিস্ফোরণ, হতাহত বহু
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:১৭ পিএম, ১৪ মার্চ ২০২৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণে ওয়াজিরিস্তানের একটি মসজিদে আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এক ইসলামিক নেতাসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সংবাদ আনন্দবাজারের।
শুক্রবার (১৪ মার্চ) দুপুরে আজম ওয়ারশাক বাইপাস রোডের মৌলানা আব্দুল আজিজ মসজিদে নামাজের সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে।
মনে করা হচ্ছে, এই হামলার ঘটনার নেপথ্যে কোন জঙ্গি সংগঠন রয়েছে। তবে এখনও পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলায় জখম অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশে জানিয়েছে, ঘটনার পরই পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। তড়িঘড়ি মসজিদ খালি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে।
ঘটনার পরেই আরও এক বার গোটা পাকিস্তানজুড়েই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেনাবাহিনী সহ সমস্ত নিরাপত্তা এজেন্সিগুলিকে হাই অ্যালার্ট করা হয়েছে। যে এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে আগেও জঙ্গি কার্যকলাপ ঘটেছে। জানা যাচ্ছে, আজ ওই মসজিদে বিশেষ প্রার্থনা চলাকালীনই হঠাত করেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আইইডি বিস্ফোরণ ঘটনা হয় বলে দাবি। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে মসজিদের একটা অংশ সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে বলে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় নেয়নি। ঘটনার পরেই উদ্ধারকাজ শুরু হয়েছে। বিস্ফোরণে বহু মানুষ আহত হয়েছেন বলে খবর। আহত অবস্থায় অনেককেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত মঙ্গলবার বেলুচিস্তানে একেবারে দুপুর বেলায় জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে বেলুচ বিদ্রোহী। সেই রেশ কাটতে না কাটতেই একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানে।